"ঈদের খুশী"
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০২ আগস্ট, ২০১৪, ০৭:৫৭:৪৭ সন্ধ্যা
“লে কুল্লে কওমীন ঈদুন, হাজা ঈদুনা”,
এখান হতেই ঈদের শুরু,আছে মোদের জানা,
শুরু হল মুসলীম উম্মার ঈদ উদযাপনা৷
দিনে দিনে সময় গেছে,বদলে গেছে সব,
‘কওম’ নেই, আছে শুধু ঈদের উৎসব৷
কেউবা খুশী কোর্মা পোলাও জামা জুতা নিয়ে,
কেউ খোঁজে তায় হন্যে হয়ে ঈদগাহ মাঠে গিয়ে৷
ঈদের খুশী দেখবি যদি ফিলিস্তীনে যা,
তোর ভাইয়েরই তাজা খুনে শির্ণী রেঁধে খা৷
বিবেক তোদের বর্গা দিয়ে ফেলিস চোখের জল,
ভেবে কভু দেখলিনারে কি হবে তার ফল৷
মরছে শিশু মরছে কিশোর,মরছে বৃদ্ধ যুবা,
তোর কপালেও জুটবে না তা,বলল তোরে কেবা৷
আজ ওদেরে মারছে বেঁধে, মারবে তোরে কাল,
এমন যদি হয় কখনও কি হবে তোর হাল!
বিবেকটারে মুক্ত করে অন্তরে দে নাড়া,
খাস দিলে তুই শপথ করে দুখীর পাশে দাঁড়া৷
হর মুমিনে দেখবি যেদিন আপন ভাইয়ের মত,
হর বাধা তোর উৎরে যাবে, দেখবি অবিরত৷
‘উম্মাহ’ সেদিন পূর্ণ হবে, ঈদের ইমেজ পাবি,
তোদের হাতে আসবে সেদিন খুশীর ঘরের চাবী৷ (৩০/৭/’১৪,টরোন্ট)
বিষয়: বিবিধ
১১৬২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঈদের খুশী দেখবি যদি ফিলিস্তীনে যা,
তোর ভাইয়েরই তাজা খুনে শির্ণী রেঁধে খা৷ ভালো লাগলো।
জাযাকাল্লাহ খাইর।
দূর হতে আর কিছু নেইতো দেবার৷
কোথা গেলো ঈদের খুশী
কোথা ঈদের চাদ
চতুর্দিকে ছড়িয়ে যেনো
ক্লান্তি অবসাদ।
দখিন হাওয়া বেসুর বাজে
গায়না পাখি গান
দীঘল কালো রাতের কেন
হয়না অবসান?
গাইবে পাখি গান,
কোরানের পথ ধরলেই হবে
দুখের অবসান৷
মন্তব্য করতে লগইন করুন