শুভেচ্ছা ও কৃতঞ্জতা৷
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৫ জুলাই, ২০১৪, ০৮:৩২:১৯ রাত
শ্রদ্ধেয়/স্নেহের সহ ব্লগার ভাই, বোন, ভাতিজা, ভাতিজী গন, আসসালামু আলাইকুম৷
ছয় সপ্তাহ অসহ্য গরম,অস্বাভাবিক যানজট আর ফরমালীনের লীলাভূমী বাংলাদেশে কাটিয়ে প্রবাসের সেই বাবলা তলায় আবার ফিরে এলাম৷ এ সময়টা ব্লগে বড়ই অনিয়মিত ছিলাম তাই জমে থাকা অনেক পড়ার আমন্ত্রনে সাড়াদিতে না পারার অপরাধে অপরাধী হয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি৷ সেই সঙ্গে রমজানের ও ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি৷
দুই দিনের ঢাকা বাসে বেশ কয়েকজন প্রীয় ব্লগার ভাইদের উষ্ণ আতিথেয়তা ভোলার নয়৷ইসহাক খান ভাইয়ের অতীব আগ্রহ, আমাকে আমার ডেরা হতে তার অফিসে নিয়ে যাওয়া ও মেহমানদারীর কাছে আমি চীরকৃতজ্ঞ৷তাদের সঙ্গ ও মহানুভবতা ভোলার নয়৷
এই সঙ্গে সমমনা সকল ব্লগার ও ভিজিটরদের একটা সুখবর জানাতে ইচ্ছা করি, তা হল, আমার উর্দু হতে বাংলায় অনুবাদ করা বয়ানুল কোরআন গ্রন্থাকারে প্রকাশ করার জন্য তার পাণ্ডলীপি জনাব খান ভাই সাদরে গ্রহণ করেছেন৷ অচিরেই তা প্রকাশ হয়ে আপনাদের হাতে আসবে আর আমার ক্ষুদ্র প্রচেষ্টা ও শ্রম সার্থক হবে বলে আশা রাখি৷
সকলের সহযোগিতা ও দোওয়া কামনা করে শেষ করছি৷ ধন্যবাদ৷ আঃ সামাদ/ শেখের পোলা৷
বিষয়: বিবিধ
১০২৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাইয়া আপনি আবার ব্লগে নিয়মিত থাকেন সেই প্রত্তাসা।
বই প্রকাশের ব্যাপারে ইনশাআল্লাহ শীঘ্রই সুসংবাদ আসবে।
মন্তব্য করতে লগইন করুন