"আয়াতুল কুরসী'
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৮ মার্চ, ২০১৪, ০৭:৫০:৫১ সকাল
আয়াতুল কূরসী
(কাব্যানুবাদ)
তিনিই হলেন আল্লাহ যাহার, তূল্য পূজ্য নাইতো আর,
চিরঞ্জীব আর সদা প্রভু, ঘুম তন্দ্রা পায়না তার।
দ্যুলোক-ভূলোক যেথায় যাহা সৃষ্টি তা তার নিজের গড়া,
তার সমীপে ওকালতী করবে কে তার হুকুম ছাড়া!
ভূত-ভবিষ্য সব জানা তার, নাই সীমানা জ্ঞান গরিমার।
সাধ্য কি তার নাগাল কে পায়! শুধু যে টুক মর্জ্জি তাহার৷
বেগ জানেনা শাসন তাহার, ক্লান্ত তিনি হননা কভু,
বিশ্ব ব্যাপী কূরসী যাহার, সর্ব শ্রেষ্ঠ মহান প্রভু।
-----------------+-----------------
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
_________________________
বিসমিল্লাহির রহমানির রহিম
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚلَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚلَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗمَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚيَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖوَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚوَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖوَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚوَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ [٢:٢٥٥]
আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।[২:২৫৫]
পূজ্য=মা'বুদ হলে বুঝি ভালো হয়!!
বরং ছন্দ-মাত্রা মেলাতেও ওখানে মাবুদ বেশী উপযোগী
ইসলামী শব্দের প্রতি আমার দুর্বলতা থাকলেও বাংলা শব্দ ব্যবহারে এলার্জী নেই, জাতীয় কবি নজরুল ইসলাম যেমন লিখেছেন "সজীব করিব মহাশ্মশান"!
কিন্তু যেখানে ইসলামী শব্দ বেশী উপযোগী সেখানেও সেটিকে এড়িয়ে যাওয়াটা কেমন যেন মনে হয়!!
[এটাকে "হীনমন্যতা" বলাও ঠিক মনে করিনা- অন্য কিছু হয়তো!]
মন্তব্য করতে লগইন করুন