হাসিনার অর্জন - নিকৃষ্ট ১০ এর নিকৃষ্টতম স্থানে!
লিখেছেন লিখেছেন রক্তলাল ০৫ ডিসেম্বর, ২০১৫, ১১:৫৩:৩০ সকাল
হাসিনার একটি বড় অর্জনের কথা অনেকেই জানেন না। শেষের লিঙ্কটা দেখলেই বুঝবেন। পৃথিবীর সেরা ১০ জনের একজন, কিন্তু কিসে তা ঐ লিঙ্কে ঢু মারলেই ব্যাপারটা পরিস্কার হবে।
কুয়োতে নিজের চেহারা দেখে এত প্রেমে পড়েছিল নিজের - যার কারণে গ্রীক মিথোলোজির নারসিসাস বা নারকিসাস কুয়োতে ডুবেই মারা গিয়েছিল।
কিছু মানুষ নিজেকে এত বেশী শক্তিশালী মনে করে, যে ন্যায় অন্যায় বিচার আচার সব ভূলে যায়।
তার পৃথিবীটা শুধু তার নিজের ফানুসের জগতে পরিণত হয়।
বাকি সব কিছুই তার কাছে পেরিফেরালস বা পারিপার্শ্বিক যেসবের কোনই মূল্য নেই।
সবকিছু যেন তরা জন্যই তৈরী।
এরকম করেই মেডুসা আনাকন্ডা সম স্বৈরাচার নামের ভূত পিশাচ রাক্ষস তৈরী হয়।
আমাদের দেশের হাসিনা ঠিক তেমন এক রক্তপিপাসু রাক্ষসের নাম।
যার জন্য আজ সে নিকৃষ্ট ১০ জন খুনী স্বৈরাচারের তালিকায়। অনেকে বলবেন এটাত বাংলাদেশের বিরোধী লোকের ভোটে হয়েছে।
কিন্তু ব্যাপারটা একটু ভেবে দেখুন - নিজ দেশের মানুষ হিটলার, স্টালিনের চেয়েও নিকৃষ্ট হিসাবে ভোট দেয়। এটাতে হাসিনার কোনো কুকর্মই কি দায়ী নয়?
http://www.thetoptens.com/worst-dictators/
বিষয়: বিবিধ
১৪০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নোবেলপ্রাপ্তির সমূহ সম্ভাবনা!!
মন্তব্য করতে লগইন করুন