জানাজা৷

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৮ ডিসেম্বর, ২০১৩, ১০:৩৬:৩৯ সকাল

‘জানাজা’

একি বিষ্ময়! শত নয় হাজারে হাজার,

জানাজায় খাড়া হল কাতারে কাতার৷

স্বদেশ বিদেশ আজ হল একাকার৷

জানাজা হল যার তিনি নাকি রাজাকার৷

চরাচরে আছে কে বলে দেবে মোরে,

সেচ্ছায় এল নাকি নিয়ে এল ধরে৷

অপরাধী হয় যদি কেন তবে বে কারার৷

জানাজা হল যার তিনি নাকি রাজাকার!

রাজাকার পায় যদি ভালবাসা এত,

হতে চাই রাজাকার ঠিক তারই মত৷

লঙ্ঘিতে চাই আমি এই পারাবার৷

জানাজা হল যার তিনি নাকি রাজাকার!

ঝরে মোর আঁখীলোর অঝর ধারায়,

শোকের মাতম ওঠে সারা দুনিয়ায়৷

ক জন এমন আছে দুনিয়া মাঝার৷

জানাজা হল যার তিনি নাকি রাজাকার৷

এমন ভাগ্য যদি পেতে চাও ভবে,

আর নয় কাল ক্ষয় নেমে এস তবে৷

সঁপে দাও নিজেরে রাহে আল্লার,

তোমার জানাজা হবে এমন আবার৷

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File