কেউ একটু ফখরুল পাগলারে থামান - পাঠক মন্তব্যগুলা জোস!

লিখেছেন লিখেছেন রক্তলাল ১৯ জুলাই, ২০১৫, ১১:৫২:৪৬ রাত





ফখরুল পাগলার পাগলামী ইদানিং সীমা ছাড়িয়ে যাচ্ছে।

দুই একদিন আগে পুরা ব্লগটাই তার হাতে তুলে দিবার আবদার করল (যতটুকু মনে করেছিলাম তার চেয়ে অনেক বড় বেকুব)।

কিংবা এই সাইট বিক্রি করে দিতে হবে নাকি।

কার কাছে বিক্রি হবে? কেনইবা বিক্রি করতে হবে? এই লোক এমন বিতিকিচ্ছিরি রকমের কেন?

মূল কথা হল পাগল দুনিয়ার প্রেসিডেন্ট হতে চায়। সিলেটে এক পাগল ছক্কা ছয়ফুর ছিল। উনি সব নির্বাচনে প্রার্থী হতেন। গ্রামের মেম্বার থেকে দেশের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত।

পাগলা ফখরুলের হয়েছে সেই দশা।

আগেও বলেছিলাম নিজেকে নিয়ে ভাবতে ভাবতে এই লোকের মাথা গেছে।

এখন আাবার নতুন করে হায় হুতাশ করে নতুন করে কান্নাকাটি করছে কেন এই ব্লগে লিখা কমে যাচ্ছে।

আরে বেকুব তোর মত একটা বিরক্তকর মাছি ভনভন করলে লোকজন উৎসাহ ত হারাবেই। তোর ভনভন বন্ধ করে আমাদের একটু উদ্ধার কর। পাগলা মফিজ কোথাকার!

বিষয়: বিবিধ

১৫৯০ বার পঠিত, ৪১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330702
২০ জুলাই ২০১৫ রাত ১২:০৬
আবূসামীহা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
330703
২০ জুলাই ২০১৫ রাত ১২:০৭
কথার_খই লিখেছেন : ফখরুল পাগলা হইলে আপনি তার কম কিসে? আপনিওতো পাগলের প্রলাপ বকছেন। ওনাকে থামাতে চাচ্ছেন কেন ওনি ওনার রাস্তায় লিখছেন আপনি আপনার রাস্তায় লিখুন সমস্যার সমাধান হয়ে গেল।

ওনার লেখায় ওনি শুধু ব্লগ বিক্রি ও লেখা কমের কথা উল্লেখ করেননি।

আরো অনেক বিষয়ে ব্লগ কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছেন, আপনি নিরাপক্ষ হলে পরামর্শ গুলোও নজরে নিতে পারতেন!

একজনকে আপনি অপছন্দ করেন বলে সব কথা অপছন্দ করবেন এটা কেমন যুক্তি?
২০ জুলাই ২০১৫ রাত ১২:২৫
272918
রক্তলাল লিখেছেন : আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমার কাছে মনে হয় ফখরুল একটা বদ্ধ উন্মাদ। ওরে গারদে ভর্তি করা উচিৎ এই মুহূর্তে।

আমাকেও আমার অপিনিয়ন নিয়ে থাকতে দিন Happy

ফাগলরে দরি ফানিত ছুবান দরকার!
২০ জুলাই ২০১৫ রাত ১২:৩০
272920
রক্তলাল লিখেছেন : গবেষণা করে দেখলাম আপনিও ব্লগের উপর ক্ষুন্ন। এই জন্য আমার এই পোস্ট আপনার ভাল লাগেনি। আপনারা নিজেদের নিয়ে খুব সেনসিটিভ।

এই ব্লগ ভাল না লাগলে আসার দরকার কি আর পাগলামি করার কি দরকার ভাই।

যাই হোক আশা করি নিজেদের সামান্য গায়ে লাগাকে খুব বিগ ডিল না করাই উত্তম
২০ জুলাই ২০১৫ রাত ০১:০১
272927
কথার_খই লিখেছেন : আমর বিরক্তি নিয়ে আপনি পজিটিভলি ভেবে দেখুন পশুর মত ঘাসের কথা ভাইবেননাহ্!!

