ভাবিতে উচিৎ ছিল প্রতিজ্ঞা যখন!
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:০৬:৪৫ সকাল
হঠাৎ করে আসলো কানে
কান নিলো তোর চিল শকুনে,
রামদা হাতে, মাল কাছাতে,
দৌড় দিলাম তার পিছনে৷
আয়রে ধলা, আয়রে কালা,
ঢাল সড়কির যোগাড় কর,
ধনুকে তোর ছিলা পরা,
তীর খানা তোর বাগিয়ে ধর৷
খবর পাঠা মিয়া ভাইয়ে,
ডাক দাদারে ওপার থেকে!
দেখব শালা চিল কোথা যায়!
কেবা পারে বাঁচায় তাকে৷
ইমাম সাহেব তফাৎ যাও,
শুনব ওয়াজ কাজের শেষে,
কি বললে? দেখব খুঁজে,
কান রয়েছে মাথার পাশে?
তাইতো রে ভাই, ভুল হয়েছে,
পরের কথায় লাফিয়ে উঠে,
কানের তালাশ না করে আজ,
চিল শকুনের পিছে ছুটে৷
তাইতো কষে কানমলা খাই,
এমন কাজ আর করবনা৷
আগে পিছে না ভেবে আর,
পরের কথায় নাচবো না৷
==========
টরোন্ট, ২৬/১/১৪
বিষয়: বিবিধ
১০৪৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গুজবে কাজ করবনা,
জ্ঞান-বুদ্ধি থাকলে মাথায়
পরের কথায় লড়বনা।
পরের কথায় নাচি কেন
মোদের কি ভাই বিবেক নাই,
অন্ধকারে পা বাড়িয়ে
শেষে আবার লজ্জা পাই।
ডাণ্ডা দেখে পিছিয়ে যাই৷
সঠিক সময় ভাবিনা আর,
ফেল মারিলে লজ্জ্বা পাই৷
বিবেক মোদের টনটনে তাই,
ঘোমটা টানি আন্ধারে,
ফুলের মালা মনে করি,
শীকল দিয়ে বান্ধারে৷
কবি মহোদয়কে স্বাগতম৷
আগে পিছে না ভেবে আর,
পরের কথায় নাচবো না৷
-সুন্দর হৈছে, প্রিয় কবিকে ধন্যবাদ।
লিখি মনো জ্বালাতে৷
আজেবাজে লিখে যাই,
বিবেকের তাড়াতে৷
ধন্যবাদ
কখনই অপরের কথায় যাচাই না করে কাজ করা উচিত নয়।
এমনিতে আপনার ছন্দময় মন্তব্যগুলো ভালো লাগে, কবিতাটাও ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন