হাসিনা কি বোকা বনে গেল?

লিখেছেন লিখেছেন রক্তলাল ১৭ মে, ২০১৪, ১২:৩২:৩৯ দুপুর



হাছিনা, নিজেরে বড়ই চালাকির মক্ষিরানী, থুক্কু.. মহারানি মনে করেন।

মনে মনে ভাব.. 'কত কিছুই ত কাভার করে ফেললাম. . উতরে গেলাম...'

'আমার মত চালাক আর কে...'

ঠিক .. আমরা এরকম রাক্ষুসে অনেক চালাক দেখেছি অধপতন ও দেখেছি।

নারায়ণগন্জের ঘটনায় চালবাজি করে মায়ার জামাতাকে কোর্টে বাচাতে না পেরে তিনি বেশ গোস্বা করে আইনমন্ত্রীকে ধমক দিয়েছেন।

বাইরে বলছেন .. বিচার করবেন কিন্তু ভিতরে চালাকি .. কিন্তু ধরা ..

দেখা যাক এই চালাক আর কত চালাকি করে আওয়ামী সরকারের আয়ু বাচাতে পারে। তবে ঘুঘু জনগণ যখন র‍্যাব, পুলিশের বাধা ভেংগে চুরমার করে দেবে .. তখন তোমার প্রতিপালক 'প্রণব' অবসরে।

বিষয়: বিবিধ

১৩৭১ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222557
১৭ মে ২০১৪ দুপুর ০১:৪৭
শফিউর রহমান লিখেছেন : তবে ঘুঘু জনগন যখন র‍্যাব, পুলিশের বাধা ভেংঙ্গে চুরমার করে দেবে ..
কবে আসবে ভাই সেই দিন? জনগণের ঘুম কবে ভাঙবে? কবে চিনতে পারবে শত্রু মিত্র?
222572
১৭ মে ২০১৪ দুপুর ০২:২২
শিশির ভেজা ভোর লিখেছেন : দেখা যাক কি হয় অপেক্ষা করি।
222589
১৭ মে ২০১৪ দুপুর ০৩:১৩
আমি মুসাফির লিখেছেন : নিজেরা বুদ্ধিমান বলে ভাবে কিন্তু তারা বোধশক্তি রাখে কি না জানিনা। আজাবের অপেক্ষা করুক
222621
১৭ মে ২০১৪ বিকাল ০৪:৩৬
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ
222677
১৭ মে ২০১৪ বিকাল ০৫:৪২
সাদামেঘ লিখেছেন : আপনার লেখার সাথে সহমত!
222749
১৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
রক্তলাল লিখেছেন : ১৫ ই অগাস্ট ১৯৭৫ এ কিন্তু জামাত-শিবির, বিএনপি'র জন্মই হয়নি। আপশক্তিকে তার নিজের তৈরী করা আরেক অপশক্তি অনেক সময় শেষ করে ফেলে!
222799
১৭ মে ২০১৪ রাত ০৯:৫০
মাটিরলাঠি লিখেছেন : আল্লাহ্‌র গজব ছাড়া আপাতত অন্যকোন উপায়তো দেখছিনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File