"হে ইমানদারগন, তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও"৷
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৯ আগস্ট, ২০১৩, ১১:২২:৩৩ রাত
(উর্দূ বয়ানুল কোরআনের ধারাবাহিক বাংলা অনুবাদ, পূর্ব প্রকাশিতের পর)
আত তাওবাহ রুকু;-১৫ আয়াত;-১১৯-১২২
১১৯/ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَكُونُواْ مَعَ الصَّادِقِينَ
অর্থাৎ;-হে ইমানদারগন, তোমরা আল্লাহকে ভয় কর, এবং সত্যবদীদের সাথী হয়ে যাও৷
# এ আয়াতটি মোনাফেকদের উদ্দেশ্য করেই বা হয়েছে৷ আইনতঃ তারাও মুমিন তবে সত্যবাদী নয়৷ মোনাফেকদের তিনটি বিশেষ গুনের মধ্যে এটি একটি, মিথ্যা কথা বলা৷ অপর দিকে মুমিনরা কখনও মিথ্যা বলেনা৷ তাই মোনাফেকদের মুমিনদের মত হয়েই তাদের সাথে একতাবদ্ধ হয়ে থাকার আদেশ হচ্ছে৷
১২০/ مَا كَانَ لِأَهْلِ الْمَدِينَةِ وَمَنْ حَوْلَهُم مِّنَ الأَعْرَابِ أَن يَتَخَلَّفُواْ عَن رَّسُولِ اللّهِ وَلاَ يَرْغَبُواْ بِأَنفُسِهِمْ عَن نَّفْسِهِ ذَلِكَ بِأَنَّهُمْ لاَ يُصِيبُهُمْ ظَمَأٌ وَلاَ نَصَبٌ وَلاَ مَخْمَصَةٌ فِي سَبِيلِ اللّهِ وَلاَ يَطَؤُونَ مَوْطِئًا يَغِيظُ الْكُفَّارَ وَلاَ يَنَالُونَ مِنْ عَدُوٍّ نَّيْلاً إِلاَّ كُتِبَ لَهُم بِهِ عَمَلٌ صَالِحٌ إِنَّ اللّهَ لاَ يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ
অর্থাৎ;-মদীনাবাসী ও তাদের পার্শ্ববর্তী মরুবাসীদের পক্ষে সমীচীন নয় আল্লাহর রসুলের সঙ্গ ত্যাগ করে পেছনে থেকে যাওয়া এবং রসুলের জীবনের চেয়ে নিজেদের জীবনকে প্রীয় মনে করা, এ কারণে যে, আল্লাহর পথে তাদের পিপাসা, ক্লান্তি, ক্ষুধা-ক্লিষ্ট করেনা,এবং তাদের পদক্ষেপ এমন নয় যা কাফেরদের ক্রোধের উদ্রেক করে, আর না শত্রুর থেকে তারা কিছু প্রাপ্ত হয়৷ বরং প্রতিটির বিনিময়ে তাদের জন্য একটি নেক আমল লিখিত হয়৷ নিশ্চয় আল্লাহ নেককারদের শ্রমফল বিনষ্ট করেন না৷
# মোনাফেকদের জন্য এটি আর একটি উপদেশ৷ বলা হয়েছে, নবীর জীবন অপেক্ষা নিজের জীবনকে মূল্যবান মনে করে, নবীর কোন অভিযানে শরীক না হয়ে পিছনে থেকে যাওয়া তাদের উচিৎ নয়৷ (এ সুরার ২৪ নং আয়াতে আমরা পড়ে এসেছি, নবীর জীবনের তুলনায় নিজের জীবন মূল্যবান কোন মুমিন তা মনে করবে না৷)
নবী সঃ ও তাঁর সঙ্গীরা সে অভিযানে ক্ষুধা পিপাসা ও ক্লান্তিতে কষ্ট পেলেও তা তারা আমলে আনেন না৷ পথে কাফেরদের মালামাল পাওয়ার লোভও করেন না৷ কারণ, এ সমস্ত কাজের জন্য তাদের আমল নামায় অনেক নেকী লিখে দেওয়া হয়, যা মুমিনের একান্ত কাম্য৷ নবীর সঙ্গ দেওয়া, তার কাজে অংশ নেওয়া অবশ্যই ভাল কাজ, আর ভাল কাজের মূল্য অবশ্যই আল্লাহ দিয়ে থাকেন৷
১২১/ وَلاَ يُنفِقُونَ نَفَقَةً صَغِيرَةً وَلاَ كَبِيرَةً وَلاَ يَقْطَعُونَ وَادِيًا إِلاَّ كُتِبَ لَهُمْ لِيَجْزِيَهُمُ اللّهُ أَحْسَنَ مَا كَانُواْ يَعْمَلُونَ
অর্থাৎ;-আর তারা যা কিছু ব্যয় করে, ছোট অথবা বড় এবং যত প্রান্তরই তারা অতিক্রম করে, তা শুধুই তাদের কৃতকর্মের উত্তম পুষ্কার রূপে লেখা হয়৷
১২২/ وَمَا كَانَ الْمُؤْمِنُونَ لِيَنفِرُواْ كَآفَّةً فَلَوْلاَ نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآئِفَةٌ لِّيَتَفَقَّهُواْ فِي الدِّينِ وَلِيُنذِرُواْ قَوْمَهُمْ إِذَا رَجَعُواْ إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ
অর্থাৎ;-আর মুমিনদের সকলে এক সাথে বেরিয়ে পড়া উচিৎ নয়৷ কেন তারা তাদের মধ্য হতে একাংশ আসে না দ্বীনের জ্ঞান অর্জন করতে, যাতে তারা ফিরে গিয়ে তাদের কওমকে সাবধানতার জন্য সতর্ক করতে পারে৷
# এখানে মরুবাসী বেদুইন মুমিনদের নবী সঃ এর কাছে এসে ইসলাম শিক্ষার ব্যাপারে বলা হয়েছে৷ ৯৭ আয়াতে আমরা বেদুইনদের কঠোর মনোভাবের কথা জেনে এসেছি৷ তারা মরুবাসী যাযাবর, তাদের জীবন জীবিকার নিয়ম নীতি অন্য রকম হতেই পারে৷ প্রকৃতির সাথে টিকে থাকতেই তাদের কঠোর স্বভাব হয়েছে৷ তাদের ইসলামের ব্যাপারে শিক্ষা নিতে হলে মদীনায় এসেই তা করতে হত। কিন্তু সব বেদুইন এক সাথে মদীনায় চলে এলে তা মদীনার জন্য ঝুকী হয়ে যায়, তাই আল্লাহ বললেন, প্রত্যেক গোত্রের কিছু লোক এসে শিক্ষা নিক ও ফিরে গিয়ে নিজ কওমে তা প্রচার করুক৷ পর্যায়ক্রমে এ ব্যবস্থা চললে সবাই শিক্ষা নিতে পারবে আর এক সাথে আসার ঝামেলাও থাকল না৷
বিষয়: বিবিধ
১৬০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন