রক্তলাল

লিখেছেন লিখেছেন রক্তলাল ১১ মে, ২০১৪, ১০:৩৬:৩২ রাত



ধমণীর শিরায় শিরায় রক্ত, লাল।

অস্থির প্রবাহে ছুটোছুটি দেহের এক প্রান্ত থেকে অন্যে,

চিন্তা চেতনাকে আন্দোলিত করতে অবিরাম কসরত।

সীমিত জিবনের সাময়িক সুখের মোহে অলস দেহকে সচলতা দিতে রক্ত, লাল, অবিরাম প্রবাহ।

কিন্তু এ' রক্ত বিরক্ত; দেহকে তাবেদার বানাতে হায়িনার রক্ত পিপাসু পৈশাচিকতার।

শিরায় শিরায় বিদ্রোহের হাতছানি আরো বেশি উদ্বেল করে তুলে রক্তকে, করে লাল টকটকে।

তরল স্ফুলিংগ হয়ে ফিনকি দিয়ে বের হয়ে আসতে চায় প্রতিবাদের বজ্রধ্বনির আবরণে।

মানুষখেকো হায়িনার পোষ্য, হিংস্র কুকুরের বুলেটের শব্দকে তুচ্ছ করে দিতে রক্ত, লাল, বের হয়ে আসার জন্য আজ ব্যাকুল।

বিষয়: বিবিধ

১২১৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220388
১১ মে ২০১৪ রাত ১০:৪৪
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : ঠিক তাই, গাধার আর কতকাল ভার বইবে......?
১১ মে ২০১৪ রাত ১১:১৭
168055
রক্তলাল লিখেছেন : তুই আমারে এত 'I love you' করছ ক্যান? প্রত্যেক পোস্টে ফার্স্ট কমেন্ট - দিল মে কুচ কুচ হোতা হ্যায়?
১২ মে ২০১৪ রাত ০১:৩১
168067
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : আমাদের প্রিয় কালা ছাগলটা হারিয়ে যাওয়ার পর থেকে আপনার লেখায় সেই হারিয়ে যাওয়া ছাগলের অনেক কিছু পাওয়া যায়, তাই।
220404
১১ মে ২০১৪ রাত ১১:০৬
নীল জোছনা লিখেছেন : জ্বালাময়ী লেখা। ভালো লাগলো।
১১ মে ২০১৪ রাত ১১:১৩
168054
রক্তলাল লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File