এগিয়ে চল!!!!
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:১১:১৩ সকাল
বীর মুজাহীদ এগিয়ে চল অন্ধকারে রাস্তা চিনে৷
অত্যাচারীর পতন হবে আজ অথবা সামনে দিনে,
লড়তে হবে, জিততে হবে, খতম হবে জুলুম বাজ,
ফাসাদ কারী নিপাত যাবে, কায়েম হবে খোদার রাজ৷
বদর ফেরত, ওহোদ ফেরত, খন্দকেরই বীর সেনারা,
সামনে হুনান, তাবুক ছিল, ভয় করেনি মোটেও তারা৷
নবী যাদের সিপাহ সালার, আল্লাহ যাদের সহায় হয়,
হার ছিলনা কাম্য তাদের, পিছ ছাড়েনি তাদের জয়৷
জাতির কাঁধে ভর করেছে, তাগুত রাজের দৈত্য আজ,
মুণ্ডুটি তার ছিন্ন করে, গুঁড়িয়ে দেওয়াই তোমার কাজ৷
নিয়ত কর পোক্ত তোমার, ঝাঁপিয়ে পড় ময়দানে,
জালিম শাহীর তখত তাউস, উপড়ে ফেল এক টানে৷
বিষয়: সাহিত্য
১০৪৩ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'এক ও নেক' হয়ে সম্মিলিত জনতার সামগ্রিক প্রতিরোধে জালিমশাহীর পতন ঘটাতেই হবে!
সময়োপযোগী আহবানে স হমত!!
জালিম শাহীর তখত তাউস, উপড়ে ফেল এক টানে৷
এটাই হবে অতি উত্তম।
হার ছিলনা কাম্য তাদের, পিছ ছাড়েনি তাদের জয়৷
সুপার, অনেক ধন্যবাদ ।
বীর মুজাহীদ এগিয়ে চল অন্ধকারে রাস্তা চিনে৷
অত্যাচারীর পতন হবে আজ অথবা সামনে দিনে,
লড়তে হবে, জিততে হবে, খতম হবে জুলুম বাজ,
ফাসাদ কারী নিপাত যাবে, কায়েম হবে খোদার রাজ ।
অবশ্যই একদিন না একদিন খোদার রাজ কায়েম হবেই । ইনশাআল্লাহ ।
অনেক সুন্দর হয়েছে চাচাজান । জাজাকাল্লাহ খাইরান ।
মন্তব্য করতে লগইন করুন