ফরিয়াদ
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৪ ডিসেম্বর, ২০১৪, ০৩:০১:৪২ রাত
বড় জ্বালা সয়ে, অথিষ্ট হয়ে, স্বগোক্তি আসিছে মুখে,
পথভরা কাঁটা, মুখে টেপ সাঁটা, বুক ফাটে মোর দুখে৷
তিনকাল গেছে এককাল আছে, বেড়াই বান্ধব খুঁজে,
মনে লাগে ব্যাথা, খাপছাড়া কথা, লিখেযাই মুখ বুঁজে৷
অসভ্য বলে জানতাম যাহা, তাহা সভ্যতা আজ বটে,
অঘটন বলে জানতাম যাহা, তাহা অহরহ আজ ঘটে৷
কূ শিক্ষা বলে ঘৃণা করেছি যারে, তাহাই শু শিক্ষা আজ,
মিথ্যা কথনে পারদর্শী বেড়েছে, পায়না কেহই লাজ৷
জ্ঞানের আগার জানিতাম যারে, নাম তার বিদ্যালয়,
বিদ্যা গুটিয়েছে পাততাড়ি তার, হয়েছে অস্ত্র আলয়৷
আমলারা যত নামাবলী গায়ে, ভক্ষন করে সর্বস্য,
রক্ষক যত দিবা নিদ্রায় রত, নাকে দিয়ে টিপ নস্য৷
নারীরা মায়ের জাতি হোকনা যেমনই বয়স তার,
সম্ভ্রম হারা হয়েছে সে আজ, নাই কোন অধিকার৷
শিক্ষক হল পিতার সমতুল্য, বিদ্যার্থীরা হল সন্তান,
পাষণ্ড শিক্ষক ছাত্রীরে আজ, ফুসলায়ে করে ধর্ষণ৷
জীবের কাছে জীবনের দাম, ছিল অনেক মূল্যবান,
ভাই হয়ে ভাইয়েরে সংহারে, কাঁপেনা কারই প্রাণ৷
হে বিশ্বপালক মহিমা তোমার, দেখাও আর একবার,
ফিরিয়ে দাও সেই সে অতীত, ফরিয়াদ এ বান্দার৷
বিষয়: সাহিত্য
১২৪৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নির্মম বাস্তবিক সত্য উপাক্ষাণ যেন আপনার উপস্হাপনা!
শেষ যমানা এসে গেছে!
শেষ যমানা এসে গেছে!!
অনেক ভাল লাগল চাচাজান ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন