" ভেজাল"

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৪ নভেম্বর, ২০১৩, ০৮:৪৫:০২ রাত



ভেজাল নিয়ে প্যাচাল পাড়া

চলছে দিনে রাতে,

তবুও ভেজাল ভয় পায়না,

রয়েছে সবার সাথে৷

মন্ত্রী বলে ভেজাল হঠাও,

দোকান দারেও বলে,

তবুও ভেজাল চলছে দেদার,

তাদের ছাতার তলে৷

ভেজাল আছে মন্ত্রী সভায়’

ভেজাল আন্দোলনে,

ভেজাল আছে আদালতেও

ভেজাল আছে মনে৷

চালের সাথে কাঁকর ভেজাল,

দুধের সাথে পানি৷

কার অনুপাত কতটুকু,

আমরা কি তা জানি!

কীট নাশকে ভেজাল হল,

মরেনা আর পোকা,

ভেজাল ওসুধ খাচ্ছে রোগী,

ডাক্তারে হয় বোকা৷

ভেজাল আছে ফেন্সীডিলে,

ভেজাল হীরোইনে,

ভেজাল মানুষ আসল ভেবে,

ভেজাল টাকায় কেনে৷

ফলে ভেজাল, দলে ভেজাল,

সনদ ভেজাল হল৷

জ্ঞান গরিমায় ভেজাল হল,

উপায় কি আর বল!

ভেজাল মোদের চাওয়া পাওয়া,

ভেজাল মোদের আশা,

ভেজাল মোদের মন মননে,

ভেজাল মুখের ভাষা৷

ভেজাল চেনার যন্ত্রে ভেজাল,

ভেজাল কারিগর,

ভেজালেরা হাতছানি দেয়-

পারলে আমায় ধর৷

বিষয়: বিবিধ

১৭৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File