ফুল মালি
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৫ অক্টোবর, ২০১৪, ০৮:০৪:৪৩ রাত
আমাদের সেই ফুলবাগানে গোলাপ কবে ফুটবে গো,
মধুর লোভে মৌমাছিরা আবার এসে জুটবে গো৷
আয়নারে ভাই যত্ন করি সেই বাগানের গাছ গুলি,
হয়ত আবার ফুটবে সেথা লাল গোলাপের সেই কলি৷
ক্ষয়ক্ষতি তার হয়েছে বটে, কাল বোশেখীর ঘূর্ণী ঝড়ে,
তাই বলেকি আজও তাহা অবহেলায় থাকবে পড়ে!
ঐ চেয়ে দ্যাখ, আজও আছে এই বাগানের সেই মালি,
ফুল ফোটাবে, গাঁথবে মালা, সাজিয়ে দেবে ফুল-ডালি৷
সেই পাখিটা গাইবে আবার, সরব হবে ফুল বাগান,
দোয়েল, কোয়েল জুটবে আবার, উঠবে ভেঁসে মধুর তান৷
শিশির ভেজা শিউলী খসে দূর্বা ঘাসে পড়বে এসে,
বউ কথা কও উঠবে ডেকে কনক চাঁপার ডালে বসে৷
বকুল বীথি সরব হবে, মৌমাছিদের গুঞ্জনে
হাস্নাহেনা হানবে আঘাত, আবার দূরের অঙ্গনে৷
অত্যাচারী জমিদারে, সেই মালিরে বন্দী করে,
হাতে পায়ে শিকল দিয়ে গারদ খানায় রাখছে পুরে৷
ভাংরে গরাদ, কাটরে শিকল, সেই মালিরে বাইরে আন৷
অত্যাচারীর সিংহাসনে মাররে ধরে হেঁচকা টান৷
টরোন্ট/১৫/১০/’১৪৪
বিষয়: সাহিত্য
১৪১৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাংরে গরাদ, কাটরে শিকল,
সেই মালিরে বাইরে আন৷
অত্যাচারীর সিংহাসনে
মাররে ধরে হেঁচকা টান৷
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন