"ঈদের খুশী"

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০২ আগস্ট, ২০১৪, ০৭:৫৭:৪৭ সন্ধ্যা



“লে কুল্লে কওমীন ঈদুন, হাজা ঈদুনা”,

এখান হতেই ঈদের শুরু,আছে মোদের জানা,

শুরু হল মুসলীম উম্মার ঈদ উদযাপনা৷

দিনে দিনে সময় গেছে,বদলে গেছে সব,

‘কওম’ নেই, আছে শুধু ঈদের উৎসব৷

কেউবা খুশী কোর্মা পোলাও জামা জুতা নিয়ে,

কেউ খোঁজে তায় হন্যে হয়ে ঈদগাহ মাঠে গিয়ে৷

ঈদের খুশী দেখবি যদি ফিলিস্তীনে যা,

তোর ভাইয়েরই তাজা খুনে শির্ণী রেঁধে খা৷

বিবেক তোদের বর্গা দিয়ে ফেলিস চোখের জল,

ভেবে কভু দেখলিনারে কি হবে তার ফল৷

মরছে শিশু মরছে কিশোর,মরছে বৃদ্ধ যুবা,

তোর কপালেও জুটবে না তা,বলল তোরে কেবা৷

আজ ওদেরে মারছে বেঁধে, মারবে তোরে কাল,

এমন যদি হয় কখনও কি হবে তোর হাল!

বিবেকটারে মুক্ত করে অন্তরে দে নাড়া,

খাস দিলে তুই শপথ করে দুখীর পাশে দাঁড়া৷

হর মুমিনে দেখবি যেদিন আপন ভাইয়ের মত,

হর বাধা তোর উৎরে যাবে, দেখবি অবিরত৷

‘উম্মাহ’ সেদিন পূর্ণ হবে, ঈদের ইমেজ পাবি,

তোদের হাতে আসবে সেদিন খুশীর ঘরের চাবী৷ (৩০/৭/’১৪,টরোন্ট)

বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

250213
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:১২
বাজলবী লিখেছেন :

ঈদের খুশী দেখবি যদি ফিলিস্তীনে যা,

তোর ভাইয়েরই তাজা খুনে শির্ণী রেঁধে খা৷ ভালো লাগলো।
জাযাকাল্লাহ খাইর।
০৩ আগস্ট ২০১৪ রাত ১২:১৯
194514
শেখের পোলা লিখেছেন : মুসলীম আছে উম্মা নেই, বড় ব্যাথা লাগে প্রাণে, তাই অন্তরের জ্বালার বহিঃপ্রকাশ আর কি? ধন্যবাদ, পড়া ও মন্তব্যের জন্য, আর আার ব্লগে স্বাগতম৷
250220
০২ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৩
সন্ধাতারা লিখেছেন : Jajakallahu khair.
০৩ আগস্ট ২০১৪ রাত ১২:২০
194515
শেখের পোলা লিখেছেন : ঈদ মুবারক৷ ধন্যবাদ৷
250242
০২ আগস্ট ২০১৪ রাত ০৯:৩০
আফরা লিখেছেন : অনেক ভাল লাগল ।
০৩ আগস্ট ২০১৪ রাত ১২:২২
194517
শেখের পোলা লিখেছেন : ঈদ প্রতিদিন আসুক জীবনে তোমার,
দূর হতে আর কিছু নেইতো দেবার৷
250297
০৩ আগস্ট ২০১৪ রাত ০১:০৪
সত্যলিখন লিখেছেন :
০৩ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৬
194664
শেখের পোলা লিখেছেন : কতক গুলো অমুসলীম দেশ ইজরাঈলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কিন্তু একটা মুসলীম দেশও তা করেনি৷ তাদের কি বধোদয় হবেনা? ধন্যবাদ আপা৷
255326
১৭ আগস্ট ২০১৪ রাত ১১:২৫
অজানা পথিক লিখেছেন :
কোথা গেলো ঈদের খুশী
কোথা ঈদের চাদ
চতুর্দিকে ছড়িয়ে যেনো
ক্লান্তি অবসাদ।

দখিন হাওয়া বেসুর বাজে
গায়না পাখি গান
দীঘল কালো রাতের কেন
হয়না অবসান?
১৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
199555
শেখের পোলা লিখেছেন : রাত পোহাবে আসবে সুদিন
গাইবে পাখি গান,
কোরানের পথ ধরলেই হবে
দুখের অবসান৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File