বাংলাব্লগ গুলোর মধ্যে এটাই এক মাত্রব্লগ যেখানে ব্লগিংয়ের মূল্যায়ন নেই...! ব্লগারদের মূল্যায়ন নেই।

অন্যান্য অনেক ব্লগে ব্লগার ও ভিজিটর খূঁজে পাওয়া দায় হয়ে গেছে।

এই ব্লগটিতে সুস্থ মন মাসিকতার কিছু মানুষ ব্লগিং করতে আসে.....। কিন্তু ব্লগারদের ধরে রাখার কোন উদ্যোগ নেই বললেই চলে....।

সর্বশেষ যে উদ্যোগটা নেয়া হয়েছে তা হল প্রিয় বিষয় নিয়ে প্রতিযোগিতা "" এই ব্লগের নিয়মিত ভিজিটর হিসেবে যা দেখলাম তার প্রতিবাদ না করে হ্যাঁ হ্যাঁ করা.. আমার পক্ষে সম্ভব নয়।


প্রিয় বিষয়ে লেখা আহবান করে লেখা গুলো একসাথে রাখার উদ্যোগ পর্যন্ত নেয়া হয়নি।

ফলশ্রুতিতে প্রতিযোগিতায় অংশ নেয়া ব্লগারেরা হতাশ হয়ে ফেসবুকে মনযোগ দিয়েছেন। আমার পরিচিত হবার কারনে অনেকে ফেসবুকে ইনবক্স করে জানতে চাই..... জানতে চাওয়ার কারনও আছে.... অনেক ফেসবুকারকে ব্লগে নিয়ে এসেছিলাম উৎসাহিত করে....!

যখন ব্লগটি পরিচালনা করতে অক্ষম তখন ব্লগ খোলা রাখার যুক্তি কি?
২০ জুলাই ২০১৫ রাত ০১:১৩
272932
রক্তলাল লিখেছেন : আপনি লিখেছেন -
"প্রিয় বিষয়ে লেখা আহবান করে লেখা গুলো একসাথে রাখার উদ্যোগ পর্যন্ত নেয়া হয়নি।

ফলশ্রুতিতে প্রতিযোগিতায় অংশ নেয়া ব্লগারেরা হতাশ হয়ে ফেসবুকে মনযোগ দিয়েছেন। আমার পরিচিত হবার কারনে অনেকে ফেসবুকে ইনবক্স করে জানতে চাই..... জানতে চাওয়ার কারনও আছে.... অনেক ফেসবুকারকে ব্লগে নিয়ে এসেছিলাম উৎসাহিত করে....!"

মানে হল ক্ষোভটা ব্যাক্তিগত। নিজেই বর্ণণা দিলেন।
আশা করব এডমিন ভাই/বোন/রা নজর দিবেন।
কিন্তু আপনার ক্ষোভ নিরপেক্ষ দৃষ্টির মনে হয়নি।

২০ জুলাই ২০১৫ রাত ০১:২৭
272934
কথার_খই লিখেছেন : ব্যক্তিগত বুঝে বসবেন কেন? কেউ প্রতিবাদ করে সম্পাদকের নজর গোচর করেনি বেশিরভাগ ব্লগারের মনের ভাবটা নিয়ে আমি প্রকাশ করেছি!!!!

ক্ষোভ একজনের নয় যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এটা সবার ক্ষোভ!!!

ব্লগ লেখার সুযোগ দিয়ে ব্লগারদের মনে ক্ষোভ সৃষ্টি করে দেয়ার দরকার কি!?

330711
২০ জুলাই ২০১৫ রাত ১২:২৮
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আপনারা আমার পক্ষে তো এক অর্থে প্রচার ও প্রচারণাই চালাচ্ছেন ।

আমার হিসেবে আমাকে নিয়েই এপর্যন্ত ৪ মাসে ২০ টা লেখা লিখেছেন । এর ফল কি হয়েছে তা আপনারা নিজ চক্ষেই দেখছেন ।

যারা জামায়াতে ইসলামী করেন বা আহলে হাদিস সম্প্রদায়ের লোক ও আমার বিরোধীতার খাতিরে বিরোধীতা করেন, তারা আমার কাছ থেকে জামায়াতবিরোধী কিছু লেখা উপহার পেয়েছেন ।

