এমন যদি হয়!
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৬ মার্চ, ২০১৪, ০৬:৪৬:১৩ সকাল
এমন যদি হয়-
রাস্তাঘাটে চলতে কারও থাকবে না আর ভয়৷
ছিনতাই আর রাহাজানী উধাও হয়ে যাবে,
কোট কাছারী গিয়ে সবে ন্যায্য বিচার পাবে৷
দূর্নীতি আর ঘূষ রবেনা, মিথ্যা হবে শেষ,
পিছন হাঁটা বন্ধ হবে, সামনে যাবে দেশ৷
অফিসেতে ফাইল গুলো সচল হয়ে যাবে,
এ ঘর হতে ও ঘর যেতে বাধা নাহি পাবে৷
পুলিশ সবার বন্ধু হবে, হয়রানী না রবে,
মিথ্যা কেসের অজুহাতে রিমাণ্ডে না নেবে৷
বিদ্যাপীঠে বিদ্যা নিয়ে চর্চা শুধুই হবে,
ইভটিজিং আর অস্ত্রবাজী কোথাও নাহি রবে৷
এমন যদি হত-
ছোট্ট মোদের আবাস খানি স্বর্গ হয়ে যেত৷
বিষয়: বিবিধ
১১৬০ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছোট্ট মোদের আবাস খানি স্বর্গ হয়ে যেত৷
শেখের নাতির হাতে যখন ক্ষমতাটা যাবে
মালিশ করুন তেল,
নয়ত আঠা জড়িয়ে যাবে,
জমবে ভীষণ খেল৷
পাপের চেয়ে মেয়ে সরেস,
মেয়ের চেয়ে নাতি,
ঘটবে তখন যখন যাবে
সূঁইয়ের ফুটায় হাতী৷
ধন্যবাদ।
কবিতায় পারে ঘুমন্ত জাগাতে
কবিতাতে হয় বিদ্রোহ
দুঃসময়ে নজরুল কাটিয়েছিল
ঘুমন্তদের মোহ।
কবিতা পারে ক্ষ্যাপাতে জাতিকে
কবিতায় জ্বলে আগুন
কবির তা্ই বড় প্রয়োজন আজি
..........মিলাতে পারিনা।
কবিতায় জ্বলে আগুন,
কবিতায় আনে বৈশাখী ঝড়,
কবিতায় আনে ফাগুন৷
মিলাবার চেষ্টা করলাম, পছন্দ হবে কিনা জানিনা৷ আপনার অনুভুতিকে স্বাগত জানাই, ধন্যবাদ৷
চমৎকার ছড়া
পড়ে মন জুড়ায়
ঘুম ভেঙ্গে সব স্বপ্নগুলো ব্যাথা হয়ে বাজে!
নিত্য এমন স্বপ্ন দেখে উঠি সকাল বেলা,
চলবে বলেন আর কতোকাল স্বপ্ন দেখার খেলা?
দেশের মানুষ স্বপ্ন দেখে শান্তি এবং সুখের,
সকালবেলা ঘুম ভাঙ্গলে রক্ত ঝরে বুকের!!
খুনিরা সব রাজা হেথায় আছে যাদের অস্ত্র,
শুধুই সুখের স্বপ্ন দেখে পায়না যারা বস্ত্র।
শাস্তি তুমি পাবে৷
আসবে সুদিন যেদিন মোদের,
শাস্তি চলে যাবে৷
বাঙ্গাল ছিলাম মুসলীম হলাম,
করল আমার দাদা,
খোলস বদলে বাঙ্গালী হলাম,
এমনই মোরা গাধা৷
এমন হবে কি?
দুর্নীতি আর সন্ত্রাস উপড়ে ফেলেছি!
মালিশ করুন তেল,
নয়ত আঠা জড়িয়ে যাবে,
জমবে ভীষণ খেল৷
পাপের চেয়ে মেয়ে সরেস,
মেয়ের চেয়ে নাতি,
ঘটবে তখন যখন যাবে
সূঁইয়ের ফুটায় হাতী৷
দারুন !! অসাধারণ আপনার ছন্দ অভিব্যক্তির প্রকাশ ! আমি মুগ্ধ !!!
আমরা বুঝি মানুষ না, মানুষ নামের কল।
ইচ্ছে হলেই পুড়িয়ে মারে
ইচ্ছে হলেই খুন
ইচ্ছে হলেই মাথায় তোলে
ইচ্ছে হলেই গুম।
সাঁঝ সকালে শুনি,
ক'জন মানুষ কমলো আজ
রাতে বসে গুনি৷
এই চেতনের কেতন হাতে
গাইবো মোরা গান,
বিশ্ব রেকর্ড গড়বো মোরা
বাড়বে মোদের মান৷
ধন্যবাদ৷
এমন হবে কবে
চোখ জুড়াবে তবে।
ধৈর্য ধরতে হবে৷
ধন্যবাদ পড়া ও ছড়ার জন্য৷
মন্তব্য করতে লগইন করুন