পাকিস্থানী বাঁশ মুজিব হাসিনাও বাঙ্গালীদের দিবে? পিঠ বাচাতে চাটুকাররা তৎপর! পাগল, আল্লাহ-রাসুলের প্রতি গালিবাজদের অবস্থানটা আমি কোন পক্ষে থাকব তা সহজ করে দেয়।
লিখেছেন লিখেছেন রক্তলাল ১৬ আগস্ট, ২০১৫, ১২:১৩:৩১ রাত
মুজিব স্বৈরশাসক, বিলাসী রাজ পরিবারের প্রধান, যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশের সম্পদ হরণকারী ডাকাত দলের সর্দার ছিল।
গণতন্ত্রের হত্যাকারী ছিল।
বিরোধীদলের কর্মী, নিজ দেশের মানুষ, মুক্তিযোদ্ধা হত্যাকারী ছিল।
হিসাব করলে দেখা যাবে মুজিব আর হাসিনা মিলে যত মুক্তিযোদ্ধা ও সেনা অফিসার হত্যা করেছে তত হত্যা মুক্তিযুদ্ধের সময়ও হয়নি।
এসব কথা নিয়ে আসলে পা-চাটা স্বার্থান্বেষী মেরুদন্ডহীনরা নিয়ে আসবে পাকিস্থানী সামরিক জানোয়াররা কি ধরনের নির্যাতনের করেছিল তার ফিরিস্তি।
কি অদ্ভুত! শোষণ থেকে মুক্তি পেতেই ত মুক্তিযুদ্ধ পাকিস্থানের বিরুদ্ধে। তাই বলে সেই শোষণ এখন দেশী বোতোলে মুজিব বা হাসিনা ব্র্যান্ডে চালু করতে হবে?
তাহলে ইয়াহিয়া, টিক্কা আর মুজিবের পার্থক্য থাকল কই?
এটা কখনোই যুক্তি হতে পারেনা। কখনোই কোনো অত্যাচারী একনায়কের অধীনে রাজ শাসন মেনে নেওয়া যায়না!
বিষয়: বিবিধ
১২৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তির্পল দিয়ে কাভার করা সামরিক ট্রাক তখন দেখা যেত ঢাকার রাস্তায় ।
মন্তব্য করতে লগইন করুন