এগিয়ে চল!!!!

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:১১:১৩ সকাল



বীর মুজাহীদ এগিয়ে চল অন্ধকারে রাস্তা চিনে৷

অত্যাচারীর পতন হবে আজ অথবা সামনে দিনে,

লড়তে হবে, জিততে হবে, খতম হবে জুলুম বাজ,

ফাসাদ কারী নিপাত যাবে, কায়েম হবে খোদার রাজ৷

বদর ফেরত, ওহোদ ফেরত, খন্দকেরই বীর সেনারা,

সামনে হুনান, তাবুক ছিল, ভয় করেনি মোটেও তারা৷

নবী যাদের সিপাহ সালার, আল্লাহ যাদের সহায় হয়,

হার ছিলনা কাম্য তাদের, পিছ ছাড়েনি তাদের জয়৷

জাতির কাঁধে ভর করেছে, তাগুত রাজের দৈত্য আজ,

মুণ্ডুটি তার ছিন্ন করে, গুঁড়িয়ে দেওয়াই তোমার কাজ৷

নিয়ত কর পোক্ত তোমার, ঝাঁপিয়ে পড় ময়দানে,

জালিম শাহীর তখত তাউস, উপড়ে ফেল এক টানে৷

বিষয়: সাহিত্য

১০৪৩ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304083
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৪৮
হতভাগা লিখেছেন : ঘরের শত্রু বিভীষন
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:০১
245951
শেখের পোলা লিখেছেন : যা বলেছেন মাইরি! আপনার তীক্ষ্ণ দৃষ্টি প্রশংসনীয়৷ তবেে মাছ আর মাছরাঙ্গা নিশ্চয়ই এক নয়৷ আমি আর শেখ সাদীও নয়৷
304093
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:০৮
কাহাফ লিখেছেন :
'এক ও নেক' হয়ে সম্মিলিত জনতার সামগ্রিক প্রতিরোধে জালিমশাহীর পতন ঘটাতেই হবে!
সময়োপযোগী আহবানে স হমত!!
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩৫
246044
শেখের পোলা লিখেছেন : সহমতে ধন্যবাদ৷
304095
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:১৩
দ্য স্লেভ লিখেছেন : নিয়ত কর পোক্ত তোমার, ঝাঁপিয়ে পড় ময়দানে,

জালিম শাহীর তখত তাউস, উপড়ে ফেল এক টানে৷


এটাই হবে অতি উত্তম।
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩৬
246045
শেখের পোলা লিখেছেন : হবেও তাই ইনশাআল্লাহ৷ ধন্যবাদ৷
304103
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:১৪
রাইয়ান লিখেছেন : শ্রদ্ধেয় ভাইয়া , কি বলব ! মনের ভেতরটা যেন বজ্র বিদ্যুতের মত জ্বলে উঠলো ........ শাণিত এই হাতখানি আল্লাহ আরো বরকতপূর্ণ করে দিন , নবীন তাজা প্রাণগুলো যেন এরকম উদ্দীপনী ও জাগরণী ছন্দের ভেতর নিজেদের লক্ষ্যকে খুঁজে নিতে পারে , এই কামনা রইলো !
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩৮
246046
শেখের পোলা লিখেছেন : আমিন! যদি সামান্যতম উৎসাহ কেউ পায় তাতেই আমি ধন্য৷ ধন্যবাদ৷
304113
১২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৫১
লজিকাল ভাইছা লিখেছেন : নবী যাদের সিপাহ সালার, আল্লাহ যাদের সহায় হয়,

হার ছিলনা কাম্য তাদের, পিছ ছাড়েনি তাদের জয়৷

সুপার, অনেক ধন্যবাদ ।
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩৯
246047
শেখের পোলা লিখেছেন : আশা করি সত্যের জয় হবেই৷ ধন্যবাদ৷
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫১
246062
লজিকাল ভাইছা লিখেছেন : ইনশাআল্লাহ। বিজয়ী আমাদের হবে।
304176
১২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
আফরা লিখেছেন :
বীর মুজাহীদ এগিয়ে চল অন্ধকারে রাস্তা চিনে৷

অত্যাচারীর পতন হবে আজ অথবা সামনে দিনে,

লড়তে হবে, জিততে হবে, খতম হবে জুলুম বাজ,

ফাসাদ কারী নিপাত যাবে, কায়েম হবে খোদার রাজ ।

অবশ্যই একদিন না একদিন খোদার রাজ কায়েম হবেই । ইনশাআল্লাহ ।

অনেক সুন্দর হয়েছে চাচাজান । জাজাকাল্লাহ খাইরান ।
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৪০
246048
শেখের পোলা লিখেছেন : আমার মনামনিকে অনেক শুভেচ্ছা৷
304183
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৪০
শেখের পোলা লিখেছেন : আমার মনামনিকে অনেক শুভেচ্ছা৷
304212
১২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১৪
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৩৮
246089
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷৷Good Luck Good Luck Good Luck
305070
১৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৪৩
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতার শব্দগুলো চুম্বকের মত। দারুণভাবে উজ্জীবিত করে মানুষকে। সত্যিই চমতকার। ধন্যবাদ খুব ভাল একটা কবিতা উপহার দেয়ার জন্য।
১০
305117
১৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৩১
শেখের পোলা লিখেছেন : আমার খামার আপনার পদধূলিতে ধন্য হল৷ ধন্যবাদ৷
১১
309205
১৬ মার্চ ২০১৫ রাত ০৪:৩৯
জবলুল হক লিখেছেন : অনেক ভালো লেগেছে আমার কাছে। যেমন ছন্দ তেমন তেজ।
১৬ মার্চ ২০১৫ সকাল ০৬:৪৫
250171
শেখের পোলা লিখেছেন : আপনার জন্য রইল Rose Rose Rose ফুলের শুভেচ্ছা৷
১২
309219
১৬ মার্চ ২০১৫ সকাল ০৬:৪৩
শেখের পোলা লিখেছেন : আপনার জন্য রইল Rose Rose Rose ফুলের শুভেচ্ছা৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File