"তিনিই সেই সত্তা যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন৷ যেন তোমরা তাতে বিশ্রাম কর৷"

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৬ জানুয়ারি, ২০১৪, ০৭:০৬:১৩ সকাল

( উর্দু 'বয়ানুল কোরআন' এর সহজ ধারাবাহিক বাংলা অনুবাদ৷)

ইউনুস রুকু;-৭ আয়াত;-৬১-৭০

বিশ্বে যা কিছু ঘটে, তা সে যত গোপনেই হোক, প্রত্যেকটি ঘটনারই প্রত্যক্ষ সাক্ষী আল্লাহ তায়ালা৷ কোন কিছুই তার অজান্তে ঘটে না৷ এ কথা নিয়েই আসছে এরুকুর প্রথম আয়াত টি;-

৬১/وَمَا تَكُونُ فِي شَأْنٍ وَمَا تَتْلُو مِنْهُ مِن قُرْآنٍ وَلاَ تَعْمَلُونَ مِنْ عَمَلٍ إِلاَّ كُنَّا عَلَيْكُمْ شُهُودًا إِذْ تُفِيضُونَ فِيهِ وَمَا يَعْزُبُ عَن رَّبِّكَ مِن مِّثْقَالِ ذَرَّةٍ فِي الأَرْضِ وَلاَ فِي السَّمَاء وَلاَ أَصْغَرَ مِن ذَلِكَ وَلا أَكْبَرَ إِلاَّ فِي كِتَابٍ مُّبِينٍ

অর্থ;-আর তুমি যে অবস্থাই থাক, আর আপনি যা কিছু তা থেকে (কোরআন) তেলাওয়াত করেন, আর তোমরা যে আমলই কর, অবশ্যই আমি সাক্ষী হয়ে থাকি, যখন তোমরা তাতে আত্মনিয়োগ কর৷ আসমান ও জমীনের অনু পরিমানও তোমার রবের থেকে গোপন থাকে না৷ এবং এর চাইতে ছোট বা বড় কিছু নেই যা স্পষ্ঠ কিতাবে নেই৷



# যা কিছু ঘটে, যে কাজই বান্দা করে, রসুল সঃ কোরআনের আয়াত যাই মানুষকে পড়ে শোনান, এ সবের নীরব সাক্ষী আল্লাহ তায়ালা৷ কোন কিছুই তার অজান্তে ঘটার সম্ভাবনা নেই৷ আর অতি তুচ্ছাতি তুচ্ছ হতে অতি বৃহত সকল জিনিষের বর্ণনা বা খবর এ কোরআনে আছে৷ মুশরীকরা সাহাবীদের বলত, কোরআন একটি তুচ্ছ কিতাব, কারণ এতে পিপড়া মাকড়সার মত তুচ্ছ জিনিষের বর্ণনা আছে৷ শুনে রসুল সঃ সাহাবীদের বলতে শিখিয়ে দিতেন, নবী এস্তেঞ্জা করার শিক্ষাও এ থেকে দিয়ে থাকেন৷

৬২/أَلا إِنَّ أَوْلِيَاء اللّهِ لاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ

অর্থ;-মনে রেখো, যারা আল্লাহর ওলী, তাদের জন্য কোন ভয় ভীতি নেই, তারা দুঃখীতও হবেনা৷

# ওলী শব্দের অর্থ বন্ধু বা অভিভাবক করা হয়ে থাকে৷ এখানে বন্ধু বা আল্লাহর প্রীয় পাত্রকেই বোঝানো হয়েছে৷ এঁরা কোন বিশেষ সৃষ্টি নন৷ এঁরাও সাধারণ মুসলীম৷ প্রকৃত মুমিন হিসেবে তাকওয়া অবলম্বনের মাধ্যমেই এঁরা ক্রমশঃ উচ্চস্থানের মর্যাদায় ভুষীত হয়েছেন৷ সুখ দুঃখ জীবনে যাই আসুক এঁরা তাকে আল্লাহর অনুগ্রহ হিসেবেই গ্রহন করেন৷ সুরা মাঈদায় আমরা পড়ে এসেছি তারা ইমান আনে আর তাকওয়া করে সালাহীন স্তরে পৌঁছে৷ আরও তাকওয়া করে মহসীন স্তরে পৌঁছে যায়৷ তারা নামাজে এতই মনযোগী হয় যে, মনেকরে আল্লাহর সামনা সামনি দাঁড়িয়েছে, উভয়ে উভয়কে দেখতে পাচ্ছে৷ বিচারের দিন তাঁরা ভীত হবেননা বা কোন দুঃখ হতাশাও তাদের কাছে আসবে না৷ এঁরাই প্রকৃত সফল কাম৷ পরের আয়াতে এদের সংক্ষেপ সংজ্ঞা দেওয়া হয়েছে৷

৬৩/الَّذِينَ آمَنُواْ وَكَانُواْ يَتَّقُونَ

অর্থ;-যারা ইমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে৷



৬৪/لَهُمُ الْبُشْرَى فِي الْحَياةِ الدُّنْيَا وَفِي الآخِرَةِ لاَ تَبْدِيلَ لِكَلِمَاتِ اللّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