আপনাদের উচিত ছিল আমাকে আপনাদের বিরোধী অবস্হানে ঠেলে না দিয়ে আমার নিরেপেক্ষ অবস্হানেই থাকতে দেওয়া । কিন্তু আপনারা তা করেননি ।

আপনারা যুক্তি ও তথ্য-প্রমাণ দিয়ে আমার লেখাগুলোর কোন জবাব দিতে পারেননি । এতে আপনাদের জ্ঞানের দীনতা প্রকাশই পায় । আর গালি গালাজের কথা তো বাদই দিলাম ।

তবে নতুন আরেকটা জিনিস আপনারা আমার কাছ থেকে পেলেন তা হলো গালির জবাবে পাল্টা গালি । এতে আমাদের কারোই কল্যাণকর অবস্হা সৃষ্টি হয়নি ।


আপনি জামায়াতে ইসলামী করেন বা ইসলামী ছাত্র শিবির করেন । কিন্তু আপনার আচরনে ইসলামী কোন দলের লোকের স্বভাব বা বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে না ।

আমার নিজেরই জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের লোকদের সাথে উঠা-বসা আছে । আজও জামায়াতের জেলা পর্যায়েরই নয়, কেন্দ্রীয় পর্যায়ের এক নেতার সাথে কথা হওয়ার সুযোগ হয়েছে । চরম অমায়িক ও জ্ঞানী ( সরকারী কলেজের প্রফেসর , তাও আবার বিজ্ঞানের কোন একটা বিষয়ের )।

এই ব্লগ সাইটটাতে আসলে জামায়াতের কেন কোন ইসলামী দলগুলোর লোকের কথা ও লেখাতে জ্ঞানের ছিটা ফাটাও পাই না ।

লেখা পড়ে মন্তব্য করার সময় তারা লিখতে পছন্দ করেন, “ধন্যবাদ” , ”পড়ে ভাল লাগলো” ।

আপনার লেখা আমি নিজেই পড়ি । ভাবি আপনি সারাক্ষণই জামায়াতের বিরোধীতা কে করলো আর নাস্তিক কারা - তাই খুজে বেড়ান ।

আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, জামায়াতের পক্ষের লোক খুজেন , যদি না পান বানান । নাস্তিক না খুজে আস্তিক খুজেন , যদি না পান বানান । ইসলাম ক্রীয়াশীলদের ধর্ম । ইসলাম প্রতিক্রীয়াশীলদের ধর্ম নয় ।

সম্পাদক মহোদয়বৃন্দের কাছে আমার পরামর্শমূলক লেখার কিছু অংশকে বিকৃতভাবে উপস্হাপন করেছেন - এজন্য আপনাকে ধন্যবাদ । এর ফলে আমার পরামর্শমূলক লেখাটা (টুডেব্লগ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোদ : http://www.monitor-bd.net/blog/blogdetail/detail/1864/fakhrul/67256 )অনেকেই পড়ার সুযোগ পাবেন ।
২০ জুলাই ২০১৫ রাত ১২:৫৫
272925
রক্তলাল লিখেছেন : আমি জামাত বা শিবির করিনা।
শুধু মনে করি তারা সবচেয়ে ভাল লোক বাংলাদেশে। আসিফ নজরুল যেরকম যা সত্য মনে করেন তাকে সত্যই বলেন।
আমিও মনে করি জামাত শিবির দুর্নীতি, সন্ত্রাস মুক্ত সৎ চরিত্রের লোক।

নিজে দিনরাত জামাতের নগ্ন কুৎসা রটনা করে আবার সেই জামাতের কেন্দ্রীয় নেতার সথে বাৎচিত উঠাবসা বলে প্রমান করলো অন্যকে ব্যাবহার করে জাতে ওঠার একটা বদ প্রবণতা এই পাগলের রয়েছে। এরকম উদ্ভট লোক জামাত শিবির না করাটাই জামাতের জন্য ভাল।

আপনি লিখেছেন -

"এই ব্লগ সাইটটাতে আসলে জামায়াতের কেন কোন ইসলামী দলগুলোর লোকের কথা ও লেখাতে জ্ঞানের ছিটা ফাটাও পাই না । "






আপনার এই কথাটাই কি প্রমাণ করে না আপনি একটা narcissist. কারো জ্ঞানের ছিটাফোটা নাই, শুধু উনি জ্ঞানী।
কতবড় বেকুব, যে লোকটা তাকে আংশিক হলেও সমর্থন দিল তাকে পর্যন্ত অপমান করল। বাকি সবাইকে জ্ঞানহীন ত বললই

আপনিযে নিজের প্রেমে মগ্ন একটা পাগল তার প্রমান নিজেই দিলেন। এরকম narcisist রাই একসময় নমরূদ ফেরাউনে পরিণত হয়।
২০ জুলাই ২০১৫ রাত ০১:০৯
272929
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : "এই ব্লগ সাইটটাতে আসলে জামায়াতের কেন কোন ইসলামী দলগুলোর লোকের কথা ও লেখাতে জ্ঞানের ছিটা ফাটাও পাই না । " - সেটা আপনার লেখাগুলো দেখলেই মনে হয় ।

মিথ্যা কথা বলেন কেন , ভাই । আপনি জামায়াত-শিবির । এসব আপনার অনেক মন্তব্যে প্রকাশ পেয়েছে । আপনি জামায়াত করেন, এটা প্রকাশ্যে বলাই উত্তম । নিজের আদর্শ যদি প্রকাশ না করেন বা এই ক্ষেত্রে আপোষ করেন, তাহলে আপনার আদর্শ কখনোই বিজয়ী হবে না ।

আসিফ নজরুল-এর কথা দিয়ে জামায়াত ভাল যাচাই করে কোন ফায়দা নেই । কারণ এই আসিফ নজরুলই গোলাম আজমকে ফাসিতে ঝুলানোর প্রথম আয়োজন গণআদালত গঠণের প্রথম সারির লোক ছিলেন । জামায়াত অনেক লোককে বিভিন্নভাবে ম্যানেজ করে , তিনিও এমন ধরনের লোক ।

মিনা ফারাহ হিন্দু , তার স্বামী ও ছেলে মুসলিম । ছেলে মারা গেলে তিনি জোর জবরদস্তি করে ছেলে হিন্দুদের মতো আগুনে পোড়ান । মুসলিমরা চেয়েছিল কবর দিতে । এই মিনা ফারাহ যুদ্ধাপরাধ নিয়ে গবেষণামুলক বই লিখেছিলো । হিটলার থেকে জিয়া বই লিখেছিল । আজ মিনা ফারাহ জামায়াতের পক্ষ নিয়ে কথা বলে ও জামায়াতের পত্রিকা নযা দিগন্তে লেখে । তিনি এমন কেন করছেন তা আমরা কেন সাধারণ লোকরাও বুঝে ।


আপনি লিখেছেন : “ নিজে দিনরাত জামাতের নগ্ন কুৎসা রটনা করে আবার সেই জামাতের কেন্দ্রীয় নেতার সথে বাৎচিত উঠাবসা বলে প্রমান করলো অন্যকে ব্যাবহার করে জাতে ওঠার একটা বদ প্রবণতা এই পাগলের রয়েছে। “

উত্তর : আপনার ধারণা বা অনুমান মিথ্যা ।

আমি যার সাথে কথা বলেছি তিনি আমার বন্ধুর বাবা । এবং এই বন্ধুরই আরেক বন্ধুর বাবা জামায়াতের সাবেক এমপি । ঈদের সময় লোকদের বাড়িতে গেলে সব ধরনের লোকদের সাথেই আমাদের কথা হয় । কথার সময় সব ধরনের বিষয় নিয়েই আলোচনা হবে - এটাই সাভাবিক ।


আপনি নিজে এমন কিছু লিখুন যাতে আমি বলতে পারি : “এই ব্লগ সাইটটাতে আসলেই জামায়াতের কেন সব ইসলামী দলগুলোর লোকের কথা ও লেখাতে জ্ঞান ও প্রজ্ঞার পরিচয় পাওয়া যায় । ”


আমি কোন ধরনের ব্যক্তিত্ব ধারণ করি তা আমার নিজস্ব ব্যাপার । কারণ ব্যক্তিত্ব ব্যক্তি নিজে গঠণ করে । তবে পরিবেশ ও প্রতিবেশ সহায়ক ভুমিকা পালন করে ।


আপনার গঠণমূলক ব্যক্তিত্ব প্রকাশ করুন । তাহলে আমরা আপনাকে অনুসরনীয় ও অনুকরনীয় ব্যক্তিত্ব হিসেবে দেখতে পাবো ।
২০ জুলাই ২০১৫ রাত ০১:২৭
272933
রক্তলাল লিখেছেন : আমি আমার অপিনিয়ন দিচ্ছি। কোনো দলকে প্রতিষ্ঠা করতে নয়।
আমার ব্যাক্তিত্ব প্রচারে এখানে আসিনি।
না জেনে অজ্ঞতা থেকে মিথ্যুক ডাকছেন।

ধরা খেয়ে খেই হারিয়ে হাবিজাবি বলছেন।
উমেশচন্দ্র রায়ের কাছে যান।

২০ জুলাই ২০১৫ রাত ০২:১৪
272942
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন :
আমি যে এই সাইটে লিখতে আসি । তার কারণও আমি আমার অপিনিয়ন দিচ্ছি।

আমি আপনার লেখাগুলো পড়েই আপনার সম্পর্কে মন্তব্য করছি ।

আপনার প্রয়োজন হলে
উমেশচন্দ্র রায়ের কাছে যান। আমার প্রয়োজন নেই ।
২০ জুলাই ২০১৫ রাত ০২:৪১
272948
রক্তলাল লিখেছেন : উমেশচন্দ্রের কাছে গিয়েইত আমার মাথা এখন পুরা ঠিক।

আগে জামাত-শিবিরকে নিয়ে দিনরাত গাজাখুরি কুৎসা বলতাম। Mental sick narcissist ছিলাম।

তারপর ওনার কাছে গেলাম; কয়েকটা আশ্চর্য বটিকা দিল। খেলাম। ব্যাস, এখন সব ফকফকা!

@ফখরুল, আপনিও যান - পাগলামী সফা কিরকিরা মানে পাক্কা ক্লিয়ার হয়ে যাবে!
330713
২০ জুলাই ২০১৫ রাত ১২:৪৪
রক্তলাল লিখেছেন : ফখরুল - এখানে যান।

330715
২০ জুলাই ২০১৫ রাত ১২:৫১
আকবার১ লিখেছেন :
চমৎকার লেখা,ওনাকে ডা:উমেশচন্দ্র রায়ের পাগলের মহৌষধ প্রয়োগ করতে হবে। তাইলে হয়তো বা ঠিক হবে।
২০ জুলাই ২০১৫ রাত ১২:৫৬
272926
রক্তলাল লিখেছেন : সহমত Happy
330718
২০ জুলাই ২০১৫ রাত ০১:২৩
অপি বাইদান লিখেছেন : ছাগুলালের কাঁঠাল পাতা সর্ট পরে গেছে নাকি??
২০ জুলাই ২০১৫ রাত ০১:৩০
272935
রক্তলাল লিখেছেন : ফখরুলের উমেশচন্দ্রের কাছে যাইতে হবে না মনে হয়।
শুনছি গরমের দিনের ফাগলরা বেশি ফাগলামি করলে বিয়া দিলে সিধা হয়ে যায়।

তোরে ফখরুইল্যার লগে বিয়া দিলেই হয়ত সে ঠিক হয়ে যাবে।
২০ জুলাই ২০১৫ রাত ০১:৪৮
272936
আকবার১ লিখেছেন : @অপি বাইদান ,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক ।
330724
২০ জুলাই ২০১৫ রাত ০১:৫৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : উনার লেখাগুলো উপভোগ করুন। মজা নেন।..??
২০ জুলাই ২০১৫ রাত ০১:৫৬
272938
রক্তলাল লিখেছেন : হ! Happy
330757
২০ জুলাই ২০১৫ সকাল ১০:০১
ইসলামী দুনিয়া লিখেছেন : একজনের বিরুদ্ধে এতটা উঠেপড়ে লাগা বেশি হয়েযাচ্ছে না?
২০ জুলাই ২০১৫ সকাল ১০:২৩
272996
রক্তলাল লিখেছেন : লতিফ সিদ্দিকী তাসলিমার বিরুদ্ধে বেশী হয়ে যায়না? এই পাগলের পাগলামী সীমা অতিক্রম করেছে।

