ফ্রান্সের ভিত্তিতে হামলা - মুসলিমবিরোধীরা কি চায়!
লিখেছেন লিখেছেন রক্তলাল ১৪ নভেম্বর, ২০১৫, ০৭:১৫:২০ সন্ধ্যা
কোনো মুসলমান ফ্রান্সে হামলা করে নি! কারণ সুস্পষ্ট!
যতটা এটাক হয়েছে এর কোনোটা কোনো ইসারায়েলি কে টার্গেট করা হয়নি। কিন্তু সত্যি যদি কোনো মুসলিম গোষ্ঠী এসব হামলা করত নিশ্চয়ই ইসরায়েলি টার্গেট থাকত কারণ ওরাই প্যালেনস্টাইনিদের ম্যাস কিলিং করছে।
এভাবে চারিদিকে ত্রাস করে কোনো মুসলমানের কোনই লাভ নেই। এটা শুধু মুসলমান না যেকোনো মানুষই বুঝবে।
ফ্রান্স ইউরোপে সবচেয়ে বেশী মুসলিম ধারণ করে। একই সাথে পুরো ইউরোপের হয়ত সবচেয়ে প্রভাবশালী দেশ এ'টি।
মুসলমানবিদ্বেষী হায়েনারা মুসলমানদের রাস্তা বন্ধ করতেই এমন করছে।
যে ইসরায়েল ২০০০ শিশু হত্যা , তাদের স্কুল, হাসপাতাল বোমা মেরে উড়িয়ে দিতে পারে - সেই ইসরায়েলির কাছে ১৬০ জন মানুষ হত্যা কোনো ব্যাপারই না।
শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন প্লিজ।
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেখানে ধারণা করা য় প্রায় ১০% শতাংশ মুসলমান।
এবং ফ্রান্সের জনগণ ইসরায়েলী বর্বরতার ব্যাপারে প্রতিবাদ করে।
মুসলমানদের জন্য ফ্রান্সে থাকা মুশকিল করা আর প্রতিশোধ নেয়ার জন্য ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে এসব করছে।
যে ইসরায়েল শিশুদের হত্যা করতে পারে হোয়াইট ফসফরাস দিয়ে তাদের দ্বারা এমন কাজ করা তেমন কিছু না।
না হলে ইসরায়েলি টার্গেট থাকত।
বিচার বহির্ভুত যে কোন হত্যা কান্ড নিন্দনীয়
প্যারিসে মুসলিমদের ক্রমবর্ধমান অগ্রগতি রুখতে এবং প্যারিস থেকে মুসলিমদের উৎখাত করতে ঠিক টুইন টাওয়ারে হামলার মত আর একটা বোমা নাটক সাজানো হয়েছে....
ইসলাম জঙ্গীবাদরে ধর্ম নয় এবং জঙ্গীবাদকে সমর্থনও করে না,বর্তমানে জঙ্গিবাদ এটা একটা আলাদা একটি ধর্ম-বা কালসার,যেমন বর্তমানে নাস্তিক্যবাদ একটি কালসার্ আজকে আমরা বিভিন্ন গবেষনায় জানতে পারি বিশ্বে যত গুলো সন্ত্রাসী হামলা হয়েছে তন্মধ্যে ৯৪% ই অমুসলিমরাই ঘটিয়েছে।বর্তমানে
ইহুদি চক্র আবার মুসলমানদেরকে কোন ঠাসা করতে দেশে দেশে আইএসের মত উগ্র পন্থীর আবির্ভাব ঘটিয়ে নামে বে -নামে শাখা খুলে দেশে দেশে হামলা চালাচ্ছে,এর সকল অপকর্মের হোতা হল সেই ইহুদী । কোন মূল ধারার কোন মুসলিম এমন কাজ করতে পারেনা ।ইসলাম কখনোই এমন হত্যাকান্ড সমর্থন করেনা । জঙ্গি বা সন্ত্রাসীদের কোন দেশ জাতি এমন কি ধর্ম ও নেই ।এ গুলো ধর্মের নামে কলংক।
মন্তব্য করতে লগইন করুন