"আওয়ামী খয়রাত"

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২০ জুলাই, ২০১৪, ১০:১৬:৫৪ রাত

অল্প দিনের জন্য দেশে গিয়েছিলাম৷ ছোট বড় অনেক ঘটনা দেখলাম,সে সব কথা যাক৷ দেশের আমলা কর্মচারীদের প্রকাশ্যে খয়রাত চাওয়া ও তার জন্য জুলুম করাটাই আমার কাছে বড় ঘটনা বলে মনে হল৷ তাই আপনাদের অবগতির জন্য শেয়ার করতে মনস্থ করলাম৷

ফিরেছি ১ লা জুলাই৷ আগে জানাতে পারলে আরও হয়ত অনেকে বিড়ম্বনার হাত থেকে এড়াতে পারতেন৷ দুঃখিত, শুধু বিষয়টা নিশ্চিত হতে একটু সময় লেগে গেল৷

২রা রমজান,রোজা অবস্থায় সন্ধ্যা সাড়ে ছয়টায় এয়ার পোর্টে এলাম৷ সাথে ইফতার ছিল, ভাবলাম বাইরে দাঁড়িয়ে ইফতার সেরেই ভিতরে যাব৷ তাই হল এদিকে ইফফতার বিরতীর জন্য গেটও বন্ধ করা হল৷ প্রায় এক ঘন্টা পরে গেট খুললে ভিতরে গিয়ে অন্ততঃ দুশো লোকের পিছনে লাইন দিলাম৷ জেনে রাখা ভাল আমিরাতের প্লেনে ৪/৫ শো যাত্রী ওঠে৷ যাইহোক প্রায় দেড় ঘন্টা পরে দুইজনের তিনটি লাগেজ সহ বর্ডিং পাশের জন্য চালু তিনটি বুথের একটিতে জনৈক ম্যাডামের সামনে হাজির হলাম৷ দুইটি লাগেজ স্কেলে তুলে দিয়ে পাশপোর্ট দুটি বাড়িয়ে দিলাম৷ ম্যাডাম টিকিট চাইলেন, বললাম, ইলেট্রোনিক টিকেট, তার কোন কাগজ নেই, তবে ট্রাভেল সিডুইল আছে৷ তাই দিতে বললেন৷ জানতে চাইলেন ট্যাক্স দিয়েছি কিনা৷ বললাম, আমাদের যাবতীয় ট্যাক্স টিকিটের সাথে দেওয়া আছে৷ চেক করে দেখে নিন৷

উনি বললেন, আজই বেলা তিনটায় অর্ডার হয়েছে বহির্গামী যাত্রীদের নগদ এক হাজার টাকা করে বাড়তি ট্যাক্স দিয়ে যেতে হবে৷

কিছু মানুষকে অযথা দৌড়াদৌড়ি, মোবাইলে বাইরের সাথে বাড়তি যোগাযোগের অর্থাৎ টাকা জোগাড়ের মরিয়া অবস্থাটা বোধগম্য হল৷ বাইরে আমার কোন আত্মিয় বন্ধু আমার জন্য টাকা নিয়ে দাঁড়িয়ে ছিলনা৷ যারা আমাকে এ বিপদ হতে সাহায্য করতে পারে তারা সব খুলনায়৷ এখানে ডলার বা ক্রেডিট কার্ডও গ্রহনযোগ্যও নয়, আবার এ টাকা না দিতে পারলে বোর্ডিংপাশও মিলবে না৷ দেশের টাকা বিদেশে ছেঁড়া কাগজ ছাড়া আর কিছুই নয়৷ আবার কবে দেশে যাব তাই খরচের পর পকেটে থাকা দু একশো টাকা ততদিনে সচল থাকবে কিনা তারও নিশ্চয়তা নেই৷ তাই যথা সম্ভব আমরা দেশের টাকা সাথে নিইনা৷ অবস্থাটা একবার ভাবুন৷

যাক্, লাগেজ দুইটা স্কেল থেকে নামালাম৷ কিছু কটু কথাও বললাম৷ ম্যাডাম নিরব,খয়রাতীদের বেজার হতে নেই তাই হবে হয়ত৷ আমার পকেটে দেখলাম চারটা পাঁচশত টাকার নোট তখনও ছিল৷ কারণ আল্লাহ জানতেন এমন হবে, তাই হয়তো ব্যবস্থাটা করেই রেখেছিলেন৷ একটু দুরেই দেখলাম একজন টেবিল নিয়ে বসে রয়েছেন৷ কোন ফুটা থালা নয়, কিছু কাগজ পত্র টেবিলের উপর, কারণ সরকারী খয়রাতী কিনা৷ পোশাক আশাক ভালুই৷ পাশপোর্ট আর টাকা দিলাম৷ একটা ফরম পূরণ করে সীল মেরে ম্যাডামকে দিতে বললেন৷ যেহেতু খয়রাত তাই রিসিট দেবার নিয়ম নেই৷ ইতিমধ্যে অনেক দেরী হয়ে গেছে, তাই অন্যের কি হল তা না দেখে এগিয়ে গেলাম৷

বাঙ্গালী সহনশীল তাই আমি কিছু কটু কথা বললেও আর কাউকে কিছুই বলতে শুনলামনা৷

টরোন্ট এসে আমার ট্রাভেল এজেন্ট কামাল ভাইেয়ের কাছে ট্যাক্সের বিষয়টা জানতে চাইলে উনি বললেন,এমন কিছু হলে অন্ততঃ একমাস আগে এয়ার লাইন্স আমাদের জানিয়ে দেয়৷ওটা আওয়ামী চাঁদা৷ ভাবলাম, সামনে ঈদ ওদেরওতো লালজামা কেনার শখ আছে৷ ওনারা সন্মানিত লোক রবি পথ শিশুদের লাল জামা কিনে দিলেও ওদেরতো দেবেনা৷ আর ওনারাতো টোকাইও নন৷

বিষয়: বিবিধ

১০৫৬ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246448
২০ জুলাই ২০১৪ রাত ১০:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বেলা তিনটায় আদেশ জারি সন্ধা ছয়টায় পালন!!!
আমাদের দেশের প্রশাসন কত দক্ষ হয়ে গিয়েছে!!!!!
২০ জুলাই ২০১৪ রাত ১০:৩০
191334
শেখের পোলা লিখেছেন : সত্যই দাারুন৷ চৌকশ অফিসার আমাদের৷ ধন্যবাদ৷
246456
২০ জুলাই ২০১৪ রাত ১০:২৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : দারুণ ট্রাভেল ডায়েরী
২০ জুলাই ২০১৪ রাত ১০:৩১
191336
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ, মন্তব্যের জন্য৷
246463
২০ জুলাই ২০১৪ রাত ১০:৩৩
এবেলা ওবেলা লিখেছেন : কিছু বলার নাই -- দূরণীতির শিকরে ডুবে থাকা এক অসহায় দেশের নাগরীক হিসাবে--
২২ জুলাই ২০১৪ রাত ১২:১৮
191725
শেখের পোলা লিখেছেন : এগুলো জুলুম৷ প্রতিকার দরকার৷ধন্যবাদ৷
246488
২০ জুলাই ২০১৪ রাত ১০:৫০
শারমিন হক লিখেছেন : কি বলব?????
২২ জুলাই ২০১৪ রাত ১২:১৯
191727
শেখের পোলা লিখেছেন : কিছু বলুন, আর ওদের ঘৃনা করুন৷ধন্যবাদ৷
246489
২০ জুলাই ২০১৪ রাত ১০:৫৫
এ এম এম নিজাম লিখেছেন : অসাধারন, দেশের প্রতিটি অলি গলির সরকারী লোকেরা যখন দুর্নতিগ্রস্থ হয়ে পড়েছে তখন বিমান কর্মকর্তার আর বসে থেকে লাভ কি?
২২ জুলাই ২০১৪ রাত ১২:২১
191729
শেখের পোলা লিখেছেন : দুনীতিতে প্রতিযোগীতা চলছে৷ কেউ বাদ নেই৷ধন্যবাদ৷
246542
২১ জুলাই ২০১৪ রাত ০৩:০৯
ভিশু লিখেছেন : ঐ ফাও ট্যাক্সের অর্ডারের চিঠিটি দেখতে চাওয়া উচিত ছিলো! অবশ্য চেক-ইনের সময় যাত্রীরা থাকেন বড় অসহায়ের মতোই! লুটেরা হাসিনার বাংলাদেশে সরকারের কাছে জনগণ যেন চুরির আসামী! অত্যাচারী আওয়ামী লীগ নিপাত যাক, মানবতা মুক্তি পাক!
২২ জুলাই ২০১৪ রাত ১২:২৪
191736
শেখের পোলা লিখেছেন : মনবতা কবে মুক্তি পাবে জানিনা, তবে চরিত্রে যে ক্ষয়রোগ স্থান করে নিচ্ছে তার থেকে মুক্তি পাওয়া সহজ হবেনা৷ ধন্যবাদ৷
246718
২১ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৭
আফরা লিখেছেন : এই জন্যই আমার দেশে যেতে মন চায় না ।
২২ জুলাই ২০১৪ রাত ১২:২৬
191738
শেখের পোলা লিখেছেন : নিজের দেশ, আত্মীয়, প্রতিবেশী,ব্নধুবান্ধব, গাছ গাছালী, পথঘাটের টানে যেতেই হয়৷
246959
২২ জুলাই ২০১৪ রাত ১২:৪৩
বৃত্তের বাইরে লিখেছেন : দুর্নীতিতে আকণ্ঠ ডুবে থাকা এ দেশে সব জায়গাতেই অনিয়ম। দেশে গেলে এয়ারপোর্ট থেকেই শুরু হয় ভোগান্তি। না গিয়েও তো উপায় নেই! কবে যে মানুষ এসব অশান্তি থেকে মুক্তি পাবে!
