রক্তলাল
লিখেছেন লিখেছেন রক্তলাল ০৩ এপ্রিল, ২০১৪, ০৯:৫৩:৫৮ সকাল
ধমণীর শিরায় শিরায় রক্ত, লাল।
অস্থির প্রবাহে ছুটোছুটি দেহের এক প্রান্ত থেকে অন্যে,
চিন্তা চেতনাকে আন্দোলিত করতে অবিরাম কসরত।
সীমিত জিবনের সাময়িক সুখের মোহে অলস দেহকে সচলতা দিতে রক্ত, লাল, অবিরাম প্রবাহ।
কিন্তু এ' রক্ত বিরক্ত; দেহকে তাবেদার বানাতে হায়িনার রক্ত পিপাসু পৈশাচিকতার।
শিরায় শিরায় বিদ্রোহের হাতছানি আরো বেশি উদ্বেল করে তুলে রক্তকে, করে লাল টকটকে।
তরল স্ফুলিংগ হয়ে ফিনকি দিয়ে বের হয়ে আসতে চায় প্রতিবাদের বজ্রধ্বনির আবরণে।
মানুষখেকো হায়িনার পোষ্য, হিংস্র কুকুরের বুলেটের শব্দকে তুচ্ছ করে দিতে রক্ত, লাল, বের হয়ে আসার জন্য আজ ব্যাকুল।
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন