বইবে কি রক্তগঙ্গা? ভাঙ্গবে কি ধৈর্য্যের বাধ?

লিখেছেন লিখেছেন রক্তলাল ০৩ মে, ২০১৫, ০২:০০:৩৯ দুপুর

নিহত হল পিন্টু! চলে গেলো কোকো!

হত্যা করা হলো কাদের মোল্লা, কামারুজ্জামানকে!

গুম করা হয়েছে ইলিয়াস, সালাহউদ্দিনকে!



নিয়মিত ইতরামী করা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বাহিনী গুলোকে দিয়ে এবং নিয়ে।

বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ ঘুমিয়ে নয়।

েএ'দেশের তরুণ যুবকরা নিষ্ক্রিয় নয়।

রক্তপাত কেউ চায়না। কিন্তু শেখ হাসিনা আর তার সহযোগীরা হত্যা আর গুম খুনের পৈশাচিক নেশা ছাড়তেই পারছেনা। দেশের মানুষের রক্ত নেশায় উন্মত্ত হয়ে রাক্ষষিনীর মত একের পর মানুষ খুন করেই যাচ্ছে।

হাসিনা আর ইনুর উদ্দেশ্যে বলতে চাই - ইতরামী বন্ধ করে সুষ্ঠু নির্বাচন দিয়ে, মানুষ খুন বন্ধ করে বিদায় নিন।

দেশকে হুতু তুতসির রুয়ান্ডা বানাবেন না। রক্তের নেশা থামান।

বিষয়: বিবিধ

১১৪৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317888
০৩ মে ২০১৫ দুপুর ০৩:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যাদের হৃদয় ই বদ্ধ। তাদের কানে কি ঢুকবে মানুষের দাবি??
০৩ মে ২০১৫ দুপুর ০৩:৩৭
259135
রক্তলাল লিখেছেন : কারো কানে ঢুকার ধার ধারিনা!
আমার অধিকার আরো কাছে ভিক্ষা করছিনা। এটা আমার অধিকার। অধিকার আদায়ে সংগ্রাম করতে রাজি এ দেশের জনগণ।

প্রশ্ন হল ইয়াহইয়ারা ইতিহাসের কোথায় থাকতে চাইবে।

317900
০৩ মে ২০১৫ বিকাল ০৪:০৬
হতভাগা লিখেছেন : কিছু কিছু কালপ্রিট খতম হয়ে যাওয়া দেশের জন্য মঙ্গলজনক
০৩ মে ২০১৫ বিকাল ০৪:২০
259137
রক্তলাল লিখেছেন : যেমন মুজিব, আপনি, হাসিনা, ইনু
317929
০৩ মে ২০১৫ রাত ০৮:১২
আবু আশফাক লিখেছেন : নাসিরউদ্দীন আহমেদ পিন্টুকে কেন্দ্রিয় কারাগারের মসজিদে জুমআ আদায়ের পর প্রথম দেখি ও মুসাফাআ করতে গিয়ে কোলাকুলি করি। এরপর তিনি আমাদের ওয়ার্ডে এসে একদিন আড্ডা মেরে ক্যান্টনমেন্ট থানা সভাপতিসহ আমাদের ৪/৫ জনকে দাওয়াত দিলেন। দাওয়াত খাওয়ার দিন আসার আগেই জানলাম তারেক সাঈদের (নারায়ণগঞ্জের সেভেন মার্ডার) সাথে এক ঝামেলার কারণে তাকে নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে। তখন তাকে যথেষ্ট আত্মবিশ্বাসী ও সুস্থ্য মনে হয়েছিল।
317931
০৩ মে ২০১৫ রাত ০৮:৫৪
আবু জান্নাত লিখেছেন : জেগে উঠা আজ সময়ের দাবী।
০৪ মে ২০১৫ রাত ০১:৩৪
259234
রক্তলাল লিখেছেন : জহির রায়হানের কথা অনুযায়ী বলতে হয় "সময়ের প্রয়োজনে" যেতে হবে যুদ্ধে


317961
০৩ মে ২০১৫ রাত ১১:৩১
আবু জারীর লিখেছেন : বাকশালীদের এই জিঘাংসা একদিন বুমেরাং হবে ইনশা'আল্লাহ।
০৪ মে ২০১৫ রাত ০১:৩৫
259235
রক্তলাল লিখেছেন : হয়েই আছে -

317984
০৪ মে ২০১৫ রাত ১২:৫৮
আব্দুল গাফফার লিখেছেন : এই ভাবে আর মেনে নেওয়া যায়না । বাংলার শান্তি প্রিয় মানুষ গুলোকে অশান্ত করে পালাবার পথ পাবেনা । আসিতেছে শুভদিন ইন্সেয়াল্লাহ
০৪ মে ২০১৫ রাত ০১:৩৬
259237
রক্তলাল লিখেছেন : ইয়াহইয়া মুজিবরা টেকেনি -হাসিনাও টিকবে না


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File