মায়ের আকুতি
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৩ মার্চ, ২০১৩, ১০:০২:০৫ রাত
ওরে আমার অবুঝ ছেলে, ওরে আমার খোকা,
মায়ের দরদ বুঝলিনা তুই, এতই হলি বোকা৷
যার শরীরের রষদ চুঁষে, যার সেকেমে ঝুলে,
দুনিয়াটারে দেখলি প্রথম, তারেই গেলি ভুলে!
শীতের রাতে পেসাব করে, ঘুম ভাঙ্গালে পরে,
বুকের ভিতর জড়িয়ে ধরে ওম দিয়েছি তোরে৷
শিয়রে বসে তোর অসুখে, রাত জেগেছি কত,
সে সব ছবি ভাঁসছে চোখে, বায়স্কোপের মত।
ঘুমকে আমার হারাম করে, তোর শিয়রে বসে,
রাত কে কত দিন করেছি, দেখিস হিসাব কষে৷
তোর বিষ্ঠায় গন্ধ ছিল, হয়নি আজও জানা,
আহার ঠেলেও সাফ করেছি, এড়িয়ে সবার মানা৷
প্রথম যেদিন ধরলি হাঁটা, তোরকি মনে পড়ে,
পা দুখানা বাড়িয়েছিলি, কার সে আঙ্গুল ধরে?
তোর মুখেরই শব্দটারে, কথার ছাঁচে ফেলে,
মাতৃভাষা দিয়েছিলাম, তোর মুখেতে তুলে৷
আশ্রমের দাওয়ায় বসে, অতীত কথা ভাবি,
বরের বেশে সামনে এলি, বিয়ে করতে যাবি৷
সেই সেদিনের ছোট্ট খোকা, বয়সই বা কত!
বিয়ের সাজে লাগছে যেন, রাজ পুত্রের মত৷
চোখে আমার আনন্দাশ্র্র, মুখে ছিল হাঁসি,
কানে বোধ হয় শুনেছিলাম, আনতে যাবি দাসী৷
কোথায় আমার দাস রইল, কোথায় আমার দাসী,
সঙ্গহীন এই জীবন নিয়ে, চোখের জলে ভাঁসি৷
কাউকে দূরে আসতে দেখে, ভাবী আমার খোকা,
খোকারা আজ চালাক সাজে, মায়েরা হয় বোকা৷
ওরে আমার অবুঝ ছেলে, নাড়ী ছেঁড়া ধন!
একটু খানি সময় করে আমার কথা শোন!
এই দুনিয়া ক্ষনস্থায়ী, বন্ধ হলে নাড়ী,
সবাই যাবে একে একে, এ দুনিয়া ছাড়ি৷
হিসাব নিকাশ সাঙ্গ করে, ছাড় পত্র নিয়ে,
একে একে উঠবে সবে, আপন ঘরে গিয়ে৷
চৌকিদারে চাইবে দলীল, দখল দেবে তবে,
দুনিয়া হতেই দলীল খানা নিয়ে যেতে হবে৷
সেই দলীলের একটি কপি আমার কাছে আছে,
সময় করে নিয়ে রাখিস, যাস না ভুলে পাছে৷
===============================
০৪/০২/১৩ টরোন্ট, কানাডা৷
বিষয়: সাহিত্য
১৩৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন