শীত এল
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৫ ডিসেম্বর, ২০১৪, ০৮:৪৫:১৭ সকাল
শীত এলোরে শীত এল,
মতি মিয়া কই গেল৷
ছ্যানদা খানা খুঁজে আন,
উচিৎ মত দিবি শান৷
তাপাল টারে তৈরী কর,
তারপরে যা কুমোর ঘর৷
আনবি কলস ডজনখান,
খেজুর গাছে রশি বান৷
চালের গুড়ি তৈরী কর,
চিতোই পিঠায় হাঁড়ি ভর৷
রস জ্বালায়ে তাইতে দাও,
জামাই বাড়ী লোক পাঠাও
শীত এলরে শীত এল,
গরম জামা কই বল৷
বর্ষা ভেজা কাঁথা খান
রৌদে মেলে শুকিয়ে আন৷
ফাঁক হয়েছে ঘরের বেড়া,
আনতে হবে ধানের নাড়া৷
ঘরের চালে নেইকো ছন,
দিয়া ডাকে ঘন ঘন৷
বৃষ্টি যদি নেমেই যায়,
শীতের রাতে কি উপায়!
বিষয়: বিবিধ
১৭৮৬ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ওখানে শীত তো অনেক আগেই শুরু হয়েছে। এখন কবিতা লিখেন ক্যান ??/ আর কেজুরের রসের পিঠার কথা মনে পড়ে গেল...ওহ !! আমার মা দারুন পিঠা বানায়...
m/
অনেক ভালো লাগলো লেখাটি! শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন