মাগো তুমিইত শিখিয়েছ শোক কে শক্তিতে পরিণত করতে!
লিখেছেন লিখেছেন রক্তলাল ২৫ জানুয়ারি, ২০১৫, ০৪:৪৪:০৩ রাত
আপনি ম্যাডাম নয়। আপনি আমার, আমাদের মা।
মুক্তিযুদ্ধে ছোটো দু'টি সন্তান নিয়ে ছিলেন উৎকন্ঠায়, যন্ত্রণায়।
স্বামী হারালেন। এরশাদের সময় রাজপথে আন্দোলন করলেন, নির্যাতিত হলেন।
গণতন্ত্রের যাত্রা শুরু করলেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করলেন।
স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করা হল।
পরাণের ধন দুই সন্তানকে স্থায়ীভাবে সরিয়ে দেয়া হল। একজনকে হারালেন চিরদিনের জন্য।
মা, আপনি শত ভয়ের মধ্যেও দেশবাসীকে ছেড়ে যাননি।
না ইয়াহিয়া, না এরশাদ, না মঈন - কারো রক্তচক্ষু আপনাকে ভীত করতে পারেনি।
কারণ আপনি জানেন এই বাংলাদেশের জনগণ আপনার পাশে আছে। আপনাকে ভালোবাসে।
আপনাকে কোনো উপাধিতে ডেকে আপনার বিশালতাকে সংকীর্ণ করতে চাই না। আপনিই আমাদের বাংলাদেশ। আপনি আমাদের মা। যিনি শিখিয়েছেন নির্ভীক ভাবে এই মাটিকেই আকড়ে থাকতে।
আমার অস্রু স্বাক্ষী মা - আপনি এত কষ্ট deserve করেন না!
বিষয়: বিবিধ
১৫১০ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শোক মানে সবর করা। শোক মানে নতুন শপথে নতুন উদ্যমে নতুন শক্তিতে এগিয়ে যাওয়া।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
"নারী-পুরুষের অবাধ মেলামেশা বন্ধ কর- হেফাজতে ইসলাম"
সত্যি বুকটা ফেটে যাচ্ছে, এত দুঃখ তিনি হজম করছেন কি করে?? আল্লাহ আমাদের এই মাকে তার রহমতের চাদরে ডেকে রাখুন। আমীন
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আমীন/টামিনে কাজ হয় না। মুচলিমরা পোদ উচুকরে মাথা ঠুকে আমীন/আমীন করে আর ইহুদী-নাসারার উস্টা খায়।আর তুমি কি দুই পা উচু করে বসে থাক?
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন