আবোল তাবোল
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২১ অক্টোবর, ২০১৪, ০৮:২৭:৪১ রাত
যে বলে গরীব মোরা জীভ ধরে টানোতার,
ক্বোরবাণী হাটে যাও লিখে আনো সমাচার,
লক্ষ টাকায় বিকে ক্বোরবাণী জানোয়ার৷
যে বলে আইন নাই, চোখ তুলে ফেল তার,
অপরাধী ভরে গেছে সরকারী কারাগার,
ট্রাইবুনালের ঘুম নাই, খবর কি রাখে তার!
দূর্ণীতি আছে বলে বদনাম দেয় যে,
দূদকের সনদের মানে কিছু বোঝে সে!
ঘাড়ে তার কটা মাথা খোঁজ কভু নেয় সে!
ঘুষখোর বল যারে, জান তার পরিচয়!
অফিস ফাইলে তার জীবন হয়েছে ক্ষয়,
প্যাঁচে ফেলে প্রাপ্তি, ঘুস তারে কেবা কয়!
স্বজন প্রীতির শ্লোগানে শোন যারা সোচ্ছার,
যখনই দাওয়াত আসে বিদেশ যাওয়ার,
সাথে যায় এক পাল ঝাড়ুদার, জমাদার৷
ক্ষুধায় মানুষ মরে! ক জন মরেছে কার,
চার বেলা খায় লোকে৷ মিথ্যে বলোনা আর৷
রেমিট্যান্স ভরা জেনো মোর কোষাগার৷৷
নদীর ভাঙ্গনে গেছে, ঘর খানি ভেঁসে যার,
উতলা হয়না যেন কখনও সে আর বার
বহুতল বাড়ীর মালিক তারে করিব আবার৷
টরোন্ট/১৭/১০/’১৪
বিষয়: সাহিত্য
১১২৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাই শুধু মানুষ!!
মন্তব্য করতে লগইন করুন