মাগো তুমিইত শিখিয়েছ শোক কে শক্তিতে পরিণত করতে!

লিখেছেন লিখেছেন রক্তলাল ২৫ জানুয়ারি, ২০১৫, ০৪:৪৪:০৩ রাত



আপনি ম্যাডাম নয়। আপনি আমার, আমাদের মা।

মুক্তিযুদ্ধে ছোটো দু'টি সন্তান নিয়ে ছিলেন উৎকন্ঠায়, যন্ত্রণায়।

স্বামী হারালেন। এরশাদের সময় রাজপথে আন্দোলন করলেন, নির্যাতিত হলেন।

গণতন্ত্রের যাত্রা শুরু করলেন। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করলেন।

স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করা হল।

পরাণের ধন দুই সন্তানকে স্থায়ীভাবে সরিয়ে দেয়া হল। একজনকে হারালেন চিরদিনের জন্য।

মা, আপনি শত ভয়ের মধ্যেও দেশবাসীকে ছেড়ে যাননি।

না ইয়াহিয়া, না এরশাদ, না মঈন - কারো রক্তচক্ষু আপনাকে ভীত করতে পারেনি।

কারণ আপনি জানেন এই বাংলাদেশের জনগণ আপনার পাশে আছে। আপনাকে ভালোবাসে।

আপনাকে কোনো উপাধিতে ডেকে আপনার বিশালতাকে সংকীর্ণ করতে চাই না। আপনিই আমাদের বাংলাদেশ। আপনি আমাদের মা। যিনি শিখিয়েছেন নির্ভীক ভাবে এই মাটিকেই আকড়ে থাকতে।

আমার অস্রু স্বাক্ষী মা - আপনি এত কষ্ট deserve করেন না!

বিষয়: বিবিধ

১৫২৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301597
২৫ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:১৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
২৫ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৫১
244011
রক্তলাল লিখেছেন : ধন্যবাদ। গড়তে হবে যে প্রতিরোধ।

301610
২৫ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৫২
244012
রক্তলাল লিখেছেন : আপনাকেও। শত্রু হল ভারত - ওদের স্পেশাল ফোর্স সবখানে - ফেরত পাঠাও বা শেষ কর।

301625
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:২৬
প্রেসিডেন্ট লিখেছেন : শোক মানে থেমে যাওয়া নয়, থমকে যাওয়া নয়।
শোক মানে সবর করা। শোক মানে নতুন শপথে নতুন উদ্যমে নতুন শক্তিতে এগিয়ে যাওয়া।
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২৪
244016
রক্তলাল লিখেছেন : ইতিহাস, প্রকৃতি তার আপন নিয়মেই দুষ্টকে তার পরিণতিতে নিয়ে যায়।

301633
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:১৯

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আহ! ছাগলের মিনতি।

"নারী-পুরুষের অবাধ মেলামেশা বন্ধ কর- হেফাজতে ইসলাম"


২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২১
244015
রক্তলাল লিখেছেন : হাসিনা সাঈদী নিজামীর ভালোবাসা পাননি বলে বেজায় গোস্বা। ৯৬ এ খুশী ২০০১ এ বেজার।

২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪০
244021
লিচু চোর ০০৭ লিখেছেন : মৃণাল কান্তির ভালবাসা আর নিজামীর ভালবাসায় পার্থক্য আছে রে--বোকা। তাই সেই শোকে , রাগে দুঃখে নিজামিকে ফাঁসীতে ঝুলানোর ব্যাবস্থা করা হয়েছে। আমার ভালবাসা ফিরিয়েদে ------
301635
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২১
লিচু চোর ০০৭ লিখেছেন : আপনিই আমাদের বাংলাদেশ। আপনি আমাদের মা। যিনি শিখিয়েছেন নির্ভীক ভাবে এই মাটিকেই আকড়ে থাকতে।
সত্যি বুকটা ফেটে যাচ্ছে, এত দুঃখ তিনি হজম করছেন কি করে?? আল্লাহ আমাদের এই মাকে তার রহমতের চাদরে ডেকে রাখুন। আমীন
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:২৫
244017
রক্তলাল লিখেছেন : আমীন
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৪৩
244023

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আমীন/টামিনে কাজ হয় না। মুচলিমরা পোদ উচুকরে মাথা ঠুকে আমীন/আমীন করে আর ইহুদী-নাসারার উস্টা খায়।
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫১
244025
রক্তলাল লিখেছেন : অদ্ভূত কিম্ভুতকিমাকার নিকৃষ্ট প্রানী।

আর তুমি কি দুই পা উচু করে বসে থাক?
২৫ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৮
244063
লিচু চোর ০০৭ লিখেছেন : হায় রে---- যৌন দাসী, জমির চাচার ঠেলায় সামলাইতে তুই অস্থির !!!! জমির চাচার ঠেলার সময় তুমার পা কি উপরে রেখে পোঁদ নিচে রাখত, এই কথাটা এত ঘুরিয়ে বলার কি দরকার , সোজা করে বললেই হত। তুমি চিন্তা কর না মুতি কইন্যা আমি এত হার্ড না
301644
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৮

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : এ যুগের পিছলাম রঙ্গ.............।



২৫ জানুয়ারি ২০১৫ রাত ১০:০৬
244089
রক্তলাল লিখেছেন : you are sick.
301651
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১০
হতভাগা লিখেছেন : বিএনপি ক্ষমতায় এলে আপনাকে ইনুর জায়গায় বসাবে
301668
২৫ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:০৩
দ্বীপ জনতার ডাক লিখেছেন : এক এগারো সময় নরপশু গুলো জিয়া পরিবারকে পরিকল্পিত ভাবে ধবংস করতে চেয়েছিল কিন্তু মাগো তোমার সাহসী ভূমিকার কারণে তারা ব্যথা হয়েছে। করতে চেয়েছিল জিয়া পরিবারকে দেশ ছাড়া কিন্তু তুমি আমাদের আপসহীন নেত্রী তোমাকে দেশ ছাড়া করতে পারেনি তারা ঠিকই কিন্তু তোমার কলিজার টুকরো দুই সন্তান কে অর্ধ পঙ্গু করে তাদের ভবিষ্যত ধবংস করে দেশ থেকে বিদেশে পাঠিয়ে দিল। আর এই দিকে তোমাকে মানসিক ভাবে বিপর্যস্ত করতে লাগল । এতো অনযায়ী অত্যাচারের পরেও তোমাকে বিচলিত হতে দেখেনি আজও দেখবো না আমি বিশ্বাস করি । আমরা যারা জাতিয়বাদি শক্তি কে বিশ্বাস করি তারও আজ তোমার দুখে দুঃখি । তোমার এক ছেলে হয়তো তোমার আপমান সইতে না পেরে না ফেরার দেশে চলে গেল কিন্তু মাগো এখনও তোমার লক্ষ কোটি সন্তান বেচে আছে। তোমাকে শোক কে শক্তিতে রূপান্তরিত করতে হবে না হয় তোমার সহায় সন্তানদের কে পথ দেখাবে। আত্যাচারি কে আল্লাহ আত্যাচার করার জন্য কিছু দিন সময় দেই , যখন তার ও ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন যেই কোন উছিলায় ধবংস হয়ে যায়। মাগো তুমি মানসিক ভাবে শক্ত হাও আমরা আছি তোমার সাথে।
301723
২৫ জানুয়ারি ২০১৫ রাত ০৮:৫০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File