কাব্যানুবাদে সুরা 'আল ক্বদর'
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২০ মে, ২০১৫, ০৪:২৭:২৯ রাত
নিশ্চয়ই আমি নাজিল করেছি এ কোরআন মহিমান্বিত রাতে,
আপনার আছে কি জানা সে রাত! কি মহীমা রহিয়াছে তাতে!
সে রাত খানি জেনো শ্রেষ্ঠ অতি হাজার মাসের চেয়ে,
সেই সে রাতে ফেরেশ্তা ও রূহ নামিয়া আসেন ধেয়ে৷
প্রভুর আদেশ ক্রমে সকল কাজের তরে,
সারা রাত ব্যাপি ফজর অব্দি শান্তি বিরাজ করে৷
বিষয়: সাহিত্য
৯৮৫ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার কাব্যানুবাদ ভাল লাগল অনেক!
সাথে সাথে পবিত্র এই সুরাটাও তেলাওয়াত হয়ে গেল আমার!
জাযাকাল্লাহু খাইরান জানাচ্ছি!!
খুবই চমৎকার কাব্যানুবাদ।
জাযাকআল্লাহ্ খাইরান।
চমৎকার হয়েছে। আপনাকে ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন