<<<<<<< 'মৃত যেথা মানবতা'>>>>>>

লিখেছেন লিখেছেন শেখের পোলা ৩১ মে, ২০১৫, ০৭:০৯:০২ সন্ধ্যা



লক্ষ বেকার রাজ পথে ঘোরে, চাকুরীর আশা লয়ে বুকে,

অসুস্থ মা কারও বিছানায় পড়ে, অনাহারে মরে ধুঁকে ধুঁকে৷

চাকুরী জোটেনা তাহার৷

শেষ সম্বল টুকু খুইয়েছে পিতা, পুত্রের পড়াশোনা তরে৷

সম্বল হীন, বিয়ের যোগ্য কন্যা পড়িয়া রহিছে ঘরে৷

পাত্র জোটানো হল যে ভার৷৷

ইন্টার ভিউ যা ছিল হয়েছে সঠিক, ভাইবাও দিয়েছে শেষে৷

উত্তর খুঁজে পায়নি কোথাও, ‘কি এনেছো দাও’ প্রশ্নতে এসে৷

চুরমার হয়েছে স্বপ্ন তাহার৷

পীড়িত মায়ের আর্ত চিৎকার আর বৃদ্ধ পিতার হা-হুতাশ,

ছিন্ন করেছে নাড়ির বাঁধন আর স্নেহময়ী বোনের রাশ৷

বাঁচার তাগিদে পথে হল বার৷৷

চাহিদা তাদের অতি সাধারণ, অন্ন বস্ত্র আর বাসস্থান,

সোনার হরীণ কামনা করেনি, চেয়েছে রিজিকের সন্ধান৷

তারা বঞ্চনার হয়েছে শিকার৷

স্বদেশ তাদের বিমুখ করেছে, দেয়নি বাঁচার অধিকার,

দালালের দর্পনে নজরে এসেছ, সাগর পারে শ্রমের বাজার৷

ডিঙ্গী নৌকায় হয়েছে সওয়ার৷

মরণের ভয়ে ভীত নয় তারা, অন্তরে ছিল বাঁচার খায়েস,

প্রীয় জনের মুখে ফোটাতে হাঁসি, ভুলেছিল আরাম আয়েশ৷

হারায়েছে তারা বাঁচার অধিকার৷

নাইরে মানবতা, মৃত্যু হয়েছে তার৷

বিষয়: সাহিত্য

১২৩৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323669
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২০
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ।
৩১ মে ২০১৫ রাত ১০:২১
265115
শেখের পোলা লিখেছেন : আমিন৷ আপনাকে স্বাগতম ও ধন্যবাদ৷
323673
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
৩১ মে ২০১৫ রাত ১০:২২
265116
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ<:-P <:-P <:-P <:-P
323683
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসসালামু আলাইকুম আজ অল্প সময়ের জন্য একটু ব্লগে বসার সৌভাগ্য হল। কেমন আছেন আপনি? খুব সুন্দর কবিতা আসলে কবিতা না বলে একে বুকের দীর্ঘশ্বাস বা মনের হতাশা বলাটাই সঠিক। সত্যি দাজ্জালের অনুসারীরা পৃথিবীতে দাজ্জালের আগমণের জন্য সব আয়োজন করে ফেলেছে। তোরণ,রাস্তা,স্টেজ, মাইক, শ্রোতা সব রেডি শুধু তার আসার অপেক্ষা।
৩১ মে ২০১৫ রাত ১০:২৪
265118
শেখের পোলা লিখেছেন : হাঁ, ঠিক তাই৷ আলহামদু লিল্লাহ ভাল আছি৷ ভাল থাকেন৷ ধন্যবাদ৷
323687
৩১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। অনেক সুন্দর হয়েছে।
কবিতার দ্বারা এ দেশের এক শ্রেণি মানুষের জীবন কাহিনী তুলে ধরেছেন।
৩১ মে ২০১৫ রাত ১০:২৭
265119
শেখের পোলা লিখেছেন : যারা আজ নৌকায় সাগরে ভাঁসছে তারা সোনার হরীণ ধরতে নৌকায় ওঠেনি বাঁচার জন্যই উঠেছিল৷ আজ তাদের জন্য মানবতা নাই৷ আল্লাহ তাদের সুদিন দিক৷ আপনাকে ধন্যবাদ৷
323696
৩১ মে ২০১৫ রাত ০৮:০৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে। অনেক অনেক ধন্যবাদ
৩১ মে ২০১৫ রাত ১০:২৮
265120
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ৷
323701
৩১ মে ২০১৫ রাত ০৮:২১
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাচাজান। মা শা আল্লাহ চমৎকার কবিতা লিখেছেন, অনেক ধন্যবাদ জাযাকাল্লাহ খাইর
৩১ মে ২০১৫ রাত ১০:৩০
265122
শেখের পোলা লিখেছেন : অআলাইকুমুস্সালাম৷ আমিন৷আল্লাহ আমাদের হেদায়েত দিন৷ ধন্যবাদ৷ ভাল থাকেন৷
323712
৩১ মে ২০১৫ রাত ০৯:৩৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার কবিতার মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন। ধন্যবাদ ভাই।
৩১ মে ২০১৫ রাত ১০:৩২
265123
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ৷ লেখার দ্বারায় প্রতিবাদের চেষ্টা করলাম৷আল্লাহ আমাদের সুমতি দিন৷
323752
০১ জুন ২০১৫ রাত ১২:৫০
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম !
আসলেই মানবত আজ মরে গেছে! কষ্টদায়ক !

শুকরিয়া!
০১ জুন ২০১৫ বিকাল ০৫:৫৯
265337
শেখের পোলা লিখেছেন : অআলাইকুমুস্সালাম৷ ধন্যবাদ৷
অন্যের দুঃখে ব্যথিত হৃদয়/দেয়য় মুমিনের পরিচয়৷
323778
০১ জুন ২০১৫ রাত ০২:৪৮
আফরা লিখেছেন : কবিতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন চাচাজান ।

অনেক ধন্যবাদ চাচাজান ।
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:০০
265338
শেখের পোলা লিখেছেন : তোমাকে অনেক শুভেচ্ছা দিলাম৷ভালথাকো৷
১০
323781
০১ জুন ২০১৫ রাত ০২:৫৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। কবিতাটি বাস্তবতা ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ।
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:০২
265339
শেখের পোলা লিখেছেন : অআায়কুমুস্সালাম৷ চেষ্টা করেছি মাত্র৷ আপনাদের ধন্যবাদ৷
১১
323789
০১ জুন ২০১৫ সকাল ০৬:২৪
ঝিঙেফুল লিখেছেন : চমৎকার কবিতা
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
265340
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ ও স্বাগতম৷
১২
323890
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার কবিতাটা খুব খুব ভাল লাগলো, আপনি বাংলাদেশের কোটি বেকার যুবকের মনের কথাই বলেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:১২
265360
শেখের পোলা লিখেছেন : চেষ্টা করেছি মাত্র৷ আপনাকেও ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File