শত্রু চিহ্নিত করুন।
লিখেছেন লিখেছেন রক্তলাল ২২ এপ্রিল, ২০১৪, ০৭:৩৫:১৬ সকাল
[ছবিতে হিন্দিতে লেখা "অখন্ড ভারত"]
আমরা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধেই কথা বলি।
কিন্তু, আওয়ামীরা কি আমাদের আসল শত্রু?
মাহমুদুর রহমান জেলে কারণ তিনি ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন।
ইলিয়াস আলি গুম কারন তিনি লংমার্চ করেছিলেন।
নিজামী জেলে কারণ তিনি রাজশাহীতে ভারত বিরোধী সমাবেশ করেছিলেন।
সাঈদী ফাসির কাষ্ঠে কারণ তিনি ভারতবিরোধী বক্তৃতা করতেন।
জামাতের নেতারা জেলে, ফাসির মুখোমুখী কারণ তারা ভারতের কাছে মাথানত করবেন না। "লা ইলাহা ইল্লাল্লা্হ"
ভারত সবকিছু করছে। তারা ভারত বিরোধী মনোভাব ঠেকাতে যা করতে হয় তার সব করছে। অবাধ নিরপেক্ষ নির্বাচন হাইজ্যাক করে রেখেছে।
তাদেরকে বুঝানো উচিত এটা তাদের জন্যই ক্ষতিকর - আর তাই জেগে উঠতে হবে ভারতের বিরুদ্ধে। বুঝাতে হবে এটা তাদের জন্য হিতে বিপরীত!!
মুজিব - জিয়া না থাকলেও আমাদের প্রত্যেককে আজ মুজিব জিয়া হতে হবে। একাত্তরের পাক হানারা আজ ভারতের স্পেশাল ফোর্সের লেবাসে আমাদের দেশ দখল করে আছে। আর সেজন্য, "আমাদের যার যা আছে তাই নিয়ে" ঝাপিয়ে পড়তে হবে শত্রুর মোকাবেলায়, দিতে হবে স্বাধীনতার ডাক, "I, Major Zia, declare the independence of Bangladesh."
আমরা প্রত্যেকেই আজ একেকজন জিয়া/মুজিব। জেগে ওঠো বাংলাদেশ! ভারতের বিরুদ্ধে!!
বিষয়: বিবিধ
১২৯৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আতি উৎসাহের কার নেই- প্রয়োজনে আরো ঠেংগানি দেয়া যাবে। মুমিনদের কখন কিভাবে সোজা করতে হবে সে দাওয়াই ইহুদী-নাসারা-পুত্তলিক'দের জানা আছে।
উত্তর আফ্রিকা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মুমিন মুসলিমরা স্রেফ পেটভরে খাওয়ার জন্য পঙ্গপালের মত ইহুদী-নাসারা'দের দেশে এসে স্বর্গের ঠিকানা খুজে পায়। মুমিনের আল্লার রিজিক ভান্ডারে আকাল চলছে সম্ভবত। অন্যের ভাত ধ্বংস করে মুসলমানিত্বের বড়াই হাস্যকর বটেই @ ছাগুলাল।
মন্তব্য করতে লগইন করুন