ইমানের ডাক
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১২ জুন, ২০১৩, ০৯:১৩:১৫ সকাল
ইমানেরই দাবী এটা,
বেইমানেরা বুঝবে কি?
ফাঁসীর রশী ওরা দেখে,
আমরা খোদার কারসাজী৷
কোরান যাদের পথের দিশা
নবীর আদেশ সংগে যার,
শয়তানে সে ভয় করেনা,
মৃত্যুতে নেই শংকা তার।
দিন দুপুরে দিচ্ছে নাড়া,
নমরূদের ঐ আসতানা৷
ফেরাউনের তখতে তাউস,
এবার বুঝি টিকল না৷
ইবলীশেরই ছানা পোনা
হুশিয়ার আর খবরদার,
ষোলআনা পুরতে তোদের,
বেশী বাকী নেইতো আর৷
লাফ ঝাঁপ যা করার আছে,
শেষ করে নে, জলদি কর৷
আজ্রাইলে দেখলে জিগাস,
কেমন আছে, কি খবর৷
মোমের বাতি নিভবে দেখিস,
মশালও তোর জ্বলবেনা৷
পটকা বোমা, রামদাবাজী,
তার সামনে চলবেনা৷
তাইতো বলি আয় বাবারা,
তওবা পড়ে কলমা পড়,
যার বাতাসে ফেঁপড়া ফোলাস,
তার আলোতেই জীবন গড়৷
==================
বিষয়: বিবিধ
১৫২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন