বাপের বাড়ি
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৭ এপ্রিল, ২০১৫, ০৫:১০:৩৯ সকাল
মেঠো পথে গরুর গাড়ি,
বউ চলেছে বাপের বাড়ি৷
ছইয়ে ঢাঁকা গাড়ি খানা,
সামনে পিছে পর্দা টানা৷
গামছা মাথায় গাড়োয়ান,
হাঁকিয়ে চলে গাড়িখান৷
সামনে পিছে নেইতো কেউ,
পর্দা সরায় তাকায় বউ৷
ও-ই দেখা যায় মধুপুর,
আরতো নয় অধিক দূর৷
এই পেরোলাম হাটখোলা,
ওই দেখা যায় পঠশালা৷
বই বগলে কলম হাতে,
দল বেঁধে সব এক সাথে,
উড়িয়ে ধূলা হল্লা করে,
ফিরেছি ঘরে ছুটির পরে৷
পদ্ম দীঘির নিজেল পানি,
দিচ্ছে আজও হাত ছানি৷
পড়ছে মনে, সবাই মিলে,
কাটতো বেলা,শাপলা তুলে৷
দীঘির পাড়ে ঝোপের আড়ে,
ডাহুকে নাকি ডিম পাড়ে,
ডাহুক ছানা ধরতে গিয়ে,
মৌমাছিদের কামড় খেয়ে,
তার উপরে মায়ের ঝাড়ি,
তার পরেতেই শ্বশুর বাড়ি৷
গাড়ি এসে থামল যখন,
চিন্তার জাল ছিঁড়ল তখন৷
মা হেঁসে কয়, কেমন ছিলি?
জামাইকে না নিয়েই এলি?
বিষয়: সাহিত্য
৯৭০ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সুন্দর লিখেছেন।
ভাল লেগেছে।
অসংখ্য ধন্যবাদ।
আবার ও ধন্যবাদ চাচাজান ।
আমার গরুর গাড়িতে চড়ে বাবার বাড়িতে যেতে ইচ্ছে হচ্ছে!!!!
চমৎকার কবিতার জন্য শুকরিয়া! ভাবী কি পড়েছেন কবিতা? অন্নেক খুশি হবেন উনি!
শুকরিয়া!
মন্তব্য করতে লগইন করুন