"নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রসুলের বিরোধিতা করে তারা লাঞ্ছিতদের দলভুক্ত"৷
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২১ জানুয়ারি, ২০১৫, ১০:১৫:০৫ রাত
( উর্দু বয়ানুল কোরআনের বাংলা অনুবাদ)
সুরা মুজাদালাহ রুকু;-৩ আয়াত;-১৪-২২
১৪/أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللَّهُ عَلَيْهِم مَّا هُم مِّنكُمْ وَلَا مِنْهُمْ وَيَحْلِفُونَ عَلَى الْكَذِبِ وَهُمْ يَعْلَمُونَ
অর্থ;-আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেন নি, যারা আল্লাহর গজবে নিপতিত সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করে? তারা মুসলমানদের দলভুক্ত নয় এবং তাদেরও দলভুক্ত নয়৷ তারা জেনেশুনে মিথ্যা বিষয়ে শপথ করে৷
# ‘গাজেবা’ ইহুদীদের বোঝানো হয়েছে৷ মুমিনদের মধ্যে যারা সেই কওমের সাথে বন্ধুত্ব বা আঁতাত করে, তারাই মিথ্যা বিষয় জেনেও নিজেকে নির্দোষ প্রমান করতে শপথ করে৷ তারা মুসলীমদের দলেরও নয় আবার ইহুদীদের দলেরও নয়৷ সুরা ‘নিসায়’ বলা হয়েছে, ‘এরা এদিকেরও নয়, ওদিকেরও নয়, মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে’৷ এরা আসলে মুনাফেক৷
১৫/أَعَدَّ اللَّهُ لَهُمْ عَذَابًا شَدِيدًا إِنَّهُمْ سَاء مَا كَانُوا يَعْمَلُونَ
অর্থ;-আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত রেখেছেন৷ নিশ্চয় তারা যা করে তা খুবই মন্দ৷
১৬/اتَّخَذُوا أَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِينٌ
অর্থ;-তারা তাদের শপথকে ঢাল করে রেখেছে৷ অতঃপর তারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা প্রদান করে৷ অতএব, তাদের জন্য রয়েছে অপমান জনক শাস্তি৷
# কিছু লোক আছে যারা কথায় কথায় শপথ করে৷ শপথের ব্যবহারেই তারা নিজেকে আড়াল করে নির্দোষ প্রমান করে৷ তাদের এ শপথ তাদের কাছে ঢালের মত, যেমন সন্মুখ যুদ্ধে ঢাল একজন সেপাইকে নিরাপদ রাখে৷ আর এ ভাবেই তারা মানুষকে ইমানের পথে বাধার সৃষ্টি করে৷ তারা কঠিন আজাবে পড়বে৷
১৭/لَن تُغْنِيَ عَنْهُمْ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُم مِّنَ اللَّهِ شَيْئًا أُوْلَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ
অর্থ;-আল্লাহর কবল থেকে ধন সম্পদ, সন্তান সন্ততি তাদের মোটেই বাঁচাতে পারবে না৷ তারাই জাহান্নামের অধিবাসী৷ তারা সেখানে চিরকাল থাকবে৷
১৮/يَوْمَ يَبْعَثُهُمُ اللَّهُ جَمِيعًا فَيَحْلِفُونَ لَهُ كَمَا يَحْلِفُونَ لَكُمْ وَيَحْسَبُونَ أَنَّهُمْ عَلَى شَيْءٍ أَلَا إِنَّهُمْ هُمُ الْكَاذِبُونَ
অর্থ;-যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরায় জীবিত করে উঠাবেন, তখন তারা আল্লাহর সামনে শপথ করবে, যেমন তোমাদের সামনে শপথ করে থাকে৷ এবং তারা এরূপ ধারণা করে যে, এতে তাদের কোন কাজ হবে৷ জনেরাখ, তারাই আসল মিথ্যাবাদী৷
# মুনাফেকরা দুনিয়ায় মিথ্যা শপথ করতে করতে এমন অভ্যস্থ হয়ে পড়বে যে, কেয়ামতে আল্লাহর সামনেও তাদের নির্দোষ প্রমানে মিথ্যা শপথের আশ্রয় নেবে, এই আশায় যে এতে তাদের কাজ হাসিল হবে৷ আল্লাহ বলেন যে, এরাই আসল মিথ্যাবাদী৷
১৯/اسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطَانُ فَأَنسَاهُمْ ذِكْرَ اللَّهِ أُوْلَئِكَ حِزْبُ الشَّيْطَانِ أَلَا إِنَّ حِزْبَ الشَّيْطَانِ هُمُ الْخَاسِرُونَ
অর্থ;-শয়তান তাদেরকে বশীভূত করে নিয়েছে, অতঃপর আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে৷ তারা শয়তানের দল৷ সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্থ৷
