"আর আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকবেন না যে আপনার অপকারও করেনা, উপকারও করেনা৷"
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:০৪:৪৫ সকাল
( উর্দু বয়ানুল কোরআনের ধারা বাহিক অনুবাদ)
সুরা ইউনুস রুকু;-১১ আয়াত;-১০৪-১০৯(শেষ)
সুরার উপসংহার নিয়ে আসছে এ সুরার শেষ রুকুটি৷ মুশরীকদের আপোষ রফা অর্থাৎ; ‘আমরা তোমার কিছু মানি আর তুমি আমাদের কিছু মানো’ একথার জবাব নিয়েই আসছে প্রথম আয়াতটি;
১০৪/قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي شَكٍّ مِّن دِينِي فَلاَ أَعْبُدُ الَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ اللّهِ وَلَـكِنْ أَعْبُدُ اللّهَ الَّذِي يَتَوَفَّاكُمْ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ
অর্থ;-বলুন, হে মানব সমাজ, তোমরা যদি আমার দ্বীনের ব্যাপারে সন্দেহের মধ্যে থাক, তবে জেনে রেখো, আমি তাদের ইবাদত করিনা, আল্লাহকে ছেড়ে যাদের ইবাদত তোমরা কর৷ বরং আমি ইবাদত কি আল্লাহর যিনি তোমাদের ওফাত দেন এবং আমি আদিষ্ট হয়েছি যেন আমি মুমিনদের অন্তর্ভুক্ত থাকি৷
১০৫/وَأَنْ أَقِمْ وَجْهَكَ لِلدِّينِ حَنِيفًا وَلاَ تَكُونَنَّ مِنَ الْمُشْرِكِينَ
অর্থ;-আর আপনি একনিষ্ঠ ভাবে দ্বীনে প্রতিষ্ঠিত থাকবেন এবং কখনও মুশরীকদের দলভুক্ত হবেন না৷
# ইসলামে কোন আপোষ নেই, নেই অন্যের বাতিল বিশ্বাসের সাথে ভাগা ভাগি বা অংশীদারী৷ ইসলাম একনিষ্ঠভাবে সৃষ্ঠিকর্তায় আত্মসমর্পনেরই নাম৷
১০৬/وَلاَ تَدْعُ مِن دُونِ اللّهِ مَا لاَ يَنفَعُكَ وَلاَ يَضُرُّكَ فَإِن فَعَلْتَ فَإِنَّكَ إِذًا مِّنَ الظَّالِمِينَ
অর্থ;-আর আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকবেননা যে আপনার উপকারও করেনা, অপকারও করেনা৷ আর যদি আপনি এমন কাজ করেন, তাহলে আপনিও জালীমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন৷
১০৭/وَإِن يَمْسَسْكَ اللّهُ بِضُرٍّ فَلاَ كَاشِفَ لَهُ إِلاَّ هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلاَ رَآدَّ لِفَضْلِهِ يُصَيبُ بِهِ مَن يَشَاء مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ
অর্থ;-আর আল্লাহ যদি আপনাকে কোন কষ্টে ফেলেন তবে তিনি ছাড়া তাকে রদ করার কেউ নেই৷ তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান মঙ্গল দান করেন৷ তিনি পরম ক্ষমাশীল ও পরম দয়ালু৷
# মানুষ তার কর্ম ফলে শাস্তির হকদার হয়, আর আল্লাহ তা দিয়ে থাকেন, সেই কষ্টকে লাঘব করার বা মুছে দেবার ক্ষমতাও তারছাড়া আর কারও নেই৷ তেমনই কাউকে কল্যান দেওয়াও তারই এখ্তেয়ার ভুক্ত৷
১০৮/قُلْ يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءكُمُ الْحَقُّ مِن رَّبِّكُمْ فَمَنِ اهْتَدَى فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَمَا أَنَاْ عَلَيْكُم بِوَكِيلٍ
অর্থ;-বলেদিন, হে মানুষ, তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে সত্য এসে গেছে৷ সুতরাং যে সৎপথ অবলম্বন করবে সে তার হীতের জন্যই করবে, আর যে বিথে চলবে সে তার নিজের অমঙ্গলের জন্যই বিপথে চলবে৷ আর আমি তোমাদের উপর কর্ম বিধায়ক নই৷
# বুদ্ধি বিবেচনাকে ঝালাই করার জন্য নবী ও কিতাব এসে গেছে৷ এর পরও যারা অসৎ পথে চলবে তারা নিজ দায়িত্ব বা অমঙ্গলের জন্যই তা করবে৷ অপর পক্ষে যারা সৎপথে চলবে তারা তাদের মঙ্গলের জন্যই তা করবে৷ওজুহাতের পথ বন্ধ হয়ে গেছে৷ নবী সঃকে কারও উকিল নিযুক্ত করা হয়নি৷ যারটা তাকেই মুকাবেলা করতে হবে৷
১০৯/وَاتَّبِعْ مَا يُوحَى إِلَيْكَ وَاصْبِرْ حَتَّىَ يَحْكُمَ اللّهُ وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ
অর্থ;-আর আপনি অনুসরণ করুন সে ওহীর যা আপনার প্রতি অবতীর্ণ করা হয় এবং আপনি ধৈর্য ধারণ করুন যতক্ষন না আল্লাহ মিমাংসা করে দেন৷ এবং তিনিই উত্তম মিমাংসাকারী৷
# যত লাঞ্ছনা যত গঞ্জনা আসুকনা কেন রসুল সঃ কে সহ্য করতেই হবে, সবর করতেই হবে যতদিন না আল্লাহর ফায়সালা আসে৷ আল্লাহ সঠিক সময় সঠিক ফায়সালাই দেবেন৷
=============================================================
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন