রক্ত লাল

লিখেছেন লিখেছেন রক্তলাল ০৫ মে, ২০১৫, ০৭:২৬:২৪ সন্ধ্যা



ধমণীর শিরায় শিরায় রক্ত, লাল।

অস্থির প্রবাহে ছুটোছুটি দেহের এক প্রান্ত থেকে অন্যে,

চিন্তা চেতনাকে আন্দোলিত করতে অবিরাম কসরত।

সীমিত জিবনের সাময়িক সুখের মোহে অলস দেহকে সচলতা দিতে রক্ত, লাল, অবিরাম প্রবাহ।

কিন্তু এ' রক্ত বিরক্ত; দেহকে তাবেদার বানাতে হায়িনার রক্ত পিপাসু পৈশাচিকতার।

শিরায় শিরায় বিদ্রোহের হাতছানি আরো বেশি উদ্বেল করে তুলে রক্তকে, করে লাল টকটকে।

তরল স্ফুলিংগ হয়ে ফিনকি দিয়ে বের হয়ে আসতে চায় প্রতিবাদের বজ্রধ্বনির আবরণে।

মানুষখেকো হায়িনার পোষ্য, হিংস্র কুকুরের বুলেটের শব্দকে তুচ্ছ করে দিতে রক্ত, লাল, বের হয়ে আসার জন্য আজ ব্যাকুল।

বিষয়: বিবিধ

৯২০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318343
০৫ মে ২০১৫ রাত ১০:০০
আবু জান্নাত লিখেছেন : সুন্দর ও প্রেরণামুলক পোষ্টটির জন্য জাযাকাল্লাহ খাইর
০৫ মে ২০১৫ রাত ১০:০৯
259606
রক্তলাল লিখেছেন : আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File