মাদবর সাব৷
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৮ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:০৬:১৬ সকাল
উনি মোদের মাদবর সাব, এই গেরামের মাথা৷
সঙ্গে কারা হাঁটছে জিগান! উঁচিয়ে ধরে ছাতা!
ওরা হলেন চামচা উনার, ছায়ার মত ঘোরে,
উনার কথায় বাঁচে ওরা, উনার কথায় মরে
মাদবর সাব মানুষ ভাল, বর্ণটা যা একটু কাল!
মাথার মাঝে চর জেগেছে, ঠিকরে পড়ে চাঁদের আলো৷
বয়সও নয় তেমন কিছু, তিনকুড়ি কি বয়স হল!
গাঁয়ের সবার খবর রাখেন, কার মেয়েটা ডাঙর হল৷
কোন পুকুরে মাছ বাড়ে বেশ, কোন জমিতে ফলন বেশী,
কার ভিটেতে চরবে ঘুঘূ, কার কোমরে পড়বে রশী৷
দিনে দিনে বাড়ছে জমি, বাগান পুকুর, সোনা টাকা,
অন্দরে তার বাড়ছে মানুষ, অন্যের ঘর হচ্ছে ফাঁকা৷
সালিশ বিচার করেন ভালই, তাল গাছটা তারই থাকে৷
অন্যথা তার করবে কেবা, এমন সাহস কেবা রাখে!
চামচারা তার সদাই সজাগ, তাকিয়ে থাকে মুখের পানে,
ধরে আনার হুকুম হলে বেঁধেই তারা তারে আনে৷
হাত নাকি তার লম্বা অনেক, সবার আছে জানা,
তার বিষয়ে কথা বলা তাইতো মোদের মানা৷
বিষয়: বিবিধ
১৪৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন