প্রাপ্তি

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৫ নভেম্বর, ২০১৪, ০৫:০৫:৫৫ সকাল



সাধ ছিল স্বাধীনতা একটাই লক্ষ্য,

অকাতরে জনতা পেতেদিল বক্ষ৷

অবশেষে পাওয়া গেল অশ্ব-ডিম্ব,

আয়নায় দেখা গেল কার প্রতিবিম্ব!

এই যদি স্বাধীনতা, প্রয়োজন নাই তার,

কেড়ে যদি নেয় সে জনতার অধিকার৷

যার হাত তার পাত প্রশাসন যন্ত্র,

শোষন পেষনে মারে, মুখে গনতন্ত্র৷

এম পি মন্ত্রীরা সেবা নিয়ে যাচ্ছে,

টক-ঝাল তলানীও চেঁটে পুঁটে খাচ্ছে৷

গুম খুন রাহাজানি নিত্য বাড়ছে,

সংসদে সভ্যরা হুঙ্কার ছাড়ছে৷

পুলিশতো নয় আজ জনতার বন্ধু,

গলে তার বেষ্টনী, সেতো এক জন্তু৷

রাজনীতি ক্যানসারে ধুঁকে ধুঁকে মরছে,

হায়না শকুনেরা আশে পাশে ঘুরছে৷

গলাকাটা ডাক্তার শান দেয় ছুরিতে,

আমলারা পোক্ত ডাকাতী আর চুরিতে৷

মৌলভী মৌলানা তাকওয়া ভুলছে,

তাগুতের পতাকা আসমানে তুলছে৷

শিক্ষার নামচা নাইবা খুললাম,

ঘরে বসে মুখ বুজে নীরবেই সইলাম৷

টরোন্ট/২৪/১০/’১৪

বিষয়: সাহিত্য

৯৯৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281341
০৫ নভেম্বর ২০১৪ সকাল ০৭:২৬
মামুন লিখেছেন : সাধ ছিল স্বাধীনতা একটাই লক্ষ্য,

অকাতরে জনতা পেতেদিল বক্ষ৷

অবশেষে পাওয়া গেল অশ্ব-ডিম্ব,

আয়নায় দেখা গেল কার প্রতিবিম্ব! - ভালো লাগলো।
প্রতি দু'লাইনের অন্ত্যমিলগুলো চমৎকার লাগলো।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose
০৫ নভেম্বর ২০১৪ সকাল ০৮:০৫
224940
শেখের পোলা লিখেছেন : আপনার পাইকারী মন্তব্যের বাইরে গিয়ে দু কথা বলার জন্য অশেষ ধন্যবাদ
281358
০৫ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩২
কাহাফ লিখেছেন :

জনতার অধিকার প্রতিষ্ঠার জন্যে অনেক ত্যাগ-সাধের স্বাধীনতা আজ অশ্ব ডিম্ব হয়ে ধরা দিয়েছে! কিছু স্বার্থপর-ধোকাবাজ-কুলাংগার-ক্ষমতালোভী কিছু অমানুষই এর জন্যে দায়ী!
আবার নতুন করে জেগে উঠা ছাড়া কোন পথ নেই!
০৬ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৫৫
225184
শেখের পোলা লিখেছেন : আর কবে জাগবেন? এগন আমরা 'দেখিনা কি করে' অধ্যায়ে রয়েছি৷
281360
০৫ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩৪
নিরবে লিখেছেন : নিরবেই সইলাম...আর দুয়া করলাম
০৬ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৫৬
225185
শেখের পোলা লিখেছেন : আমিও আমিন বললাম৷ ধন্যাদ৷
281378
০৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:৩৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আজকাল তো চলছেই এসব। উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
০৬ নভেম্বর ২০১৪ সকাল ০৬:৫৮
225186
শেখের পোলা লিখেছেন : চারিদেেকে উন্নয়নের জোয়ার৷ তাতে ঘরবাড়ি মসজিদ হাসপাতাল সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে৷
281471
০৫ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৭
আফরা লিখেছেন : আর কত সইব চাচাজান পিঠ দেয়ালে ঠেকে তো চ্যাপটা হয়ে গেলাম !!

কবিতা ভাল লেগেছে অনেক ধন্যবাদ চাচাজান ।
০৬ নভেম্বর ২০১৪ সকাল ০৭:০০
225187
শেখের পোলা লিখেছেন : বেঁধে মারলে সইতেই হবে৷ চাবুকটাতো জনগনই দিয়ে যাচ্ছে মাগো
281551
০৫ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩২
ক্ষনিকের যাত্রী লিখেছেন : মাশাআল্লাহ, অসম্ভব ভালো লাগলো। Thumbs Up Thumbs Up
দারুন লিখেছেন কবিতা ও প্রতিটি বাক্য Rolling Eyes
যা একেবারেই বাস্তবসম্মত। Worried Worried
০৬ নভেম্বর ২০১৪ সকাল ০৭:০০
225188
শেখের পোলা লিখেছেন : আপনাকে অশেষ ধন্যবাদ৷
281761
০৬ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২২
ফাতিমা মারিয়াম লিখেছেন : অনেক অনেক সুন্দর হয়েছে। বর্তমান অবস্থা চমৎকারভাবে তুলে ধরেছেন।
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৭
225362
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷
293185
১০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৪১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আপনার অনেকগুলো কবিতা পড়ে ফেললাম। সত্যি বলছি সবগুলোই দারুন লেগেছে। বর্তমান মানুষের সামগ্রিক বিষয়ের চিত্র দারন দক্ষতার সাথে আঁকলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন!
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৪৮
236876
শেখের পোলা লিখেছেন : লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷ খোঁজ করে পড়ার জন্য৷ কবিতা আমার অনেক পছন্দ, তবে ছন্দ ওয়ালা৷ আপনার লেখাও আমি পড়ি৷ আবার দেখা হবে৷
293241
১১ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৪৭
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷ খোঁজ করে পড়ার জন্য৷ কবিতা আমার অনেক পছন্দ, তবে ছন্দ ওয়ালা৷ আপনার লেখাও আমি পড়ি৷ আবার দেখা হবে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File