ফরিয়াদ

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৪ ডিসেম্বর, ২০১৪, ০৩:০১:৪২ রাত



বড় জ্বালা সয়ে, অথিষ্ট হয়ে, স্বগোক্তি আসিছে মুখে,

পথভরা কাঁটা, মুখে টেপ সাঁটা, বুক ফাটে মোর দুখে৷

তিনকাল গেছে এককাল আছে, বেড়াই বান্ধব খুঁজে,

মনে লাগে ব্যাথা, খাপছাড়া কথা, লিখেযাই মুখ বুঁজে৷

অসভ্য বলে জানতাম যাহা, তাহা সভ্যতা আজ বটে,

অঘটন বলে জানতাম যাহা, তাহা অহরহ আজ ঘটে৷

কূ শিক্ষা বলে ঘৃণা করেছি যারে, তাহাই শু শিক্ষা আজ,

মিথ্যা কথনে পারদর্শী বেড়েছে, পায়না কেহই লাজ৷

জ্ঞানের আগার জানিতাম যারে, নাম তার বিদ্যালয়,

বিদ্যা গুটিয়েছে পাততাড়ি তার, হয়েছে অস্ত্র আলয়৷

আমলারা যত নামাবলী গায়ে, ভক্ষন করে সর্বস্য,

রক্ষক যত দিবা নিদ্রায় রত, নাকে দিয়ে টিপ নস্য৷

নারীরা মায়ের জাতি হোকনা যেমনই বয়স তার,

সম্ভ্রম হারা হয়েছে সে আজ, নাই কোন অধিকার৷

শিক্ষক হল পিতার সমতুল্য, বিদ্যার্থীরা হল সন্তান,

পাষণ্ড শিক্ষক ছাত্রীরে আজ, ফুসলায়ে করে ধর্ষণ৷

জীবের কাছে জীবনের দাম, ছিল অনেক মূল্যবান,

ভাই হয়ে ভাইয়েরে সংহারে, কাঁপেনা কারই প্রাণ৷

হে বিশ্বপালক মহিমা তোমার, দেখাও আর একবার,

ফিরিয়ে দাও সেই সে অতীত, ফরিয়াদ এ বান্দার৷

বিষয়: সাহিত্য

১২৪৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291113
০৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৫১
কাহাফ লিখেছেন :
নির্মম বাস্তবিক সত্য উপাক্ষাণ যেন আপনার উপস্হাপনা!
শেষ যমানা এসে গেছে!
শেষ যমানা এসে গেছে!!
০৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৫৮
234758
শেখের পোলা লিখেছেন : অবশ্যই শেষ জমানা এসেগেছে৷ ধন্যবাদ, মন্তব্যের জন্য৷
291124
০৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:৩৩
যা বলতে চাই লিখেছেন : মাশা আল্লাহ্। কত সুন্দর ছন্দোময়, নান্দনিক, অর্থবহ আর বাস্তবতার পরিস্ফূটন। এ যেন আয়নায় সমাজ চিত্র দেখা। অসংখ্য ধন্যবাদ। Rose Rose
০৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৫৯
234760
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ৷
291126
০৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৩৪
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৪ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:০০
234761
শেখের পোলা লিখেছেন : ভাল লাগায় ধন্যহলাম৷ ধন্যবাদ৷ আবার আসবেন৷
291184
০৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫২
আফরা লিখেছেন : চাচাজান খুব সুন্দর হয়েছে ।আর কি কখনো ফিরে আসবে সেই সোনালী অতীত !আল্লাহ সাহায্য তখন যখন আমরা চেষ্টা করব আমরা কি চেষ্টা করছি !

অনেক ভাল লাগল চাচাজান ধন্যবাদ ।
০৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫০
234951
শেখের পোলা লিখেছেন : আমরা যার যার স্থানে থেকে চেষ্টা করে যাচ্ছি৷ হোকনা তা অতি সামান্য৷ একদিন এ গুগলোই বড় হয়ে দেখাদেবে৷ জালিমের ভয়ে চুপথাকা মানে তাকে সাপোর্ট করা৷ অন্ততঃ এ অপবাদদ থেকে তো রেহাই পাবো৷ মামনিকে শুভেচছা৷
291189
০৪ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:০১
ভিশু লিখেছেন : আমীন। সুম্মা আমীন।। দারুণ বলেছেন কাব্যের ভাষায়। Praying Good Luck Happy Rose
০৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫১
234953
শেখের পোলা লিখেছেন : অন্নেক অন্নেক ধন্যবাদ আপ্নাকে৷
291257
০৪ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভয়ংকর সুন্দর একটি কবিতা!!
০৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৩
234954
শেখের পোলা লিখেছেন : ভয়ংকর বলে ভয় লাগিয়ে দিলেন৷ আবোল তাবোল যা মনে আসে তাই মাঝে মাঝে লিগে দিই৷ ধন্যবাদ আপনাকে৷
293176
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : সমাজের কঠিন বাস্তবতাগুলো এত সুন্দর করে বর্ণনা করলেন, সত্যি মুগ্ধ হলাম। আপনি অতীতের সন্ধনী হলেন কবিতায়, সত্যি অতীতের সূর বেজে উঠেছে ছন্দেও! আপনি গদ্য ছন্দে কিছু লিখেননা, অনুরোধ থাকলো!
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৫৮
236878
শেখের পোলা লিখেছেন : আমার মূল লক্ষ্য একটা তাফসীর উর্দু থেকে বাংলায় অনুবাদ৷ তা পড়ার অনুরোধ রইল৷ তারই ফাঁকে ফাঁকে অন্য কিছু আবোল তাবল লিখি৷ আপনার অনুরোধ রাখার চেষ্টা করব ইন শাআল্লাহ৷
১১ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৯
236965
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আরেক দিন সময় করে পড়া শুরু করবো ইনশাআল্লাহ!
309208
১৬ মার্চ ২০১৫ রাত ০৪:৫৯
জবলুল হক লিখেছেন : আপনার ছড়ার প্রেমে পড়ে গেলাম।আপনার ছড়া গুলো চমৎকার। বিষয়বস্তু,ছন্দ অসাধারণ।
১৬ মার্চ ২০১৫ সকাল ০৬:৩৩
250168
শেখের পোলা লিখেছেন : ভাল লাগায় ধন্য হলাম৷ ধন্যবাদ গ্রহন করুন৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File