বিস্ময়কর জানাজা...
লিখেছেন লিখেছেন শেখের পোলা ৩১ অক্টোবর, ২০১৪, ০৬:১৪:৫৮ সকাল
জানাজা
বিধাতা তোমার একি পরিহাস,
লেখা কি হবে কোন ইতিহাস,
যে বিস্ময় দেখালে তুমি আজ,
লাঘব করিতে চেতনা জ্বালা,
দুয়ারে তাহার ঝুলালো তালা,
মাথায় পরাল ঘৃনার তাজ৷
শত অনাচার নীরবে সহিয়া,
তোমারই সকাশে বিচার চাহিয়া,
তোমারই আলয়ে গেলেন চলি,
লক্ষ জনতা স্মরণে যাহার,
অশ্রু মুছিল কফিনে তাহার৷
নাজাত মাঙ্গিলো দু হাত তুলি৷
কিছুই তোমার অজানা নয়,
অন্তরে লয়ে তোমারই ভয়,
মিথ্যার সাথে করেনি আপোষ৷
তোমার বিধান তোমার ধরায়,
তোমার বাণী প্রচার করায়,
জনতার আদালতে হল বড় দোষ৷
আপিল করিনু তোমার আদালতে,
বিচার করিও কাল কেয়ামতে৷
অপরাধী যেন পায় তার সাজা৷
গোলামে তোমার শহীদ মানিও,
শহীদের সাথে জান্নাত দিও৷
দিও মিথ্যাবাদীরে নরকের মজা৷
টরোন্ট/২৬/১০/’১৪
(মরহুম গোলাম আজম স্মরণে)
বিষয়: সাহিত্য
১১৭৪ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মরহুম গোলাম আজম সাহেবের জান্নাতে উচ্চ মাকাম নসীব হোক-করুণাময় আল্লাহর কাছে এই ই দোয়া!
কাব্যিকতায় মনের ভাব সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে! অনেক ধন্যবাদ আপনাকে.......
এই মানুষ দেখেই তাদের সবারই মাথা খারাপ হয়ে গিয়েছে।
মন্তব্য করতে লগইন করুন