"না জানিলে জিজ্ঞাসিতে হয়" জানার জন্য জিজ্ঞাসাই করিলাম৷

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২১ আগস্ট, ২০১৪, ০৪:৩৯:৪২ রাত

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

ব্লগের কম্পিউটর জানা ভাই, ভাতিজা, বোন, ভাগ্নি, ভাতিজী সবার কাছে কাছে জানতে চাই৷ প্রথমেই স্বীকার করি আমি নিজে এ বিষয়ে ব' কলম৷ অনেকের সহযোগীতায় একটু আধটু ল্যাপটপে ড্রাফ্ট করে সেখান থেকে কেটে ব্লগে সেঁটে দিই৷ সেই যোগ্যতা নিয়েই উর্দু বয়ানুল কোরনের ডি,ভি,ডি শুনে তা বাংলায় অনুবাদ করে মাক্রোসফ্ট ওয়ার্ডে টাইপ করে মাঝে মাঝে ব্লগে দিই ও পেন ড্রাইভে জমিয়ে রাখি৷ যেহেতু আমি আরবী টাইপ করতে পারিনা, তাই কোরআনের আরবী আয়াত গুলি নেটের সাইট থেকে কাট করে আনি৷এ ভাবেই আমার একুশ পারা হয়ে গেছে৷ সম্প্রতি নতুন একটা ল্যাপটপ কিনেছি৷ দু একজনের সাহায্যে দরকারি সব কিছুই ইনিস্টল করিয়েছি৷ লেখাও শুরু করেছি কিন্তু সমস্যা হচ্ছে আরবী আয়াত কাট পেস্টে৷ বাংলা ইংরাজী সব ঠিক ভাবে আসছে কিন্তু আরবী আয়াত বাংলার মত বাম দিক হতে শুরু হয়ে বসছে৷ বিশেষ করে বিস মিল্লাহকে কোন ভাবেই সঠিক বসাতে পারছি না৷ প্রথমে সর্ব বামে আসে 'বিসমি'তার পর আল্লাহ তার পর 'রহমান' তারপর 'রাহীম' মানে পুরাই উল্টা৷ এ ছাড়া বার বার চেস্টা করতে গিয়ে লাইনের মাঝে বড় গ্যাপ হয়ে যাচ্ছে তাও কোন ভাবে গুছিয়ে বসাতে পারছিনা৷

অসুবিধাটা কোথায় আর তার সমাধান সহজ করে বলে দিতে অনুরোধ রইল৷ ধন্যবাদ৷

বিষয়: বিবিধ

১১১৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256579
২১ আগস্ট ২০১৪ সকাল ০৫:২১
ইবনে হাসেম লিখেছেন : কিন্তু উপরে যে বিসমিল্লাহ লিখলেন তাহা তো ঠিক ঠিক আছে। আমি তো দেখছি আপনার চাইতেও ব-কলম..
২১ আগস্ট ২০১৪ সকাল ০৯:২২
200219
শেখের পোলা লিখেছেন : হাশেম ভাই, এটা সরাসরি নুতন ব্লগ লিখুন পেইজে পেষ্ট করেছি৷ যখন মাইক্রো সফ্ট ওয়ার্ড পেইজে পেষ্ট করি তখনই উল্টায়ে যায়৷ তার কি চিকিৎসা বলুন প্লিজ৷
256593
২১ আগস্ট ২০১৪ সকাল ০৭:১৫
চেতনাবিলাস লিখেছেন : আপনি এক কাজ করতে পারেন। প্রথমে রাহিম শব্দটি কাট করুন এবং পেস্ট করুন। এভাবে কুর আইনের একটি পুরো আয়াতের সর্ব শেষ শব্দটি আগে এবং পর্যায়ক্রমে সর্ব প্রথম এর শব্দটি সবার শেষে কাট ও পেস্ট করুন। পুরো কোন আয়াত একসঙ্গে না নিয়ে একটি একটি করে শব্দ নিলেই আপাতত আপনার সমস্যার আসুন সমাধান হবে বলেই আমার ধারনা। আসলে আরবী লেখার সফটওয়্যার বিষয়ে আমার জানাও খুবই সীমিত।
২১ আগস্ট ২০১৪ সকাল ০৯:২৬
200220
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধনন্যবাদ৷ আপনার পরামর্শে হয়তো কাজ হবে তবে তা প্রচুর সময়ের ব্যাপার৷ তবুও চেষ্টা করে দেখব৷ আমার আগের ল্যাপটপে এ সমস্যা ছিলনা৷ সেটা আর আমার কাছে নেই৷ আমার ধারণা সেটিংয়ে কোথাও ভূল আছে৷ ধন্যবাদ৷
256627
২১ আগস্ট ২০১৪ সকাল ১০:৩৬
কাহাফ লিখেছেন : আমি তো রি-ডবল ব-কলম,তাই কোন পরামর্শ দিতে পারলাম না। انا أسف يا حبيبى القلب.......
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
200422
শেখের পোলা লিখেছেন : সেচ্ছায় সহযাত্রী হওয়ার জন্য ধন্যবাদ৷
256653
২১ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৮
মোস্তাফিজুর রহমান লিখেছেন :


ভাইজান আমি যতটুকু জানি শেয়ার করলাম। আর আপনার সাথে অপেক্ষায় থাকলাম অন্যদের পরামর্শটা দেখে শিখার জন্য।
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
200423
শেখের পোলা লিখেছেন : পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ৷ চেষ্টা করে দেখব অবশ্যই৷ জাজাকাল্লাহু৷
256683
২১ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উপরের পরামর্শটাই ঠিক মনে হচ্ছে।
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
200424
শেখের পোলা লিখেছেন : দেখা যাক৷ আপনাকেও সাথে থাকার জন্য ধন্যবাদ৷
256813
২১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
আওণ রাহ'বার লিখেছেন : ভাইয়া আমি এরাবিক টাইপিং স্পেলালিস্ট এর সাথে কথা বলবো আগামিকাল। ইনশাআল্লাহ।
কোন ফিডব্যাক পেলে অবশ্যই জানাবো।
২২ আগস্ট ২০১৪ রাত ০৮:৩২
200845
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ৷ আমার মনে হয় আমার সেটিংএ কোন কমতি আছে৷ অপেক্ষায় থাকলাম৷
258165
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : আমি নীরব।
258180
২৫ আগস্ট ২০১৪ রাত ০৮:১১
শেখের পোলা লিখেছেন : 'সুরেরই জলসায় নীরব কেন কবি?'

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File