কাব্যানুবাদে সুরা 'আত-তাকাসুর'৷

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৬ মে, ২০১৫, ০৬:৩৮:৫৮ সন্ধ্যা

কাব্যানুবাদে সুরা আত্-তাকাসুর'৷

প্রাচুর্যের লালসা খানি গাফেল করেছে তোরে,

ছাড়িয়া যাবেনা কভু, যাবত না যাস গোরে৷

বড় গর্হিত কাজ, শিঘ্রই তুমি তা জানিতে পাবে,

পুনঃ বলি শোন, শিঘ্রই তোমাকে তা জানানো হবে৷

নিশ্চিত ঘটিতনা তাহা যদি জানিতে অবশ্যম্ভাবি কালাম,

অচিরেই সাক্ষাতে দেখিতে পাবে নিশ্চিত সে জাহান্নাম৷

সততঃ প্রত্যয় হবে আপন নয়নে তাহা প্রত্যক্ষ করিবে যবে,

অবশেষে নিশ্চিত জেনো, তুমি নেয়ামত নিয়ে জিজ্ঞাসিত হবে৷

বিষয়: বিবিধ

১২০৯ বার পঠিত, ৩৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322696
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০২
মোহাম্মদ লোকমান লিখেছেন : মা-শা-আল্লাহ।
যথাযথ কাব্যানুবাদ। খুব ভালো লাগলো।

যদি মনে কিছু না করেন ‘শ’ এর চেয়ে ‘স’ ‘ث’এর অধিক কাছাকাছি। সুতরাং সে হিসেবে ‘আত্তাকাসুর’ লিখলেই ভালো হয়। মাফ করবেন।
২৭ মে ২০১৫ রাত ০১:৩৬
263948
শেখের পোলা লিখেছেন : মনেকরার কিছুই নেই৷ দুনিয়াটা পাঠ্যশালা আমরা সবাই ছাত্র৷‘ث’এর উচ্চারণ অনেকে 'ছ' দিয়ে করেন,তার বদলে আমি 'শ'দিয়েছি৷আর 'সীন'ও 'সোয়াদে' 'স' দিই৷আপনাকে ধন্যবাদ৷
322700
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
অনেক পথ বাকি লিখেছেন : মাশাআল্লাহ মাশাআল্লাহ জাজাকাল্লাহ
২৭ মে ২০১৫ রাত ০১:৩৬
263949
শেখের পোলা লিখেছেন : আমিন, আপনাকে ধন্যবাদ৷
322701
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : প্রিয় কবি সাহেব, সালাম নিবেন।
শুরুতে বিসমিল্লাহর কাব্যানুবাদ থাকলে আরো পরিপূর্ণ হতো।
তারপরও সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ।
যেমন-
শুরু করছি নিয়ে প্রভু আল্লাহর নাম
যিনি অসীম করুণাময়, দয়ার নিধান।
২৭ মে ২০১৫ রাত ০১:৩৮
263950
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ আপনাকেও৷ পরামর্শকে স্বাগত জানাই৷ আবার আসবেন৷
322702
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান চাচাজান ।
২৭ মে ২০১৫ রাত ০১:৩৯
263951
শেখের পোলা লিখেছেন : আমিন, মামনামনি, শুভেচ্ছা নিও৷
322708
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
মিরু লিখেছেন : কোথাও পড়েছি মনে হচ্ছে । ভাল লাগলো
২৭ মে ২০১৫ রাত ০১:৪১
263952
শেখের পোলা লিখেছেন : কবি নজরুলের থেকে থাকবে৷ আমি পড়িি৷ তবে এটা এই অপদার্থেরই প্রচেষ্টায় তৈরী৷ ধন্যবাদ
322709
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। অনেক ভাল লাগলো।

দোয়া রাখবেন।
২৭ মে ২০১৫ রাত ০১:৪২
263953
শেখের পোলা লিখেছেন : মা শাআল্লাহ, সবার ভাল লাগায় উৎসাহ পেলাম৷ ধন্যবাদ৷ দোওয়া রইল৷
322720
২৬ মে ২০১৫ রাত ১০:০১
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।মাশাআল্লাহ জাজাকাল্লাহ
২৭ মে ২০১৫ রাত ০১:৪৪
263955
শেখের পোলা লিখেছেন : অআলাইকুমুস্সালাম৷ আমিন৷ ভাল থাকেন৷ধন্যবাদ৷
322745
২৬ মে ২০১৫ রাত ১০:৫৫
বৃত্তের বাইরে লিখেছেন : প্রাচুর্য আমাদের কিভাবে গাফেল করে রাখে এ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ সুরা। বাংলা বানান টা আত-তাকাসুর লিখলে সবাই বুঝতে পারবে। জাজাকাল্লাহ ভাইয়া Good Luck Good Luck
২৭ মে ২০১৫ রাত ০১:৪৫
263956
শেখের পোলা লিখেছেন : সংশোধনীর জন্য ও পড়ার জন্য অনেক ধন্যবাদ৷ আমিন৷
322767
২৭ মে ২০১৫ রাত ১২:০৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শ্রদ্ধেয় ভাইয়া। মাশাআল্লাহ অসাধারণ লাগলো। জাজাকাল্লাহু খাইর।
২৭ মে ২০১৫ রাত ০১:৪৬
263957
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ আপা৷ ভাল লাগায় উৎসাহ বাড়ে৷ আবারও ধন্যবাদ৷৷
১০
322798
২৭ মে ২০১৫ রাত ০২:৫৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বিসমিল্লাহির রাহমানীর রাহিম



২৭ মে ২০১৫ সকাল ০৭:২৪
263994
শেখের পোলা লিখেছেন : 'একটা কিছুু ক গোলাপী একটা কিছু ক'৷

ধন্যবাদ৷
২৭ মে ২০১৫ সকাল ১০:১৯
264002
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জবাবটা বুঝতে পারিনি!!!
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
264096
শেখের পোলা লিখেছেন : আপনিতো নিজে থেকে কিছু বলেননি তাই আরকি৷
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
264102
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আজকে বলিনি, হয়তো অন্য একদিন বলবো!
১১
322806
২৭ মে ২০১৫ সকাল ০৫:০৬
কাহাফ লিখেছেন :
আমরা শুধু ক্বোরআন তেলাওয়াত কেই প্রাধান্য দেই সাধারণতঃ, অর্থ বুঝার প্রয়োজনীয়তা বুঝতে চাই না!
কল্যাণময়ী উপস্হাপনা এই সুরার অর্থ জানাল সুন্দর ভাবে! শিখাও হয়ে গেল আমার!
অন্তর থেকে ;জাযাকাল্লাহু খাইরান' হে শ্রদ্ধেয় শেখের পোলা ভাই!!
২৭ মে ২০১৫ সকাল ০৭:২৭
263995
শেখের পোলা লিখেছেন : সাধারণ ভাবে কোরআন বোঝার জন্য বয়ানুল কোরআনের আমার বাংলা অনুবাদ পড়ুন৷ উপকারে আসবে ইনশা আল্লাহ৷
আনাকে অসংখ্য ধন্যবাদ৷
১২
322868
২৭ মে ২০১৫ বিকাল ০৪:১৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : সূরা আত তাকাসুরের দুইটা কাব্যানুবাদ লিখেছিলাম। একটা অর্থভিত্তিক আর একটা হল ভাবানুবাদ ভিত্তিক। অনেক দিন লিখা হয় না। দেখি আবার শুরু করব ইনশাআল্লাহ।
২৭ মে ২০১৫ বিকাল ০৪:৩৬
264056
ছালসাবিল লিখেছেন : Applause Applause Applause Applause Applause স্বাগতম এই লেখালেখির নতুন জগতে Tongue Smug
২৭ মে ২০১৫ বিকাল ০৪:৪২
264059
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনার এই অনুবাদটা অনেক ভালো হয়েছে। যারা কখনো এই সূরাটির অর্থ পড়েনি তাদের জন্য এটা উপকারে আসবে। ধন্যবাদ।
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৪৮
264094
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ আপা৷ আপনি আর আগের মত লেখায় সময় দেন না৷ নিয়মিত হবার চেষ্টা করেন৷
২৭ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
264095
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ আপা৷ আপনি আর আগের মত লেখায় সময় দেন না৷ নিয়মিত হবার চেষ্টা করেন৷
জনাব সাল সাবিল কাকে স্বাগতম জানালেন বুঝলাম না৷ তবুও ধন্যবাদ৷
১৩
322935
২৭ মে ২০১৫ রাত ১০:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
এই গাফিলতি থেকে বেরহতে পারছিনা আমরা।
২৮ মে ২০১৫ রাত ১২:২৭
264211
শেখের পোলা লিখেছেন : চেষ্টা করলে আল্লাহর সাহায্য আসবে৷ তার আগে তাওয়াক্কুল আলাল্লাহ প্রয়োজন৷ ধন্যবাদ৷
১৪
322969
২৮ মে ২০১৫ রাত ০১:৪৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।

যেদিন খেজুর, গাছের ছায়া, ঠান্ডা পানির মতোন নিয়ামত গুলোর জবাবদিহী করা হবে সেদিন আল্লাহ আমাদের ছোট বড় সকল নিয়মতের সঠিক উত্তর দানের তোওফিক দান করুন! আমিন!

জাযাকাল্লাহ খাইর!
২৮ মে ২০১৫ সকাল ০৬:১১
264246
শেখের পোলা লিখেছেন : অআলাইকুমুস্সালাম৷ আমিন৷ আাপনাকে অনেক অনেক ধন্যবাদ৷
১৫
322991
২৮ মে ২০১৫ সকাল ০৬:১১
শেখের পোলা লিখেছেন : অআলাইকুমুস্সালাম৷ আমিন৷ আাপনাকে অনেক অনেক ধন্যবাদ৷
১৬
323009
২৮ মে ২০১৫ সকাল ০৯:১৪
ঝিঙেফুল লিখেছেন : ভালো হয়েছে ভাই Happy
২৮ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
264355
শেখের পোলা লিখেছেন : আপনাকে স্বাগত জানাই ও ধন্যবাদ দিই৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File