পাকিস্থানী বাঁশ মুজিব হাসিনাও বাঙ্গালীদের দিবে? পিঠ বাচাতে চাটুকাররা তৎপর! পাগল, আল্লাহ-রাসুলের প্রতি গালিবাজদের অবস্থানটা আমি কোন পক্ষে থাকব তা সহজ করে দেয়।

লিখেছেন লিখেছেন রক্তলাল ১৬ আগস্ট, ২০১৫, ১২:১৩:৩১ রাত



মুজিব স্বৈরশাসক, বিলাসী রাজ পরিবারের প্রধান, যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশের সম্পদ হরণকারী ডাকাত দলের সর্দার ছিল।

গণতন্ত্রের হত্যাকারী ছিল।

বিরোধীদলের কর্মী, নিজ দেশের মানুষ, মুক্তিযোদ্ধা হত্যাকারী ছিল।

হিসাব করলে দেখা যাবে মুজিব আর হাসিনা মিলে যত মুক্তিযোদ্ধা ও সেনা অফিসার হত্যা করেছে তত হত্যা মুক্তিযুদ্ধের সময়ও হয়নি।

এসব কথা নিয়ে আসলে পা-চাটা স্বার্থান্বেষী মেরুদন্ডহীনরা নিয়ে আসবে পাকিস্থানী সামরিক জানোয়াররা কি ধরনের নির্যাতনের করেছিল তার ফিরিস্তি।

কি অদ্ভুত! শোষণ থেকে মুক্তি পেতেই ত মুক্তিযুদ্ধ পাকিস্থানের বিরুদ্ধে। তাই বলে সেই শোষণ এখন দেশী বোতোলে মুজিব বা হাসিনা ব্র‍্যান্ডে চালু করতে হবে?

তাহলে ইয়াহিয়া, টিক্কা আর মুজিবের পার্থক্য থাকল কই?

এটা কখনোই যুক্তি হতে পারেনা। কখনোই কোনো অত্যাচারী একনায়কের অধীনে রাজ শাসন মেনে নেওয়া যায়না!

বিষয়: বিবিধ

১২৮৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336030
১৬ আগস্ট ২০১৫ রাত ১২:৩৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : যুক্তিপুর্ন কথা বলার জন্য ধন্যবাদ
১৬ আগস্ট ২০১৫ রাত ১২:৩৬
277959
রক্তলাল লিখেছেন : ধন্যবাদ
336146
১৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫৫
নৈশ শিকারী লিখেছেন : অনেক ধন্যবাদ
১৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:৫৭
278038
রক্তলাল লিখেছেন : আপনাকেও
336836
১৯ আগস্ট ২০১৫ সকাল ১১:০০
হতভাগা লিখেছেন : জিয়াউর রহমানের আমলে এর চেয়ে বেশী মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের মারা হয়েছিল জিয়ার বিরুদ্ধে ক্যু করছে এই উসিলায় ।

তির্পল দিয়ে কাভার করা সামরিক ট্রাক তখন দেখা যেত ঢাকার রাস্তায় ।
০৩ অক্টোবর ২০১৫ রাত ১১:০২
285563
রক্তলাল লিখেছেন : জিয়ার বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণ করতে হবে। কিন্তু হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমণিত হয়ে আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File