কোন অজানায় চলছি মোরা৷
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:০২:০৩ রাত
এ কোন পথে চলছি মোরা, শেষ কেহ কি জানে!
বাড়াইনা কেউ কদম তবু, হাঁটছি কিসের টানে৷
সবাইতো চাই পরের ভাল, চাইনা আমার কিছু,
বলতে হয় তাই বলছি বটে, ছুটছি কারও পিছু৷
একের আঙ্গুল অন্য দিকে, আপনি তুলসী পাতা,
অন্যে বলে পারলে দেখাও, হঠিয়ে মাথার ছাতা৷
রং বেরঙের ছাতা খানি, যখন যাহার হয়,
ন্যায় অন্যায় বোধ হারিয়ে, তাহারই গায় জয়৷
আম জনতা হচ্ছে পেশাই, যাঁতার দুটি পাটে,
শাঁখের করাত দিবা নিশী, উভয় দিকেই কাটে৷
পুড়ছে মানুষ খাচ্ছে গুলি, নামছে শোকের ছায়া,
কেউ ছাড়েনা দাবী তাহার, এতই পদের মায়া৷
যন্ত্র, তন্ত্র, মন্ত্র হঠাও, মানুষ বাঁচাও আগে,
বাঁচলে মানুষ, বাঁচবে দেশ, খোদার দোহাই লাগে৷
বিষয়: সাহিত্য
১২২৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহার সাহাজ্য না চেয়ে শয়তানের ভয় পাচ্ছি।
যন্ত্র, তন্ত্র, মন্ত্র হঠাও, মানুষ বাঁচাও আগে,
বাঁচলে মানুষ, বাঁচবে দেশ, খোদার দোহাই লাগে৷ অনেক ধন্যবাদ
যন্ত্র, তন্ত্র, মন্ত্র হঠাও, মানুষ বাঁচাও আগে,
বাঁচলে মানুষ, বাঁচবে দেশ, খোদার দোহাই লাগে৷একমত
তখ্তটা আমার চাই-ই চাই ধ্বংস হয়ে যাক সব কিছু ॥
মন্তব্য করতে লগইন করুন