ষাঁড়ের কম্ম আর বাঁশের মর্ম! [মন্তব্য দিতে ভূলবেন না দাদা, কিংবা দিদি]

লিখেছেন লিখেছেন রক্তলাল ৩১ আগস্ট, ২০১৫, ১০:৪৯:৫৫ সকাল



সোনার পুতেরা গড়বে এ দেশ এই রয়েছে আশ,

তাইত ওরা সব ক'টারে দিচ্ছে ধরে বাঁশ।

কি রাজাকার, কি বি.এন.পি. কিসের সাধারন,

রাজপুত্ররা মুক্তিযোদ্ধারও করছে সারা(?) হরণ।

ধর্ষণ সে'ত নস্যি বাপু, পিস্তল মামুলি,

মায়ের পেটের শিশুরেও দিচ্ছে ভরে গুলি।

কোনো কিছুতে ষাঁড় বাবাজির কিসের কর্ণপাত,

মুজিবেরে করছে পুজো? ও'তেই বাজিমাত!

সর্বশেষে নিজের পিছেই পিতলা ঘুঘুর দলে

আইক্কাওয়ালা একখানা বাঁশ এক্কেবারে দিলে!

উহুম! বলে চেচিয়ে ওঠি, এ' কি? কেমন কম্ম?

এতদিনের নিজের শিক্ষার এ'টা-ই কি মর্ম?

বিষয়: বিবিধ

১৪৮১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338785
৩১ আগস্ট ২০১৫ সকাল ১১:১৬
নাবিক লিখেছেন : ছ্যার ভাবেনাই তার চ্যালারাই দিবে এমন বাঁশ, দুঃখে তার বুকটা ফাটে, নেবেন এবার ফাঁস। Cool
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৪৯
280306
রক্তলাল লিখেছেন : আহারে! বুড়োর ভিমরতি!
338786
৩১ আগস্ট ২০১৫ সকাল ১১:১৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কেউ কেউ সোশাল মিডিয়াতে ওনার বানান টা লিখছে ষাড় (স্যার)
দুঃৎখিত
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৫০
280307
রক্তলাল লিখেছেন : দুষ্টু ছেলের দল।
338795
৩১ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই বার দেন ইতি!
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৫০
280308
রক্তলাল লিখেছেন : প্রকীতির রীতি!
338832
৩১ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৫
হতভাগা লিখেছেন : শাহজালালের ঘটনায় উনার বিরোধীরা যে উনাকে পঁচান দেবে এটা ভেবেই উনি আগে ভাগে দড়ি চেয়েছেন ।

তবে ......

মানির মান পাহাড় সমান , হাজার বাঁশেও হয় না অপমান
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৫১
280309
রক্তলাল লিখেছেন : হ! শিশুতোষ রম্য - "চল ভিজি এ' বরষায়"
338989
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:১১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ষাঁড়কে একটা বান্দরের দড়ি দেন।
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৮
280424
রক্তলাল লিখেছেন : LOL

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File