সড়ক দূর্ঘটনা নাকি হত্যা?

লিখেছেন লিখেছেন রক্তলাল ১২ মে, ২০১৬, ০৩:৩৬:০০ রাত

ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর কি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন? নাকি ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে?

বিষয়: বিবিধ

১৩৬৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368789
১২ মে ২০১৬ রাত ০৩:৪০
রক্তলাল লিখেছেন : আইন উদ্দিন আল আজাদকেও কি সমানভাবে সড়ক দুর্ঘটনার নামে হত্যা করা হয়েছে?
১২ মে ২০১৬ সকাল ০৫:৩২
306084
আল মাসুদ লিখেছেন : http://www.bd2day.net/blog/blogdetail/detail/3729/almasud/76679#.VzPAz_l97IU
368796
১২ মে ২০১৬ সকাল ০৬:১৫
বেদনা মধুর লিখেছেন : সন্দেহ করার কারণগুলো পরিস্কার করে বললে ভাল হয়।
১২ মে ২০১৬ সকাল ০৬:৫২
306090
আল মাসুদ লিখেছেন : http://www.bd2day.net/blog/blogdetail/detail/3729/almasud/76679#.VzPTWPl97IV
368798
১২ মে ২০১৬ সকাল ০৭:০৭
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম,

হলে ই বা কি,
এমন লোক চলে গেলে , দেশের কোন ক্ষতি হবে নাকি !!!

কারো কোন মাথা ব্যাথা ই নাই, দেখেছেন কি উনাকে নিয়ে, কোন চ্যানেল বিশেষ কোন আয়োজন করতে,
অথচ আজ কোন নাস্তিক মারা গেলে, টিভির মুখ দিয়ে ফেনা বেড়িয়ে যেত, কেন কেন করতে করতে।।
368802
১২ মে ২০১৬ সকাল ০৮:২০
হতভাগা লিখেছেন : মৃত্যু যে কোন মুহূর্তেই যে কারও হতে পারে , সেটা যেভাবেই হোক।

তবে উনারা তেমন কোন হোমরা চোমড়া নন বলে কোন হাউ কাউ এদের পক্ষে কেউ করবে না । তারেক মাসুদ-মিশুক মুনিরের মত ফিল্ম লাইনের লোক মারা যাবার পরেও কোন গতি করা যায় নি এদের। উল্টো ড্রাইভারকে গ্রেফতার করায় দক্ষিনপশ্চিমের ট্রাকমালিক-চালক-শ্রমিকেরা কাব যাব শুরু করে দিয়েছিল । ফলে সেটাকে হত্যা মামলার কালার দেওয়া যায় নি । দূর্ঘটনা হিসেবেই গিলে নিতে হয়েছে।

নিরাপদ সড়ক আন্দোলনের নেতা চিত্রনায়ক ইলিয়াস কান্চনের বিরুদ্ধে জুতা মিছিল করেছিল মন্ত্রী শাহজাহানের সাগরেদরা। মন্ত্রীর মতে গরু ছাগল চিনলেই নাকি লাইসেন্স পাবার যোগ্যতা চলে আসে।

হালের ক্রেজ তারানা আপাও তখন আরেকটি এরকম দুর্ঘটনা ঘটলে পদত্যাগ নাকি কি করবেন এরকম ফাঁপড় চালিয়েছিলেন।

অশিক্ষিত , বেপরোয়া চালক(হেলপার) এই কৃতিত্বকে(!) খাটো করে দেখলে সমস্যা আছে । এরা পরিবহন ধর্মঘট করে বসবে । কারণ রাজনৈতিক দলের বড় বড় মাঝারি টাইপের নেতা ও অস্থির সব ক্যাডাররা এই মটর লাইনেই অপারেট করে। এরা দলের জন্য যেরকম খাটে তাতে এদের করা এসব ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখেন আমাদের প্রশাসন যারা চালান উনারা ।

বিশাল বিশাল মাপের নেতারা হয় প্লেনে চলাচল করেন বা হেব্বি প্রটোকল নিয়ে চলেন । উনাদেরকে এরকম কাহিনীর মধ্যে আসতে হয় না।
368817
১২ মে ২০১৬ সকাল ১১:৫২
প্রেসিডেন্ট লিখেছেন : বিষয়টি সত্যিই সন্দেহজনক। র আর মোসাদ এর হাত থাকতে পারে।
368891
১২ মে ২০১৬ রাত ০৮:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এক্সিডেন্ট এর যে ছবি দেখলাম তাতে সন্দেহই সত্যি বলে মনে হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File