জাগো বাহে কোনঠে সবায়...
লিখেছেন লিখেছেন রক্তলাল ১৯ জানুয়ারি, ২০১৫, ০৭:০৩:২২ সকাল
এরা এবং এদের প্রভুরা মিলে রাংগামাটি, পিলখানা, শাপলা চত্বর রক্তাক্ত করেছিল।
এরা রক্তনেশায় মত্য পিশাচের দল।
জাগো বাহে কোনঠে সবায় হল রংপুরের ভাষায় 'জাগো ও ভাই কোথায় সবাই'।
ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের এ' ডাক ছিল রংপুরের বিপ্লবী নুরাল দীন এর কন্ঠে।
আজ আমাদের পিছু হটার সুযোগ নেই। ওরা আরেক শাপলা চত্বরের পরিকল্পনা নিয়ে বিস্তৃত করছে বিষের ফনা।
এরা ছোবল মারার আগেই তাদের ফ্যাং বা বিষদাত শেষ করে দিতে হবে।
জাতি আবারও স্ট্যান্ডওফ এ পড়েছে। হয় তাদের শত্রুকে নিঃশেষ করতে হবে নাহলে ওরাই ম্যাসাকার ঘটাবে।
জাগো বাহে কোনঠে সবায় - বর্গীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু!!
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবু কেন এ দেশ জুড়ে নিত্য ম্যসাকার।
সংগ্রাম চলবে।
মন্তব্য করতে লগইন করুন