# শয়তানের দল, প্রথমত মক্কার মুশরিক, যারা প্রকাশ্যে বিরোধিতা করেছে৷ দ্বিতীয়ত, মদীনার ইহুদী, যারা প্রকাশ্যে নয় গোপনে বা অন্যের সহযোগিতায় বিরোধীতা করেছে, তৃতীয়ত, মুনাফেকরা, যারা মুমিনদের মাঝে থেকে, মুমিন পরিচয়েই অন্যের যোগসাজোশে,বা নিজের স্বার্থ হাসিলের জন্য বিরোধিতা করেছে৷ এরাই শয়তানের দল বা হেজবুশ শয়তান৷ আর এরাই হবে ক্ষতিগ্রস্থ৷ সুরা ‘হাশর’ পুনরায় এ আলোচনা আসবে৷
২০/إِنَّ الَّذِينَ يُحَادُّونَ اللَّهَ وَرَسُولَهُ أُوْلَئِكَ فِي الأَذَلِّينَ
অর্থ;-নিশ্চয় যারা আল্লাহ ও তাঁর রসুলের বিরুদ্ধাচারণ করে তারাই লাঞ্ছিতদের দলভুক্ত৷
# সুরা ‘নিসা’য় বলা হয়েছে যে এরা আগুনের নিম্নস্তরে থাকবে৷
২১/كَتَبَ اللَّهُ لَأَغْلِبَنَّ أَنَا وَرُسُلِي إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ
[i]অর্থ;-আল্লাহ লিখে দিয়েছেন; আমি এবং আমার রসুলগন অবশ্যই বিজয়ী হব৷ নিশ্চয় আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী৷[/i]
# সুরা ‘সাফ্ফাতে’ আমরা এ বিষয়ে জেনে এসেছি৷ লক্ষনীয় যে, কোন গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে অন্ততঃ দুইবার আলোচিত হয়ে থাকে৷
২২/لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءهُمْ أَوْ أَبْنَاءهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُوْلَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ أُوْلَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ
অর্থ;-যারা আল্লাহ ও আখেরাতের প্রতি ইমান রাখে, তাদেরকে আপনি এমন লোকদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না, যারা আল্লাহ ও তাঁর রসুলের বিরোধিতা করে৷ যদিও তারা তাদের পিতা, অথবা তাদের পুত্র, অথবা তাদের ভ্রাতা, অথবা তাদের জ্ঞতিগোষ্ঠী হয়৷ তাদের অন্তরে আল্লাহ ইমান খোদাই করে দিয়েছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন, তাঁর অদৃশ্য শক্তি (রূহ) দ্বারা৷ তিনি তাদেরকে জান্নাতে দাখেল কবেন৷ যার তলদেশে নদী প্রবাহিত৷ তারা তথায় চিরকাল থাকবে৷ আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট৷ তারাই আল্লাহর দল (হেজবুল্লাহ)৷ জেনে রাখ আল্লাহর দলই সফলকাম হবে৷
# এ বিষয়ে সুরা ‘মুমতাহীনায়’ পুনরায় পাওয়া যাবে৷ এ আয়াতে হিজবুল্লাহর বৈশিষ্টের কথা বলা হয়েছে৷ যারা আল্লাহ ও তাঁর রসুলের বিরোধিতা করে, অর্থাৎ আল্লাহর দ্বীন, কোরআন, তাঁর দেওয়া বিধি বিধান, রসুলের আদেশ নিষেধ, সুন্নাহ, তাঁর উসওয়ায়ে হাসানার বিরোধিতা করে, এমন লোক যদি তাদের পিতা, পুত্র, ভাই বা যত গুরুত্বপূর্ণ আত্মীয়ই হোক, তাদের সাথে বন্ধুত্ব করবে না৷
এ আয়াতটি সুরা ‘তওবার’ ২৪ আয়াতের কথা মনে করিয়ে দেয়, যেখানে, পিতা মাতা, স্ত্রী সন্তান, সম্পদ ব্যবসা প্রভৃতি আটটি বিষয়ের কোন একটি, আল্লাহ, রসুর ও দ্বীন প্রতিষ্ঠার সংগ্রম, এ তিনটির কোন একটি অপেক্ষা বেশী প্রীয় হয় তবে সে ওয়েটিং লিষ্টে চলে যাবে৷ আল্লাহর ফায়সালার জন্য অপেক্ষা করতে হবে৷ তখন সে আর হিজবুল্লাহ নয়৷
সুরা মায়েদায় বলা হয়েছে, এখানেও বলা হচ্ছে যে আল্লাহর দল অবশ্যই বিজয়ী হবে৷ কেননা, আল্লাহ তাদের অন্তরে ইমান খোদাই করে দিয়েছেন৷ অদৃশ্য শক্তি, ফেরেশ্তা বা অন্য কোন শক্তি দিয়ে তদের বিজয়ে সাহায্য করবেন৷ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আর তারাও আল্লাহর উপর সন্তুষ্ট আর তারাই হবে জান্নাতের অধিবাসী৷
বিষয়: বিবিধ
৯৫৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা এই ঘটনার পুনরাবৃত্তি এখন দেখতে পাচ্ছি যেখানে শপথ নিয়ে মিথ্যাকথা বলে যাচ্ছে কিছু লোক অবিরাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মুমিনরাই সুসংবাদপ্রাপ্ত। আল্লাহ যেন ক্ষমা করে সফলদের কাতারে রাখেন
আল্লাহ আমাদেরকে , এদের থেকে হেফাজত করুন ।আমীন ।
চাচাজান আপনার সহজ ভাষায় লেখা আমার জন্য অনেক ভাল ।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন দুনিয়া ও আখিরাতে ।
আল্লাহ আমাদের ঈমান ও আমলের সঙ্গে মৃত্যু দান করুন। আ-মী-ন।
মন্তব্য করতে লগইন করুন