অর্থ;-তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়ার জীবনে এবং আখেরাতেও৷ আল্লাহর বাণীর কোন হেরফের হয়না৷ এটাই মহা সাফল্য৷

# প্রকৃত মুমিনদের কথাই বা হয়েছে৷ আর প্রকৃত মুমিন কারা তা আমরা আগেই জেনে এসেছি৷ তাদের জন্য দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই রয়েছে সাফল্য৷ আর আল্লাহর বাণীর কোনই হেরফের হয়না৷

৬৫/وَلاَ يَحْزُنكَ قَوْلُهُمْ إِنَّ الْعِزَّةَ لِلّهِ جَمِيعًا هُوَ السَّمِيعُ الْعَلِيمُ

অর্থ;-আর আপনাকে যেন তাদের কথা দুঃখ না দেয়৷ নিশ্চয়ই সমস্ত শক্তি আল্লাহর৷ তিনি সব শোনেন সব জানেন৷

৬৬/أَلا إِنَّ لِلّهِ مَن فِي السَّمَاوَات وَمَن فِي الأَرْضِ وَمَا يَتَّبِعُ الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللّهِ شُرَكَاء إِن يَتَّبِعُونَ إِلاَّ الظَّنَّ وَإِنْ هُمْ إِلاَّ يَخْرُصُونَ

অর্থ;-জেনে রেখো, যা কিছু পৃথিবীতে আছে আর যা কিছু আকাশে আছে সবই আল্লাহর৷ আর যারা আল্লাহকে ছেড়ে অন্য কিছুর উপাসনা করে, তারা কল্পনার পিছনে পড়ে রয়েছে৷ তারা আজগুবী কথা ছাড়া কিছুই বলে না৷



৬৭/هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِتَسْكُنُواْ فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ فِي ذَلِكَ لآيَاتٍ لِّقَوْمٍ يَسْمَعُونَ

অর্থ;-তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন, যেন তোমরা তাতে বিশ্রাম কর৷ এবং দিন সৃষ্টি করেছেন দেখার জন্য৷৷ নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা শ্রবন করে৷

# আল্লাহ তায়ালা মানুষের বিশ্রামের জন্য সৃষ্টি করেছেন৷ আর সেই সঙ্গে দিনকে আলোকময় করেছেন, যাতে সব কিছু দৃশ্যমান হয়, মানুষ সহজে বিচরণ করে তার জীবিকা অর্জন সহ সকল কাজ সহজে সমাধা করতে পারে৷ জ্ঞান পিপাসুদের জন্য এ সবের মধ্যে যথেষ্ট চিন্তার খোরাক রয়েছে৷

৬৮/قَالُواْ اتَّخَذَ اللّهُ وَلَدًا سُبْحَانَهُ هُوَ الْغَنِيُّ لَهُ مَا فِي السَّمَاوَات وَمَا فِي الأَرْضِ إِنْ عِندَكُم مِّن سُلْطَانٍ بِهَـذَا أَتقُولُونَ عَلَى اللّهِ مَا لاَ تَعْلَمُونَ

অর্থ;-তারা বলে, আল্লাহ সন্তান গ্রহন করেছেন৷ তিনি মহানপবিত্র, তিনি অমুখাপেক্ষী৷ যা কিছু রয়েছে আসমানে ও জমীনে সবই তার৷ এ দাবীর পক্ষে তোমাদের কোন সনদ নেই৷ তোমরা কি আল্লাহ সন্বন্ধে এমন কথা বলছ যা তোমরা জান না?



# দুনিয়ায় বংশ বজায়, অসময়ের সাহায্য কারী, বা জনবল বৃদ্ধির জন্যই সন্তানের প্রয়োজন হয়। আল্লাহ তালার কোন অবস্থাতেই এর কোনটিরই প্রয়োজন নেই৷ অতএব, আল্লাহর সন্তানের কোনই প্রয়োজন নেই৷ যারা এগুলো জানেনা বা মানেনা তারাই এমন কথা বলে থাকে৷ আমরা জানি, ইহুদীরা উজাইর আঃ কে আর খ্রীষ্টানরা ইশা আঃ কে আল্লাহর পুত্র বলে থাকে৷

৬৯/قُلْ إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللّهِ الْكَذِبَ لاَ يُفْلِحُونَ

অর্থ;-বলুন, নিশ্চয় যারা আল্লাহ সন্মন্ধে মিথ্যা উদ্ভাবন করে, তারা সফলকাম হয়না৷

৭০/مَتَاعٌ فِي الدُّنْيَا ثُمَّ إِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِيقُهُمُ الْعَذَابَ الشَّدِيدَ بِمَا كَانُواْ يَكْفُرُونَ

অর্থ;-দুনিয়ার আরাম আয়েশ ক্ষনিকের মাত্র৷ অতঃপর তাদের আমারই কাছে ফিরে আসতে হবে৷ তখন আমি তাদের কুফরীর কারণে কঠোর আজাব আস্বাদন করাবো৷



# যে যাই করুক, তাকে তার মেয়াদ শেষে মৃত্যুবরণ করতেই হবে আর হিসাব নিকাশ বুঝিয়ে দিতে ও নিতে আল্লাহর সামনে হাজির হতেই হবে৷ ভাল কাজের পুরষ্কার যেমন আছে, তেমনই আছে মন্দ কাজের শাস্তি৷

বিষয়: বিবিধ

১৯৭৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163017
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৩
আওণ রাহ'বার লিখেছেন : আল্লাহর ওলীরা সর্বহালাতেই সুখী । আলহামদুলিল্লাহ Good Luck Good Luck Happy
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
117519
শেখের পোলা লিখেছেন : পড়াও মন্তব্য করার জন্য ধন্যবাদ৷
163024
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:২২
শেষ বিকেলের লিখেছেন : তিনি **লের সত্তা।
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
117520
শেখের পোলা লিখেছেন : মেরা আঙনামে তুমহারা কিয়া কাম হ্যায়?
163060
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৫০
আলোকিত ভোর লিখেছেন : যাজাকাল্লাহ Praying
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
117521
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ৷ আবার আসবেন৷
163182
১৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৯
প্যারিস থেকে আমি লিখেছেন : অনেক ধন্যবাদ।
১৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
117524
শেখের পোলা লিখেছেন : প্যারিসী ভাই, ধন্যবাদ৷
163267
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৪
আওণ রাহ'বার লিখেছেন : এ ব্লগটি আমার হলে বেয়াদপ শয়তানের মন্তব্য ডিলিট করে ব্লক করে দিতাম।
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৬
117556
শেখের পোলা লিখেছেন : না ভাই,ওদের মানুষ করা আমাদেরই দায়ীত্ব৷ সহ্য করতে হবে৷ একদিন হয়তো বুঝবে৷ আপনাকে ধন্যবাদ৷
163303
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৬
আওণ রাহ'বার লিখেছেন : আচ্ছা অনুরোধ রইলো ইতিহাস থেকে দেখতে চাই একজন বেআদব হেদায়াত পেয়েছে। যদি দেখতে পাই তবে আমার দিল এতমিনান হবে আলহামদুলিল্লাহ । তবে এরকম মন্তব্য অবশ্যই ডিলেট করে দিবো আমি যদিও তা অন্য যে কোন ধর্মকে করা হোকনা কেন?
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৭
117880
শেখের পোলা লিখেছেন : ইতিহাস লাগবে না, হজরত ওমর আর হজরত হামজা রাঃ দের বিষয়টা মনে করুন৷ ইউসুফ এষ্টেস, আব্দুর রহীম গ্রীন, বিলাল ফিলিপ,টনি ব্লেয়ারের শালী, ব্রিটিশ সাংবাদিক আইভন রিডলি, এরা এখনও জীবিত৷ এরাও ইসলামের বিরোধিতাই করতেন৷
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০২
117885
আওণ রাহ'বার লিখেছেন : হুমমমম বিরোধিতা হবে আর বিরোধিরা হেদায়াত পায় কিন্তু বেয়াদবরা হেদায়াত পাওয়া সত্বেও হেদায়াত থেকে বঞ্চিত হয়।
বেআদব আল্লাহর রহমত হতে সবসময়ই বঞ্চিত।
ধন্যবাদGood Luck Good Luck
163316
১৬ জানুয়ারি ২০১৪ রাত ১০:১১
আলোর আভা লিখেছেন : যে যাই করুক, তাকে তার মেয়াদ শেষে মৃত্যুবরণ করতেই হবে আর হিসাব নিকাশ বুঝিয়ে দিতে ও নিতে আল্লাহর সামনে হাজির হতেই হবে৷ ভাল কাজের পুরষ্কার যেমন আছে, তেমনই আছে মন্দ কাজের শাস্তি৷
হে আল্লাহ আমাদের বেশী বেশী ভাল কাজ করার ও মন্দ কাজ থেকে বিরত থাকার তৌফিক দিন ।আমীন ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৯
117882
শেখের পোলা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ৷ দোওয়া করবেন৷ আবার আসবেন৷
164472
১৯ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
ধ্রুব নীল লিখেছেন : # যে যাই করুক, তাকে তার মেয়াদ শেষে মৃত্যুবরণ করতেই হবে আর হিসাব নিকাশ বুঝিয়ে দিতে ও নিতে আল্লাহর সামনে হাজির হতেই হবে৷ ভাল কাজের পুরষ্কার যেমন আছে, তেমনই আছে মন্দ কাজের শাস্তি৷
কত বাস্তব কথা!
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০২
118715
শেখের পোলা লিখেছেন : অবশ্যই! কিন্তু দুঃখের বিষয় আমরা জেনেও এড়িয়ে চলার চেষ্টা করি৷
164506
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫০
118768
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File