"জিয়ারার চেয়ে পিয়ারা যে, আল্লাহর নামে তাহারে দে৷"

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৩ অক্টোবর, ২০১৪, ০৬:২২:৫৭ সকাল



মনের পশুরে ক্বোরবানী কর,

বনের পশুরে নয়,

মনের গহীনে হায়েনার বাস,

কভুকি স্মরণ হয়?

ঘুষের টাকায় কিনেছ পশু,

নাকি সে সূদের টাকা?

বখশীষ বলে হাতিয়ে নিয়েছ,

গরীবেরে করেছ ফাঁকা৷

কদম রেখোনা ক্বাবার মাটিতে,

নবীর কদম পড়েছে যেথা!

সেথায় তোমার প্রবেশ নিষেধ,

নবীজী ঘুমায় যেথা৷

যদি বয়ে চলে হারামের রক্ত,

সদা শরীরে তোমার৷

কিংবা করে থাক যদি তসরূফ,

কভু জনতার কোষাগার৷

রক্ত কিংবা গোশ্ত যাবেনা,

কখনও দরবারে আল্লার৷

পরিমাপ হবে তাকওয়া যদি

থাকে কিছু অন্তরে তোমার৷

বিষয়: বিবিধ

১৪০৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271037
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৩১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


সুন্দর বলেছেন- জাযাকাল্লাহ

অগ্রীম শুভেচ্ছে- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৯
215123
শেখের পোলা লিখেছেন : আপনাকেও আগাম ঈদের শুভেচ্ছা ও ধন্যবাদ৷
271051
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫৯
শেখের পোলা লিখেছেন : আপনাকেও আগাম ঈদের শুভেচ্ছা ও ধন্যবাদ৷
271064
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৩৯
ফেরারী মন লিখেছেন : মনের পশুরে ক্বোরবানী কর,
বনের পশুরে নয়,
মনের গহীনে হায়েনার বাস,
কভুকি স্মরণ হয়?

চরম চরম সুন্দর লেখনি। ঝাক্কাস Thumbs Up
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
215259
শেখের পোলা লিখেছেন : সূদের টাকা,ঘুষের টাকা, হারামের টাকা পিয়ারা (ভালবাসার)হয়না, পিয়ারা হয় সেই টাকা যা কষ্টে অর্জন হয়৷ তাইতো কবি নজরুল বলেছেন, জিয়ারার চেয়ে পিয়ারা যে-(প্রাণের চেয়ে প্রীয়) আল্লাহর নামে তাহারে দে৷৷ ইব্রাহীম আঃ তাই দিয়েছিলেন৷ ধন্যবাদ৷
271127
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৭
আফরা লিখেছেন : মনের পশু কোরবানি করাটাই আসল । অনেক জাজাকাল্লাহ চাচাজান ।
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১০
215261
শেখের পোলা লিখেছেন : মনের পশু সেই হায়েনাকেই আগে কোরবাণী করতে হবে৷ সেখানেই আছে তাকওয়া৷ধন্যবাদ মা মনি৷
271146
০৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫১
ফাতিমা মারিয়াম লিখেছেন : বরাবরের মতই চমৎকার। ধন্যবাদ।
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১০
215263
শেখের পোলা লিখেছেন : বরাবরের মতই আসতে ভুলবেননা৷ ধন্যবাদ৷
271221
০৩ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৯
পবিত্র লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
ঈদ মোবারক চাচাজান! Happy



চমৎকার কবিতার জন্য জাযাকাল্লাহু খাইরান।
০৪ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪৬
215412
শেখের পোলা লিখেছেন : আমার মামনিদের সহ সকলের জন্য ঈদ মুবারক৷
271224
০৩ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অসম্ভব সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ দেওয়ার ভাষা নাই।
পোষ্টার করার অনুমতি চাচ্ছি।
০৪ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪৮
215413
শেখের পোলা লিখেছেন : যতেচ্ছা ব্যবহার করা যাবে৷ আমার যে কোন লেখায় কোন বাধা নাই৷ মন্তব্যের জন্য ধন্যবাদ৷
271278
০৪ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৪৩
বুড়া মিয়া লিখেছেন : এটাও সুন্দর হয়েছে, ভালো লাগলো ...
০৪ অক্টোবর ২০১৪ সকাল ০৭:২১
215422
শেখের পোলা লিখেছেন : ভাল লাগায় ধন্য হলাম৷ আবার আসবেন৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File