"মোনাফেক নর ও নারী একে অপরের ন্যায়, তারা মন্দকাজে নির্দেশ দেয় এবং ভাল কাজে নিষেধ করে৷"

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৬ জুন, ২০১৩, ০৭:১০:০১ সন্ধ্যা

(উর্দু ডি ভি ডি, 'বয়ানুল কোর আনে'র ধারা বাহিক বাংলা অনুবাদ৷)

আত তাওবাহ, রুকু;-৯ আয়াত;-৬৭-৭২

৬৭/ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ بَعْضُهُم مِّن بَعْضٍ يَأْمُرُونَ بِالْمُنكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوفِ وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ نَسُواْ اللّهَ فَنَسِيَهُمْ إِنَّ الْمُنَافِقِينَ هُمُ الْفَاسِقُونَ

অর্থাৎ;-মোনাফেক নর ও নারী একে অপরের ন্যায়৷ তারা মন্দ কাজের নির্দেশ দেয় এবং ভাল কাজ হতে বারণ করে৷ তারা নিজেদের হাত বন্ধ রাখে৷ তারা আল্লাহকে ভূলে গেছে৷ তাই তিনিও তাদের ভূলে গেছেন৷ নিঃসন্দেহে মোনাফেকরাই না ফরমান৷



মুমিনদের কর্তব্য হল ভাল কাজের আদেশ দেওয়া ও মন্দ কাজে নিষেধ করা৷ কিন্তু মোনাফেকদের চরিত্র তার বিপরিত৷ মুমিনরা তাদের সম্পদ দান খয়রাতেও ব্যবহার করে আর মোনাফেকর করে কুক্ষিগত, পরন্তু অন্যকেও নিরুৎসাহিত করে৷ অতএব বলা যায়, তারা আল্লাহকে ভূলে গেছে আর তাই আল্লাহও তাদের ভূলে গেছেন৷ আর এ কারণেই বর্তমান দুনিয়ার মুমিন নাম ধারীদের ডাক আল্লাহর পর্যন্ত পৌঁছে না৷

৬৮/ وَعَدَ الله الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْكُفَّارَ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا هِيَ حَسْبُهُمْ وَلَعَنَهُمُ اللّهُ وَلَهُمْ عَذَابٌ مُّقِيمٌ

অর্থাৎ;-আল্লাহ ওয়াদা করেছেন, মোনাফেক নর ও মোনাফেক নারী এবং কাফেরদের জন্য দোজখের আগুনের৷ সেখানে তারা অনন্তকাল থাকবে৷ সেটাই তাদের জন্য যথেষ্ট৷ আর আল্লাহ তাদের প্রতি অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী আজাব৷



৬৯/ كَالَّذِينَ مِن قَبْلِكُمْ كَانُواْ أَشَدَّ مِنكُمْ قُوَّةً وَأَكْثَرَ أَمْوَالاً وَأَوْلاَدًا فَاسْتَمْتَعُواْ بِخَلاقِهِمْ فَاسْتَمْتَعْتُم بِخَلاَقِكُمْ كَمَا اسْتَمْتَعَ الَّذِينَ مِن قَبْلِكُمْ بِخَلاَقِهِمْ وَخُضْتُمْ كَالَّذِي خَاضُواْ أُوْلَـئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الُّدنْيَا وَالآخِرَةِ وَأُوْلَئِكَ هُمُ الْخَاسِرُونَ

অর্থাৎ;-তোমাদের অবস্থা তাদের ন্যায়, যারা তোমাদের পূর্বে গত হয়েছে, যারা শক্তিতে তোমাদের চেয়ে প্রবল ছিল, এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিও ছিল তাদের বেশী৷ অতঃপর তারা ভোগ করেছে যা ছিল তাদের ভাগে, এবং তোমাদের ভাগে যা তা তোমরা ভোগ কর, যেমন তোমাদের পূর্বর্তীরা ভোগ করেছে তাদের ভাগ৷ তারা যেমন বেহুদা আলাপে মগ্ন ছিল, তোমরাও তেমন মগ্ন রয়েছ৷ তারাই যাদের আমল সমুহ দুনিয়া ও আখেরাতে বিনষ্ট হয়ে গেছে এবং তারাই ক্ষতিগ্রস্থ৷



৭০/ أَلَمْ يَأْتِهِمْ نَبَأُ الَّذِينَ مِن قَبْلِهِمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَقَوْمِ إِبْرَاهِيمَ وِأَصْحَابِ مَدْيَنَ وَالْمُؤْتَفِكَاتِ أَتَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ فَمَا كَانَ اللّهُ لِيَظْلِمَهُمْ وَلَـكِن كَانُواْ أَنفُسَهُمْ يَظْلِمُونَ

অর্থাৎ;-তাদের কাছে কি পৌঁছেনি সে লোকদের সংবাদ, যারা তাদের পূর্বে গত হয়েছে? নূহের কওম ও আদের, সামুদের কওম ও ইব্রাহীমের, এবং মাদিয়ামবাসীদের? এবং যাদের উল্টে দেওয়া হয়েছিল? তাদের কাছে এসেছিলেন তাদের নবী স্পষ্ট নিদর্শন নিয়ে৷ বস্তুতঃ আল্লাহ এমন নন যে তাদের উপর জুলুম করতেন, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করত৷

আল্লাহ মোনাফেকদের পুরানো ঐ সব অবাধ্য কওমের কথা মনে করিয়ে দিচ্ছেন যার নিজেদের দোষে নিজেরাই তাদের ধ্বংস ডেকে এনেছে৷ ইতি মধ্যে তাদের কথা এদের কাছে বর্ণনা করা হয়ে গেছে৷ তারা হল; নূহ আঃ এর অবাধ্য কওম, আদ জাতী, সামুদ জাতী, মাদিয়ানের অবাধ্য সম্পদায়, হজরত লূতও হজরত সালেহ আঃ এর অবাধ্য কওম, যাদের জনপদ উল্টে দেওয়া হয়েছিল৷ তারা ধনে জনে ছিল এদের অপেক্ষা অনেক প্রবল৷

এটি পবিত্র কোরআনের এক মাত্র আয়াত যেখানে হজরত ইব্রাহীম আঃ এর অবাধ্য কওমের শাস্তির ইঙ্গীত দেওয়া হয়েছে৷ এছাড়া আর কোথাও এ কথা বিস্তারিত নাই৷ আল্লাহ এ সব অবাধ্য কওমের পরিনতির কথা মনে করিয়ে বলছেন, তারা তাদের সুখ ও দুখের নির্দিষ্ট ভাগ যেমন ভোগ করেছে, তোমরাও তা করে নাও৷ তারা যেমন নবীদের ঠাট্টা মশকরা করত, উপহাস করত, তোমরাও তাই করে চলেছ৷ তাদের যেমন সব আমল বাজেয়াপ্প হয়েছে, তোমাদের টাও তাই করা হবে৷ ওদের উপর যেমন জুলুম করা হয়নি তেমনই তোমাদের উপরও জুলুম করা হবে না৷ যা হবে তা তোমাদের কর্মফল৷

৭১/ وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاء بَعْضٍ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَيُقِيمُونَ الصَّلاَةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللّهَ وَرَسُولَهُ أُوْلَـئِكَ سَيَرْحَمُهُمُ اللّهُ إِنَّ اللّهَ عَزِيزٌ حَكِيمٌ

অর্থাৎ;-মুমিন নর ও মুমিন নারী একে অপরের সহায়ক৷ তারা ভাল কাজের নির্দেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, তারা নামাজ কায়েম করে, জাকাত আদায় করে, এবং আনুগত্য করে আল্লাহ ও তার রসুলের৷ এদের উপর আল্লাহ রহমত বর্ষন করবেন৷ নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, সু কৌশলী৷

৭২/ وَعَدَ اللّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ وَرِضْوَانٌ مِّنَ اللّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

অর্থাৎ;-আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন মুমিন নর ও মুমিন নারীকে জান্নাতের; যার তলদেশে নহর সমুহ প্রবাহিত হয়৷ সেথায় তারা অনন্তকাল থাকবে৷ এ সব কানন-কুঞ্জে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর৷ সব চেয়ে বড় পাওয়া হল, আল্লাহর সন্তুষ্টি৷ এটাই মহা সাফল্য৷

মুমিন নর নারী পরষ্পরের সহায়ক৷ তাদের জন্য রয়েছে বেহেশ্তের বাগান, যার নীচে প্রস্রবন আছে, আছে পরিচ্ছন্ন বাসস্থান৷ এছাড়াও আছে সব চাইতে বড় পাওয়া যা, তাহল আল্লাহর সন্তষ্টি৷ এটাই বড় সাফল্য৷ সেখানে তারা এমতাবস্থা অনন্তকাল থাকবে।

বিষয়: বিবিধ

১৯৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File