রক্তলাল

লিখেছেন লিখেছেন রক্তলাল ০৩ এপ্রিল, ২০১৪, ০৯:৫৩:৫৮ সকাল



ধমণীর শিরায় শিরায় রক্ত, লাল।

অস্থির প্রবাহে ছুটোছুটি দেহের এক প্রান্ত থেকে অন্যে,

চিন্তা চেতনাকে আন্দোলিত করতে অবিরাম কসরত।

সীমিত জিবনের সাময়িক সুখের মোহে অলস দেহকে সচলতা দিতে রক্ত, লাল, অবিরাম প্রবাহ।

কিন্তু এ' রক্ত বিরক্ত; দেহকে তাবেদার বানাতে হায়িনার রক্ত পিপাসু পৈশাচিকতার।

শিরায় শিরায় বিদ্রোহের হাতছানি আরো বেশি উদ্বেল করে তুলে রক্তকে, করে লাল টকটকে।

তরল স্ফুলিংগ হয়ে ফিনকি দিয়ে বের হয়ে আসতে চায় প্রতিবাদের বজ্রধ্বনির আবরণে।

মানুষখেকো হায়িনার পোষ্য, হিংস্র কুকুরের বুলেটের শব্দকে তুচ্ছ করে দিতে রক্ত, লাল, বের হয়ে আসার জন্য আজ ব্যাকুল।

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202017
০৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫০
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:০২
151974
রক্তলাল লিখেছেন : পড়া এবং মন্তব্যের জন্য ধন্যবাদ
202275
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৩
সুমাইয়া হাবীবা লিখেছেন : বিপ্লবী কন্ঠ। ভালো লাগলো। Happy
০৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:০১
151973
রক্তলাল লিখেছেন : ধন্যবাদ Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File