"জঙ্গীবাদের ভূত"
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৮ নভেম্বর, ২০১৪, ০৬:১৪:৫৫ সকাল
দেশটি মোদের ছোট্ট তবু, নামটি অনেক বড়,
তার বিষয়ে জানবে যদি, প্রথম আলো পড়৷
একশত ভাগ শিক্ষিত আর জ্ঞানী গুনির বাস,
ছোট বড় মেয়ে পুরুষ, সবাই রাজার দাস৷
রাজা বড়ই প্রজা বাৎসল, প্রজার দুঃখ বোঝে,
বন্দনা তার গায়না যারা, সিপাই দিয়ে খোঁজে৷
উজির নাজির পিয়াদা পাইক শান্ত্রী সেপাই যত
দেশের ভাল কেমনে হবে ভাবছে অবিরত৷
নিদ্রাও নাই বিশ্রামও নাই, সবাই খেটে খুন,
দেশ বিদেশে বাড়ছে সুনাম, গাইছে রাজার গুন৷
একদিন রাজা ঘুমের ঘোরে, লাফিয়ে উঠে বলে,
দেখছিনা মোর তখতে তাউস, কোথায় গেল চলে!
কোথায় গেল আমলারা সব, জলদি করে ডাকো,
সিংহ দ্বারে ঝোলাও তালা, সতর্ক সব থাকো৷
উজির নাজির আসল ধেয়ে, আমলারা সব এল,
ওঝা বদ্দি কোবরেজ এল, যেথায় যত ছিল৷
ধুনোর ধোঁয়া, খড়ির আঁচড়, উঠান হল শেষ,
পৈতে টিকি, গেরুয়া বসন, মাথায় জটা কেশ৷
ত্রিশূল দিয়ে দিলেন লিখে, কামাক্ষারই দূত,
রাজার ঘাড়ে ভর করেছে, জঙ্গীবাদের ভূত৷
বিষয়: বিবিধ
১০৪৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাহ বেশ বেশ বেশ!
এরই নাম বাংলাদেশ!!
চেপ্টা হয়ে হচ্ছি শেষ৷
ধন্যবাদ৷
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন