বইবে কি রক্তগঙ্গা? ভাঙ্গবে কি ধৈর্য্যের বাধ?
লিখেছেন লিখেছেন রক্তলাল ০৩ মে, ২০১৫, ০২:০০:৩৯ দুপুর
নিহত হল পিন্টু! চলে গেলো কোকো!
হত্যা করা হলো কাদের মোল্লা, কামারুজ্জামানকে!
গুম করা হয়েছে ইলিয়াস, সালাহউদ্দিনকে!
নিয়মিত ইতরামী করা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও বাহিনী গুলোকে দিয়ে এবং নিয়ে।
বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ ঘুমিয়ে নয়।
েএ'দেশের তরুণ যুবকরা নিষ্ক্রিয় নয়।
রক্তপাত কেউ চায়না। কিন্তু শেখ হাসিনা আর তার সহযোগীরা হত্যা আর গুম খুনের পৈশাচিক নেশা ছাড়তেই পারছেনা। দেশের মানুষের রক্ত নেশায় উন্মত্ত হয়ে রাক্ষষিনীর মত একের পর মানুষ খুন করেই যাচ্ছে।
হাসিনা আর ইনুর উদ্দেশ্যে বলতে চাই - ইতরামী বন্ধ করে সুষ্ঠু নির্বাচন দিয়ে, মানুষ খুন বন্ধ করে বিদায় নিন।
দেশকে হুতু তুতসির রুয়ান্ডা বানাবেন না। রক্তের নেশা থামান।
বিষয়: বিবিধ
১১৫৬ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার অধিকার আরো কাছে ভিক্ষা করছিনা। এটা আমার অধিকার। অধিকার আদায়ে সংগ্রাম করতে রাজি এ দেশের জনগণ।
প্রশ্ন হল ইয়াহইয়ারা ইতিহাসের কোথায় থাকতে চাইবে।
মন্তব্য করতে লগইন করুন