আমার সাথে অনেকেই একমত। আপনি না - you are entitled to your opinion and stand.
330764
২০ জুলাই ২০১৫ সকাল ১১:০৫
হতভাগা লিখেছেন : ব্লগটাকে উনার কাছে হস্তান্তরের জন্য উনি যেভাবে লিখেছেন সেটা আমার কাছে বাড়াবাড়িই মনে হয়েছে ।

যদি উনার কাছেই দেওয়া হয় উনি কি উনার মতের অনুসারী ছাড়া অন্যদের বিনা মডারেশনে ও বিনা বাঁধায় লিখতে দেবেন ?

আমার মনে হয় এটা উনি সামুতে এপ্লাই করতে পারেন । কারণ সামুতে এখন পোস্টের বান বইলেও কমেন্টের আকাল পড়েছে ।
২০ জুলাই ২০১৫ দুপুর ১২:০৮
273003
রক্তলাল লিখেছেন : উনি বিশ্বের নেতা হইতে ছান। উনার মতে কেউ একফোটা জ্ঞানের কথা বলেনা (উনি ছাড়া)।

লুলু পাগলা!
১০
330770
২০ জুলাই ২০১৫ সকাল ১১:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হেতে পাগল না চাঁদাবাজ!!!
কিংবা দখল বাজ!
২০ জুলাই ২০১৫ দুপুর ১২:০৮
273004
রক্তলাল লিখেছেন : Happy
১১
331032
২১ জুলাই ২০১৫ রাত ০৯:৪৯
সময়ের কন্ঠ লিখেছেন : এটা কি কোন বিশেষ ব্যক্তির বিজ্ঞাপনমূলক পোষ্ট? ফখরুল সাহেবের লেখা আগে পড়িনি। এখন থেকে পড়ার আগ্রহ হলো।
এই পোষ্টের লেখকের ন্যূনতম জ্ঞান আছে বলেও মনে হয় না।
২২ জুলাই ২০১৫ রাত ০৪:১৪
273299
রক্তলাল লিখেছেন : আমার পোস্টের টাইটেল আর summary দেখে কেন মনে হল পোস্টে ঢুকে জ্ঞানের মণি মুক্তা খুজে পাবেন।

ফখরুল পাগলার লেখা পড়বেন না কেন?
আমিও পড়েছি - পড়ে এত বড় বলদ এবং পাগল মনে হইছে যে এক্ষুনি গারদে পাঠানো দরকার।
আপনি একমত না, তবে অনেকেই আমার সাথে একমত
১২
331860
২৭ জুলাই ২০১৫ রাত ০১:১৭
কথার_খই লিখেছেন : null

কয়দিন পর হয়তো আসিফ নজরুলের বিরুদ্ধে লেখা আসবে....! আপনি আমাকে ভুল বুঝবেনাহ্ আমি বাস্তবতার কথা বলছি।
২৭ জুলাই ২০১৫ রাত ০১:৩১
274078
রক্তলাল লিখেছেন : LOL - পুরা উন্মাদ এটা। মিনা ফারাহ'র পিছে লাগছে জামাতের কারণে।
বউ যদি সুন্দরী আর স্মার্ট হয় আর জামাই একটু বেকুব হয়, ঐ জামাইরে লাথি দিয়ে বের করে দিলে একটা লোক যেরকম নিয়ন্ত্রণহীন উন্মাদ হয়, ঠিক সেরকম শিবির থেকে বহিস্কৃত হয়ে এই বেটা জামাতের পিছে লাগছে।

২৭ জুলাই ২০১৫ রাত ০২:২৮
274098
কথার_খই লিখেছেন : মিনা ফারাহ এর বিরুদ্ধে লিখেছে আপনার পোস্টের কারনে লেগেছে...!!


ওনি আপনাকে বা আমাকে উস্কানি দিচ্ছে আমি বা আপনি আগুন ঝাপ দিচ্ছি!!

ওনি হয়তো টাকার গোলাম, টাকা যারা দিচ্ছে তাদের কাছে ওনার কদর আপনি বা আমি বাড়িয়ে দিচ্ছি। আমরা নিজেরা নিজেদের ক্ষতি করছি।

আরো বিস্তারিত কথা বলতে চাইলে ইমেল আইডি যোগ করুন।
২৭ জুলাই ২০১৫ রাত ০২:৩৮
274100
রক্তলাল লিখেছেন : আমি কখনোই মীনা ফারাহকে নিয়ে ভালমন্দ কিছু বলিনি।
যাই হোক। এসব পাগলরা বাংলাদেশে নতুন না।
জন্মের পর থেকেই এসব দেখে আসতেছি।
অথচ জামাত-শিবিরের অগ্রগতি এদের মত বেকুব মানসিক ব্যাধীগ্রস্থ লোক কখনোই ঠেকাতে পারেনি।

২৭ জুলাই ২০১৫ রাত ০২:৪১
274101
কথার_খই লিখেছেন : আপনি আমাকে ভুল বুঝে আছেন!

জামায়াত শিবিরের কথা নয় আপনার একটি পোস্টের কারনে ভালো মানুষের চরিত্র হনন হোক তা মানতে পারছিনাহ্।


২৭ জুলাই ২০১৫ রাত ০২:৪৯
274104
রক্তলাল লিখেছেন : ভাই কথার খই, আপনার concern অবশ্যই appreciate করছি।

কেউ কারো চরিত্র হনন করতে পারেনা।

আর পাবলিক সবকিছুই বুঝে Happy
still, আপনার কথা cordially accepted Happy
২৭ জুলাই ২০১৫ দুপুর ১২:১৭
274171
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমার মনে হয় নাস্তিকদের এভয়েড করা ভাল হবে..আর আমাদের মধ্যে বন্ধুত্ব ও সম্প্রীতি যাতে আরো মজবুত হয় সেটা লক্ষ্য রাখতে হবে..
১৩
331890
২৭ জুলাই ২০১৫ রাত ০২:৫২
কথার_খই লিখেছেন : আমার কথা বুঝতে পারলে আজকের পোস্ট ডিলিট করার পরামর্শ দেব।

ফখরুলকে আমি ২ আগে থেকেই জানি ওনি তেডা টাইপের লোক.... তেডার বিরুদ্ধে পোস্ট দিয়ে হয়তো আপনি আলোচিত হচ্ছেন কিন্তু আপনার আমার মূল উদ্দেশ্য নষ্ট হচ্ছে!!!

আমরা যারা ডানপন্থী তাদেরকে সচেতন হতে হবে.....। না হয় শত্রুরা সুযোগ নেবে।

সুযোগ না দেয়ায় শ্রেয়।
২৭ জুলাই ২০১৫ রাত ০৩:০০
274108
রক্তলাল লিখেছেন : সুযোগ পাচ্ছে। সত্যি বলতে এসব পাগলরা হাসির খোরাক ছাড়া কিছুই নয়। Happy আমার মূল উদ্দেশ্য এটারে নিয়ে একটু মজা করা।
আপনার পরামর্শকে অবশ্যই মুল্যায়ন করছি।
এই লোক বা তার কর্মকান্ড কোনোদিক থেকেই কার্যকর কিছুনা।
২৭ জুলাই ২০১৫ রাত ০৩:০৬
274109
কথার_খই লিখেছেন : মজা করতেছেন আপনি! কিন্তু অপমানিত হচ্ছে আমরা যাদেরকে সম্মান করি তারা....


বুঝতে চেষ্টা করুন আপনি মজা করার আরো অনেক বিষয় খূঁজে পাবেন,, এ বিষয় বাদ দিন যেহেতু ব্লগ কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছেনা।

আপনি ইচ্ছে করে ঘরে আগুন লাগিয়ে আধা বালতি পানি নিয়ে দৌড়েগেলে সমাধান হবার নয়।
২৭ জুলাই ২০১৫ রাত ০৩:৪৫
274111
কথার_খই লিখেছেন : বুঝার পরও সিদ্ধান্ত বদলাতে না পারাটাই ডানপন্থিদের ব্যর্থতা।

এ ব্যর্থতা যুগে যুগে ডানপন্থিদের লান্চিত হতে হয়েছে..... এবং হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File