কবিতা
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৫৭:২৯ সকাল
কবিতা তোমায় জানাই বিদায়,
তবুতো যাওনা ছেড়ে,
পিছে ফিরে চাই, দেখিতে যে পাই,
আবার এসেছো তেড়ে৷
ধৈর্য্য আমার, সয়নাতো আর,
তোমার পিছনে ছুটি,
যত বলি সরো, সোজা পথ ধরো,
এখন তাহলে উঠি৷
কি যে জাদু জানো, টান দিয়ে আনো
আবার আসিয়া বসি,
কলমটি ধরি, খোঁচা খুঁচি করি,
ক্ষয় হয় শুধু মসী৷
আঁকিতে তোমায়,পারিনাতো হায়,
বৃথা যায় মোর চেষ্টা,
সত্যি জানাই, ঘটে কিছু নাই,
বুঝে নিও মোর কেসটা৷
বিষয়: বিবিধ
১০৯৯ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিরা ভরে দেয় লেখা, রূপ রঙ্গ রসে৷
বিদায় দিলেই কাব্য কি আর
যায়গো ছেড়ে হৃদয় হতে!?
একটু গিয়েই ফিরে এসে
জানায়,'আমি আছি সাথে।'
তাইতো বলি ছাড়ার চিন্তা
বাদ দিয়ে দেন চিরতরে,
যতন করে রেখে দেন
একেবারে আপন করে।
আপন হবার নয়,
দুঃখ দিয়ে যায় যদি সে,
তাইতো লাগে ভয়৷
ওগো কবি
কবিতার কেনো
বিদায় হবি।
কবি গুরু পোলাভাই
ধন্যবাদ জানাই।
করেদিল ধন্য,
শুভেচ্ছা যা সব টুকই
রইল তোমার জন্য৷
গায়ে মাখে না খায়?
নোবেল যাদের পাওয়ার আশা,
তারাই যেন পায়৷
মন্তব্য করতে লগইন করুন