<<<<<<< 'মৃত যেথা মানবতা'>>>>>>
লিখেছেন লিখেছেন শেখের পোলা ৩১ মে, ২০১৫, ০৭:০৯:০২ সন্ধ্যা
লক্ষ বেকার রাজ পথে ঘোরে, চাকুরীর আশা লয়ে বুকে,
অসুস্থ মা কারও বিছানায় পড়ে, অনাহারে মরে ধুঁকে ধুঁকে৷
চাকুরী জোটেনা তাহার৷
শেষ সম্বল টুকু খুইয়েছে পিতা, পুত্রের পড়াশোনা তরে৷
সম্বল হীন, বিয়ের যোগ্য কন্যা পড়িয়া রহিছে ঘরে৷
পাত্র জোটানো হল যে ভার৷৷
ইন্টার ভিউ যা ছিল হয়েছে সঠিক, ভাইবাও দিয়েছে শেষে৷
উত্তর খুঁজে পায়নি কোথাও, ‘কি এনেছো দাও’ প্রশ্নতে এসে৷
চুরমার হয়েছে স্বপ্ন তাহার৷
পীড়িত মায়ের আর্ত চিৎকার আর বৃদ্ধ পিতার হা-হুতাশ,
ছিন্ন করেছে নাড়ির বাঁধন আর স্নেহময়ী বোনের রাশ৷
বাঁচার তাগিদে পথে হল বার৷৷
চাহিদা তাদের অতি সাধারণ, অন্ন বস্ত্র আর বাসস্থান,
সোনার হরীণ কামনা করেনি, চেয়েছে রিজিকের সন্ধান৷
তারা বঞ্চনার হয়েছে শিকার৷
স্বদেশ তাদের বিমুখ করেছে, দেয়নি বাঁচার অধিকার,
দালালের দর্পনে নজরে এসেছ, সাগর পারে শ্রমের বাজার৷
ডিঙ্গী নৌকায় হয়েছে সওয়ার৷
মরণের ভয়ে ভীত নয় তারা, অন্তরে ছিল বাঁচার খায়েস,
প্রীয় জনের মুখে ফোটাতে হাঁসি, ভুলেছিল আরাম আয়েশ৷
হারায়েছে তারা বাঁচার অধিকার৷
নাইরে মানবতা, মৃত্যু হয়েছে তার৷
বিষয়: সাহিত্য
১২৩৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতার দ্বারা এ দেশের এক শ্রেণি মানুষের জীবন কাহিনী তুলে ধরেছেন।
আসলেই মানবত আজ মরে গেছে! কষ্টদায়ক !
শুকরিয়া!
অন্যের দুঃখে ব্যথিত হৃদয়/দেয়য় মুমিনের পরিচয়৷
অনেক ধন্যবাদ চাচাজান ।
মন্তব্য করতে লগইন করুন