"ঈদ এল"
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৭ আগস্ট, ২০১৩, ০৯:৩১:৩৬ রাত
ঈদ এল রে শহরে আর
বন্দরে ঈদ এল,
বস্তি বাসীর সামনে দিয়ে
হন হনিয়ে গেল৷
ঈদ এল রে কশাই খানায়
ঈদ এল রে মলে৷
দীন মজুরের চোখের পানি
গল গলিয়ে গলে৷
ঈদ এলো রে ইশ্টিশানে
ঈদ এল লঞ্চ ঘাটে৷
ঈদের খোঁজে পথের শিশু
আবর্জনা ঘাঁটে৷
ঈদ এল রে মিয়া বাড়ি৷
ঈদ এল উদ্যানে,
ক্ষুধায় কাতর বুড়া মিয়া
পথে রিক্সা টানে৷
ঈদ এল রে রাজবাড়িতে,
ঈদ এল ময়দানে৷
ঈদের খুশী নিতে সবাই
চলছে সেদিক পানে৷
ঈদের খুশী নিতে শিশু
হাত পেতেছে পথে৷
উদোম শরীর জীর্ন দেহ,
মাছি বসে ক্ষতে৷
দামী গাড়ি উড়িয়ে ধূলা,
মুচকি হেঁসে যায়৷
অবোধ শিশু অবাক হয়ে,
সেদিক পানে চায়৷
ছিন্ন পোষাক রিক্সা চালক,
রিক্সা রেখে এল৷
আপন ভেবে তাহার হাতে,
কয়টি টাকা দিল৷
ঈদের খুশী ভরল যেন
পথ শিশুর মন৷
গরীবেরে গরীব চেনে,
জানে আপন জন৷
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন