"মরণ ফাঁদ"
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:১২:৩৪ সকাল
আর কতকাল রইবি ঘুমে
জাগরে এবার জাগ দেখি৷
কান ধরে তোর মারছে লাথি,
হাঁ করে তুই দেখিস কি?
চোখে তোমার চল্লিশা আর
তাকিয়ে থাক দূরবীনে,
থাকতে সময় লাগাও ওষুধ
নয়ত চশমা নাও কিনে৷
মসজিদে তোর পড়বে তালা,
মোয়াজ্জিনেও ডাকবে না,
পৈতা ধূতী, তূলসী টিকি
তোমার পিছু ছাড়বে না৷
মঙ্গল দীপ জ্বালতে হবে,
সন্ধ্যা কালে শঙ্খনাদ৷
সময় থাকতে দাঁড়াও ঘুরে,
সামনে পাতা মরণ ফাঁদ৷৷
বিষয়: বিবিধ
১১৩৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাগরে এবার মুসলমান৷
ইমানে তোর জং ধরেছে,
বাল ধারাতে দেরে শাণ৷
চমৎকার ছন্দে লিখা এই ছড়াটি পড়ে মনে হলো নজরুলের কবিতা পড়ছি। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন