টোকাই এর ঈদ আনন্দ
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৭ অক্টোবর, ২০১৪, ০৭:৩৮:৩৬ সকাল
যেথা হতে এলে ঈদ সেথা ফিরে যাও!
বারে বারে এসে কেন মোদেরে কাঁদাও!
চাল চুলো নেই মোর সবই গেছে বানে,
শহরে উঠেছি এসে জীবনের টানে৷
বাড়ি গেছে নদী ভেঙ্গে, বাবা গেছে জেলে,
কারা যেন মা’রে নিছে, যায়নিকো বলে৷
বুজি গেছে প্লাজা ধ্বসে, ফেরেনিকো আর,
মা ছিল পাগল পারা সন্ধানে তার৷
কোথা আছে ছোটবোন, নাই মোর জানা,
আত্মীয় কেউ নেই জানা কি অজানা৷
ফুটপাতে পড়ে থাকি, দিন কিবা রাত৷
পেলে খাই, নইলে উপাস, এমনই বরাত৷
শুনেছি রিজিক আসে জীবনের আগে,
মোর গুলো জমা হল কোথা কার ভাগে!
কোথা মোর ঈদ জামা, কোথা কুরবানী,
কোথা মোর গোশ্ত রুটি, কোথা বিরিয়ানী!
কে দেবে জবাব তার, জানতে যা চাই,
দেবেনা জবাব কেউ, আমিযে ‘টোকাই’৷
৬/১০/’১৪/ টরোন্ট৷
বিষয়: সাহিত্য
১১৯৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
ধন্যবাদ
আশ পাশে খোঁজনিই যার কিছু নাই৷
ধন্যবাদ৷
পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি
আসলে এদের কথা ভাবলে ভীষণ কষ্ট হয়, ইচ্ছে করে সব টোকাইকে খুঁজে খুঁজে এনে এদের জন্য ঘর, খাবার ও সুন্দর এক জীবনের ব্যবস্থা করি।
মন্তব্য করতে লগইন করুন