প্রবাসে আইনের প্রতি শ্রদ্ধা দেখে মনে হয় আমাদের দেশটাও যদি এমন হত! আপনার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ শ্রদ্ধেয় ভাই আপনাকে।
২২ জুলাই ২০১৪ রাত ০১:৫৮
191753
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ অনুভুতি শেয়ারের জন্য৷
246981
২২ জুলাই ২০১৪ রাত ০১:৩৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আপনার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ শ্রদ্ধেয় ভাইয়া!
আমি ও যেদিন মদিনাতে আসি সেদিন নানা রকম ঝামেলায় পড়েছিলাম আল্লাহ সুযোগ দিলে কখনো শেয়ার করবো ইনশা-আল্লাহ!
২২ জুলাই ২০১৪ রাত ০১:৫৯
191754
শেখের পোলা লিখেছেন : আপনার অভিজ্ঞতা জানার অপেক্ষায় রইলাম৷ ধন্যবাদ৷
১০
247105
২২ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ওরা টুকাই নয়,তবে........।
২২ জুলাই ২০১৪ রাত ০৮:৫০
192002
শেখের পোলা লিখেছেন : তবে খয়রাতীবাজ৷ধন্যবাদ৷
১১
247927
২৪ জুলাই ২০১৪ রাত ১০:২৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমি ৪জুলাই আসলাম। খয়রাত দিলাম ৫০০ টাকা। আপনি ১০০০ দিলেন কেন?
২৫ জুলাই ২০১৪ সকাল ০৫:০২
192531
শেখের পোলা লিখেছেন : আমার পাশপোর্ট খানা বড় লোকেদের দেওয়া আর আপনারটা ওদের তাই হয়ত৷ ধন্যবাদ৷
১২
248318
২৬ জুলাই ২০১৪ সকাল ০৯:৫৩
egypt12 লিখেছেন : আল্লাহ এসব খয়রাতীদের তুমি যথাযথ প্রতিদান দিও এটাই তোমার কাছে আহবান রইল Praying
২৭ জুলাই ২০১৪ সকাল ০৭:২৮
193089
শেখের পোলা লিখেছেন : এরা আওয়ামী খয়রাতবাজ৷ আল্লাহ এদের হাতে ফুটা থালা দিলেই মানায় ভাল৷
২৭ জুলাই ২০১৪ সকাল ০৯:১৮
193100
egypt12 লিখেছেন : তাই যথার্থ হবে Tongue
১৩
249316
২৯ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : ঈদ -- ঈদ---মোবারক
২৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
193696
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ঈদের শুভেচ্ছা রইল৷
১৪
258188
২৫ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৬
মাই নেম ইজ খান লিখেছেন : এই তাহলে অবস্থা!
আল্লাহ এদের হেদায়াত দিন।

যাবার সময় আপনাকে সময় দিতে না পারায় খুব মনস্তাত্ত্বিক কষ্টে ছিলাম।
আল্লাহ আপনার সহায় হোন।
২৫ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৭
201861
শেখের পোলা লিখেছেন : আমিন! দোওয়াই কাম্য রইল৷
১৫
266120
১৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৪৭
ইবনে হাসেম লিখেছেন : চোর, বদমায়েশ আর ডাকাতে ভরপুর হয়ে গেছে আজ আমার দেশটা। একটা মা্ত্র কারণ আমরা নামের মুসলমান, কামের না।
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫০
209936
শেখের পোলা লিখেছেন : ঠিক বলেছেন৷ মানুষ গড়ার কারখানায় কারিগরেরা এদেরই সংখ্যা দিনদিন বাড়িয়ে চলেছে৷
১৬
266241
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫০
শেখের পোলা লিখেছেন : ঠিক বলেছেন৷ মানুষ গড়ার কারখানায় কারিগরেরা এদেরই সংখ্যা দিনদিন বাড়িয়ে চলেছে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File