বাপের বাড়ি

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৭ এপ্রিল, ২০১৫, ০৫:১০:৩৯ সকাল



মেঠো পথে গরুর গাড়ি,

বউ চলেছে বাপের বাড়ি৷

ছইয়ে ঢাঁকা গাড়ি খানা,

সামনে পিছে পর্দা টানা৷

গামছা মাথায় গাড়োয়ান,

হাঁকিয়ে চলে গাড়িখান৷

সামনে পিছে নেইতো কেউ,

পর্দা সরায় তাকায় বউ৷

ও-ই দেখা যায় মধুপুর,

আরতো নয় অধিক দূর৷

এই পেরোলাম হাটখোলা,

ওই দেখা যায় পঠশালা৷

বই বগলে কলম হাতে,

দল বেঁধে সব এক সাথে,

উড়িয়ে ধূলা হল্লা করে,

ফিরেছি ঘরে ছুটির পরে৷

পদ্ম দীঘির নিজেল পানি,

দিচ্ছে আজও হাত ছানি৷

পড়ছে মনে, সবাই মিলে,

কাটতো বেলা,শাপলা তুলে৷

দীঘির পাড়ে ঝোপের আড়ে,

ডাহুকে নাকি ডিম পাড়ে,

ডাহুক ছানা ধরতে গিয়ে,

মৌমাছিদের কামড় খেয়ে,

তার উপরে মায়ের ঝাড়ি,

তার পরেতেই শ্বশুর বাড়ি৷

গাড়ি এসে থামল যখন,

চিন্তার জাল ছিঁড়ল তখন৷

মা হেঁসে কয়, কেমন ছিলি?

জামাইকে না নিয়েই এলি?

বিষয়: সাহিত্য

৯৫০ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315412
১৭ এপ্রিল ২০১৫ সকাল ০৫:১৬
বাকপ্রবাস লিখেছেন : দারুণ দারুণ দারুন
১৭ এপ্রিল ২০১৫ সকাল ০৫:২২
256467
শেখের পোলা লিখেছেন : হে কবিবর, আপনার পদার্পনে ধন্য হল আঙ্গীনা মোর৷
315413
১৭ এপ্রিল ২০১৫ সকাল ০৫:২৩
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
খুব সুন্দর লিখেছেন।
ভাল লেগেছে।
অসংখ্য ধন্যবাদ।
১৭ এপ্রিল ২০১৫ সকাল ০৫:২৯
256468
শেখের পোলা লিখেছেন : আপনার ভাল লাগায় ধন্য হলাম৷ ধন্যবাদ৷
315419
১৭ এপ্রিল ২০১৫ সকাল ০৮:১৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : বাহ! বাহ! বেশ লিখেছেন ভাইয়া।
১৭ এপ্রিল ২০১৫ সকাল ০৮:৩৮
256480
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ আপনাকে৷ আবার আসবেন৷
315429
১৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:১৯
আহমেদ ফিরোজ লিখেছেন : অনেক সুন্দর ভাই।
১৮ এপ্রিল ২০১৫ রাত ০১:২০
256573
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷
315434
১৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুয়া করেন এমন করে একবার গেলে যেন আর না আসে!!
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১১
256511
আফরা লিখেছেন : কেন ভাইয়া প্রতিবারই আপনাকে নিয়ে যেতে হবে নাকি । ভাবীর কি বাপের বাড়ি গিয়ে একটু ফ্রী ভাবে থাকতে মন চায় না ।
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:২৫
256516
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Worried Worried Worried
১৮ এপ্রিল ২০১৫ রাত ০১:২৩
256574
শেখের পোলা লিখেছেন : মেয়ে মায়ের বাড়ি অবশ্যই আসবে, আপনার রাগ কিসে বুঝলামনা৷ শ্বাশুড়িরা কিন্তু জাাইকেই বেশী খাতির করে, আর বাপ মেয়েকে৷ ধন্যবাদ৷
315442
১৭ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৮ এপ্রিল ২০১৫ রাত ০১:২৪
256575
শেখের পোলা লিখেছেন : ভাল লাগায় উৎসাহ আসেে৷ ধন্যবাদ৷
315453
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৩
আফরা লিখেছেন : কবিতাটা সুন্দর হয়েছে চাচাজান ।
১৮ এপ্রিল ২০১৫ রাত ০১:২৭
256576
শেখের পোলা লিখেছেন : গ্রামে এক সময় মেয়েরা এমন করেই বাপের বাড়ি আসতো৷৷নদী পথ হলে নৌকায় আর পয়সা ওয়ালা হলে পাল্কিতে৷ তুমি কিসে আসবে? শুভেচ্ছা নিও৷
১৮ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪২
256594
আফরা লিখেছেন : আমি কিসে আসব আল্লাহ ভাল জানেন । আর আমার বাবার বাড়ি নেই আসব ভাইয়ের বাড়ি মনে হয় প্লেনে ।

আবার ও ধন্যবাদ চাচাজান ।
315799
১৯ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

আমার গরুর গাড়িতে চড়ে বাবার বাড়িতে যেতে ইচ্ছে হচ্ছে!!!! Crying

চমৎকার কবিতার জন্য শুকরিয়া! ভাবী কি পড়েছেন কবিতা? অন্নেক খুশি হবেন উনি!

শুকরিয়া! Good Luck
১৯ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
256821
শেখের পোলা লিখেছেন : অ আলায়কুমুস সালাম অয়ারহমাতুল্লাহ৷ ভাবী রিক্সা করে আমার লাউয়ের জাংলায় এসে নেমেছিল৷আমার গ্রামে তখন আর গরুরগাড়ি গিয়ে ভ্যান গাড়ি এসেছিল৷ রিক্সা তখন তার চেয়ে মর্যাদাবান ছিল, তাই শহর থেকে ভাড়া করে আনা হয়েছিল৷ সে আজ ৩ যুগ আগের কথা৷ ধন্যবাদ আপা৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File