আবোল তাবোল

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২১ অক্টোবর, ২০১৪, ০৮:২৭:৪১ রাত



যে বলে গরীব মোরা জীভ ধরে টানোতার,

ক্বোরবাণী হাটে যাও লিখে আনো সমাচার,

লক্ষ টাকায় বিকে ক্বোরবাণী জানোয়ার৷

যে বলে আইন নাই, চোখ তুলে ফেল তার,

অপরাধী ভরে গেছে সরকারী কারাগার,

ট্রাইবুনালের ঘুম নাই, খবর কি রাখে তার!

দূর্ণীতি আছে বলে বদনাম দেয় যে,

দূদকের সনদের মানে কিছু বোঝে সে!

ঘাড়ে তার কটা মাথা খোঁজ কভু নেয় সে!

ঘুষখোর বল যারে, জান তার পরিচয়!

অফিস ফাইলে তার জীবন হয়েছে ক্ষয়,

প্যাঁচে ফেলে প্রাপ্তি, ঘুস তারে কেবা কয়!

স্বজন প্রীতির শ্লোগানে শোন যারা সোচ্ছার,

যখনই দাওয়াত আসে বিদেশ যাওয়ার,

সাথে যায় এক পাল ঝাড়ুদার, জমাদার৷

ক্ষুধায় মানুষ মরে! ক জন মরেছে কার,

চার বেলা খায় লোকে৷ মিথ্যে বলোনা আর৷

রেমিট্যান্স ভরা জেনো মোর কোষাগার৷৷

নদীর ভাঙ্গনে গেছে, ঘর খানি ভেঁসে যার,

উতলা হয়না যেন কখনও সে আর বার

বহুতল বাড়ীর মালিক তারে করিব আবার৷

টরোন্ট/১৭/১০/’১৪

বিষয়: সাহিত্য

১১২৭ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276864
২১ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৭
আফরা লিখেছেন : আবুল তাবুল কবিতা ভাল হয়েছে ধন্যবাদ চাচাজান ।
২১ অক্টোবর ২০১৪ রাত ১০:০০
220867
শেখের পোলা লিখেছেন : ভাল থাক৷
276905
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবকিছুই আছে আমাদের।
নাই শুধু মানুষ!!
২২ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৫
221138
শেখের পোলা লিখেছেন : মানুষ চাইনা চাই লীগ৷ ধন্যবাদ৷
276930
২২ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৮
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৬
221139
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ৷
276987
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : এট মোটেও আবোল তাবোল কবিতা নয়। বেশ সুন্দর একটি কবিতা। ধন্যবাদ।
২২ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৭
221140
শেখের পোলা লিখেছেন : মনের জ্বালা মেটানো৷ ধন্যবাদ৷
277152
২২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪০
অনেক পথ বাকি লিখেছেন : কবিতার অন্তর্নিহিত তাৎপর্য আমার কাছে দারুণ লাগলো। Rose Rose
২২ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৫
221142
শেখের পোলা লিখেছেন : তাৎপর্য বোঝার জন্য আপনাকে ধন্যবাদ। আবার আসবেন।
277244
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৪:৪৮
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
277255
২৩ অক্টোবর ২০১৪ সকাল ০৬:২৮
শেখের পোলা লিখেছেন : আপনার আগমনে ধন্য হলাম৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File