মোনাফেকরা কোথায়?
লিখেছেন লিখেছেন রক্তলাল ০৫ মার্চ, ২০১৪, ০৭:০৭:৪৭ সকাল
কিছু শয়তান লোক আছে যারা নিজেদের ইসলামিক এবং ইসলামের সেবক বলে নানা দস্তা দলিল প্রকাশ করে চোখ ঝালাপালা করে দেয়।
আর সুযোগ পেলেই জালিমের সুনজরে আসতে জামাত কে নিয়ে নানা জাতের ইকুটু বিকুটির অবতারণা করে। জামাতকে ব্যর্থ্য প্রমাণে নানা চাতুর্য্যের আশ্রয় নেয়। এরা শয়তান এবং আল্লাহ দুই দিককেই খুশী রাখার চেষ্টা করে।
জামাতকে যখন জালিমরা নানা নির্যাতন করে তখন তারা উল্টো জামাতকে দোষারোপ করে।
অথচ আজ জামাতের সাফল্যে তাদের মুখে কুলুপ। জামাতকে যে মানুষ তাদের সততা আর চারিত্রিক ঔতকর্ষতার জন্য কত ভালবাসে তা সাম্প্রতিক আন্দোলন আর নির্বাচনের সাফল্যতেই পাওয়া যায়।
জালিম আর তাদের চিয়ারলিডার্সরা একদিন সত্যের মুখোমুখি হবেই। কোনো চালাকি কাজে না এসে নির্মম শাস্তি পেতেই হবে।
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমাদের ভালো হলে তাদের খারাপ লাগে এবং তোমাদের ওপর কোন বিপদ এলে তারা খুশী হয়৷ (সূরা আলে ইমরানঃ১২০)।
মন্তব্য করতে লগইন করুন